ভূগোল MCQ - World Geography MCQ For Competitive Exams In Bengali
ভূগোল (Geography)
মহাদেশ ও রিলিফ
1. পৃথিবীর মোট কয়টি মহাদেশ আছে? – ৭টি।
2. পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ কোনটি? – এশিয়া।
3. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? – অস্ট্রেলিয়া।
4. পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? – এশিয়া।
5. পৃথিবীর সর্বাধিক অনাবাসিক মহাদেশ কোনটি? – অ্যান্টার্কটিকা।
6. পৃথিবীর সর্বাধিক দেশসংখ্যা বিশিষ্ট মহাদেশ কোনটি? – আফ্রিকা।
7. কোন মহাদেশকে ‘ডার্ক কন্টিনেন্ট’ বলা হয়? – আফ্রিকা।
8. কোন মহাদেশকে ‘লাল মহাদেশ’ বলা হয়? – অস্ট্রেলিয়া।
9. কোন মহাদেশকে ‘হোয়াইট কন্টিনেন্ট’ বলা হয়? – অ্যান্টার্কটিকা।
10. কোন মহাদেশকে ‘নিউ ওয়ার্ল্ড’ বলা হয়? – উত্তর ও দক্ষিণ আমেরিকা।
11. কোন মহাদেশকে ‘ওল্ড ওয়ার্ল্ড’ বলা হয়? – এশিয়া, ইউরোপ ও আফ্রিকা।
12. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? – মাউন্ট এভারেস্ট।
13. মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? – ৮,৮৪৮.৮৬ মিটার।
14. মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? – নেপাল ও চীন সীমান্তে।
15. হিমালয় পর্বতশ্রেণি কোন মহাদেশে অবস্থিত? – এশিয়া।
16. বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণি কোনটি? – আন্দিজ পর্বতশ্রেণি।
17. আন্দিজ পর্বতশ্রেণি কোন মহাদেশে অবস্থিত? – দক্ষিণ আমেরিকা।
18. সর্বাধিক প্রাচীন পর্বতশ্রেণি কোনটি? – আরাভল্লী পর্বতশ্রেণি।
19. রকি পর্বতশ্রেণি কোথায় অবস্থিত? – উত্তর আমেরিকা।
20. আলপ্স পর্বতশ্রেণি কোন মহাদেশে অবস্থিত? – ইউরোপ।
21. ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? – মাউন্ট এলব্রুস।
22. আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? – মাউন্ট কিলিমানজারো।
23. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত কোনটি? – মাউন্ট কোসসিয়াস্কো।
24. অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বত কোনটি? – মাউন্ট ভিনসন।
25. পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? – মৃত সাগরের উপকূল।
26. মৃত সাগর কোন দুই দেশের মধ্যে অবস্থিত? – ইসরাইল ও জর্ডান।
27. পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? – আমাজন সমভূমি।
28. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? – সাহারা মরুভূমি।
29. সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? – আফ্রিকা।
30. পৃথিবীর শীতলতম স্থান কোনটি? – ভোস্টক স্টেশন, অ্যান্টার্কটিকা।
31. পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি? – ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র।
32. বিশ্বের বৃহত্তম মালভূমি কোনটি? – পামির মালভূমি।
33. পামির মালভূমিকে আর কি বলা হয়? – বিশ্বের ছাদ (Roof of the World)।
34. বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? – গ্রিনল্যান্ড।
35. বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? – অস্ট্রেলিয়া।
36. পৃথিবীর দীর্ঘতম উপদ্বীপ কোনটি? – আরব উপদ্বীপ।
37. বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? – ক্যাসপিয়ান সাগর।
38. বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? – বৈকাল হ্রদ।
39. পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? – মাউনা লোয়া, হাওয়াই।
40. সর্বাধিক সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? – মাউন্ট এটনা।
41. বিশ্বের বৃহত্তম নদী সমভূমি কোনটি? – গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি।
42. বিশ্বের দীর্ঘতম উপকূলরেখা কোন দেশের? – কানাডা।
43. পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় দেশ কোনটি? – রাশিয়া।
44. কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে? – আফ্রিকা।
45. কোন মহাদেশে বরফের পরিমাণ সবচেয়ে বেশি? – অ্যান্টার্কটিকা।
46. অ্যান্টার্কটিকাকে কোন চুক্তি দ্বারা সংরক্ষিত করা হয়েছে? – অ্যান্টার্কটিক চুক্তি, ১৯৫৯।
47. কোন মহাদেশে ‘গ্রেট ব্যারিয়ার রিফ’ অবস্থিত? – অস্ট্রেলিয়া।
48. কোন মহাদেশকে ‘উত্তর গোলার্ধের মহাদেশ’ বলা হয়? – ইউরোপ।
49. কোন মহাদেশে কোনো দেশ নেই? – অ্যান্টার্কটিকা।
50. বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা কোনটি? – আন্দিজ পর্বতশ্রেণি।
51. বিশ্বের বৃহত্তম দ্বীপমালা কোনটি? – ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ।
52. কোন মহাদেশ সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত? – অস্ট্রেলিয়া।
53. কোন মহাদেশ সম্পূর্ণভাবে বরফে ঢাকা? – অ্যান্টার্কটিকা।
54. আফ্রিকার দক্ষিণ প্রান্তের স্থানটির নাম কী? – কেপ অফ গুড হোপ।
55. এশিয়ার পশ্চিম প্রান্ত কোন স্থানে শেষ হয়েছে? – সুয়েজ ইস্থমাস।
56. ইউরোপ ও এশিয়ার সীমারেখা কী দ্বারা নির্ধারিত? – ইউরাল পর্বতমালা।
57. কোন মহাদেশকে ‘মানবজাতির উৎপত্তিস্থল’ বলা হয়? – আফ্রিকা।
58. কোন মহাদেশকে ‘সূর্যোদয়ের দেশ’ বলা হয়? – এশিয়া (জাপান)।
59. কোন পর্বতশ্রেণি ইউরোপ ও এশিয়াকে বিভক্ত করে? – ইউরাল পর্বতশ্রেণি।
60. কোন মহাদেশকে ‘ভূমির দেশ’ বলা হয়? – অস্ট্রেলিয়া।
প্রধান পর্বত/মরুভূমি/মালভূমি
1. বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? — মাউন্ট এভারেস্ট।
2. মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত? — হিমালয় পর্বতমালা।
3. কে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন? — এডমুন্ড হিলারি ও তেনজিং নরগে (১৯৫৩)।
4. কিলিমাঞ্জারো পর্বত কোথায় অবস্থিত? — তানজানিয়ায় (আফ্রিকা)।
5. আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? — দক্ষিণ আমেরিকা।
6. ইউরোপের সর্বোচ্চ পর্বত কোনটি? — মাউন্ট এলব্রুস।
7. উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত কোনটি? — মাউন্ট ম্যাককিনলি (ডেনালি)।
8. আফ্রিকার সর্বোচ্চ পর্বত কোনটি? — কিলিমাঞ্জারো।
9. আল্পস পর্বতমালা কোন দেশে প্রধানত অবস্থিত? — সুইজারল্যান্ডে।
10. রকি পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? — উত্তর আমেরিকা।
11. হিমালয় পর্বতমালা কতটি দেশে বিস্তৃত? — পাঁচটি (ভারত, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান)।
12. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? — আন্দিজ পর্বতমালা।
13. ‘অ্যাটলাস’ পর্বতমালা কোথায় অবস্থিত? — উত্তর আফ্রিকায় (মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া)।
14. কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? — কে-টু (গডউইন অস্টিন)।
15. কে-টু কোন দেশে অবস্থিত? — পাকিস্তান।
16. পাইরেনিজ পর্বতমালা কোন দুই দেশকে পৃথক করেছে? — ফ্রান্স ও স্পেন।
17. উরাল পর্বতমালা কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? — ইউরোপ ও এশিয়া।
18. আল্পস পর্বতমালা কিসের জন্য বিখ্যাত? — স্কি রিসোর্ট ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য।
19. হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? — মাউন্ট এভারেস্ট।
20. মাউন্ট ব্লাঙ্ক কোন পর্বতমালায় অবস্থিত? — আল্পস পর্বতমালায়।
21. গোবি মরুভূমি কোথায় অবস্থিত? — মঙ্গোলিয়া ও চীনের সীমান্তে।
22. সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? — আফ্রিকা।
23. সাহারা মরুভূমি বিশ্বের কী অবস্থানে? — বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি।
24. গোবি মরুভূমি কেমন ধরনের মরুভূমি? — শীতল মরুভূমি।
25. থর মরুভূমি কোথায় অবস্থিত? — ভারতে ও পাকিস্তানে।
26. অস্ট্রেলিয়ার প্রধান মরুভূমি কোনটি? — গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি।
27. কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? — দক্ষিণ আফ্রিকায় (বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা)।
28. নামিব মরুভূমি কোন দেশে অবস্থিত? — নামিবিয়ায়।
29. আরব মরুভূমি কোথায় অবস্থিত? — আরব উপদ্বীপে।
30. মোহাভে মরুভূমি কোথায় অবস্থিত? — যুক্তরাষ্ট্রে (ক্যালিফোর্নিয়া)।
31. আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? — চিলিতে।
32. আতাকামা মরুভূমি কিসের জন্য বিখ্যাত? — পৃথিবীর শুষ্কতম মরুভূমি।
33. গোবি মরুভূমি কোন দুই দেশের মাঝে অবস্থিত? — চীন ও মঙ্গোলিয়া।
34. সাহারা মরুভূমি কতটি দেশে বিস্তৃত? — প্রায় ১১টি দেশে।
35. থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? — রাজস্থানে।
36. মালভূমির আরেক নাম কী? — উঁচু সমতল ভূমি।
37. দক্ষিণ ভারতের প্রধান মালভূমি কোনটি? — দাক্ষিণাত্য মালভূমি।
38. আফ্রিকার সর্ববৃহৎ মালভূমি কোনটি? — ইথিওপিয়ার মালভূমি।
39. দক্ষিণ আমেরিকার প্রধান মালভূমি কোনটি? — ব্রাজিল মালভূমি।
40. উত্তর আমেরিকার প্রধান মালভূমি কোনটি? — কলোরাডো মালভূমি।
41. এশিয়ার বৃহত্তম মালভূমি কোনটি? — তিব্বত মালভূমি।
42. তিব্বত মালভূমির আরেক নাম কী? — বিশ্বের ছাদ (Roof of the World)।
43. দাক্ষিণাত্য মালভূমি কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? — গোদাবরী ও কাবেরী নদীর মধ্যে।
44. আফ্রিকাকে কেন ‘মালভূমির মহাদেশ’ বলা হয়? — কারণ মহাদেশের অধিকাংশ অঞ্চল উঁচু মালভূমি।
45. ব্রাজিল মালভূমির প্রধান খনিজ কী? — লোহা আকরিক।
46. কলোরাডো মালভূমি কোন দেশের অন্তর্গত? — যুক্তরাষ্ট্র।
47. দাক্ষিণাত্য মালভূমির প্রধান গঠন কী দিয়ে? — ব্যাসাল্ট শিলায় গঠিত।
48. দক্ষিণ আফ্রিকার প্রধান মালভূমি কোনটি? — ভেল্ড মালভূমি।
49. ডেকান মালভূমি কিসের জন্য বিখ্যাত? — কৃষ্ণবর্ণ মৃত্তিকার জন্য।
50. কুইন্সল্যান্ড মালভূমি কোথায় অবস্থিত? — অস্ট্রেলিয়ায়।
51. পাটাগোনিয়া মালভূমি কোন দেশে অবস্থিত? — আর্জেন্টিনায়।
52. পামির মালভূমি কোথায় অবস্থিত? — তাজিকিস্তানে।
53. পামির মালভূমির নাম কী অর্থ বহন করে? — বিশ্বের ছাদ।
54. ইথিওপিয়ার মালভূমি কোন কারণে বিখ্যাত? — কফি উৎপাদনের জন্য।
55. চিলির প্রধান মালভূমি কোনটি? — আতাকামা মালভূমি।
56. আফ্রিকার পূর্ব অংশে কোন মালভূমি অবস্থিত? — ইথিওপিয়ার মালভূমি।
57. উত্তর আমেরিকার কোন মালভূমি গ্র্যান্ড ক্যানিয়নের জন্য বিখ্যাত? — কলোরাডো মালভূমি।
58. ভারতে মালভূমি অঞ্চলের প্রধান শহর কোনটি? — বেঙ্গালুরু।
59. তিব্বত মালভূমির গড় উচ্চতা কত? — প্রায় ৪,৫০০ মিটার।
60. পামির মালভূমি কোন দুই পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত? — হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালার সংযোগস্থলে।
প্রধান নদী/হ্রদ
1. পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? – নীল নদ।
2. পৃথিবীর সবচেয়ে প্রশস্ত নদী কোনটি? – আমাজন নদী।
3. পৃথিবীর সবচেয়ে গভীর নদী কোনটি? – কঙ্গো নদী।
4. আমাজন নদী কোন দেশে অবস্থিত? – ব্রাজিল।
5. নীল নদ কোন সাগরে গিয়ে মিশেছে? – ভূমধ্যসাগর।
6. নীল নদ কোন মহাদেশে অবস্থিত? – আফ্রিকা।
7. মিসিসিপি নদী কোন দেশে অবস্থিত? – মার্কিন যুক্তরাষ্ট্র।
8. ইয়াংসিকিয়াং (Yangtze) নদী কোন দেশে অবস্থিত? – চীন।
9. ইয়াংসিকিয়াং নদীর উৎপত্তি কোথা থেকে? – তিব্বত মালভূমি।
10. দানিয়ুব (Danube) নদী কোন সাগরে গিয়ে মিশেছে? – কৃষ্ণ সাগর।
11. দানিয়ুব নদী কোন মহাদেশে অবস্থিত? – ইউরোপ।
12. ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী কোন দেশে প্রবাহিত? – ইরাক।
13. ভলগা নদী কোন সাগরে মিশেছে? – কাস্পিয়ান সাগর।
14. ভলগা নদী কোন দেশের? – রাশিয়া।
15. কঙ্গো নদী কোন মহাদেশে অবস্থিত? – আফ্রিকা।
16. নাইজার নদী কোন মহাদেশে অবস্থিত? – আফ্রিকা।
17. মারে–ডার্লিং নদী ব্যবস্থা কোন দেশের? – অস্ট্রেলিয়া।
18. মেকং নদী কোন দেশগুলির মধ্য দিয়ে প্রবাহিত? – চীন, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম।
19. রাইন (Rhine) নদী কোন সাগরে গিয়ে মিশেছে? – উত্তর সাগর।
20. আমুর নদী কোন দুই দেশের সীমান্ত গঠন করেছে? – রাশিয়া ও চীন।
21. নীল নদ কোন দুটি নদীর মিলনে গঠিত? – হোয়াইট নাইল ও ব্লু নাইল।
22. হোয়াইট নাইল নদীর উৎস কোথায়? – ভিক্টোরিয়া হ্রদ।
23. ব্লু নাইল নদীর উৎস কোথায়? – টানা হ্রদ (ইথিওপিয়া)।
24. ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? – আফ্রিকা।
25. টাঙ্গানিকা হ্রদ কোন দুই দেশের সীমান্তে অবস্থিত? – জাম্বিয়া ও তানজানিয়া।
26. সুপিরিয়র হ্রদ কোন মহাদেশে অবস্থিত? – উত্তর আমেরিকা।
27. উত্তর আমেরিকার পাঁচটি মহাহ্রদ কোনগুলি? – সুপিরিয়র, মিশিগান, হিউরন, এরি, অন্টারিও।
28. বিশ্বের বৃহত্তম স্বাদুপানির হ্রদ কোনটি? – সুপিরিয়র হ্রদ।
29. বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? – কাস্পিয়ান সাগর।
30. বিশ্বের সর্বনিম্ন উচ্চতার হ্রদ কোনটি? – মৃত সাগর (Dead Sea)।
31. মৃত সাগর কোন দুই দেশের মধ্যে অবস্থিত? – ইসরাইল ও জর্ডান।
32. বাইকাল হ্রদ কোন দেশে অবস্থিত? – রাশিয়া।
33. বাইকাল হ্রদ বিশ্বের গভীরতম হ্রদ – গভীরতা প্রায় কত? – প্রায় 1642 মিটার।
34. টিটিকাকা হ্রদ কোন দুই দেশের মধ্যে অবস্থিত? – পেরু ও বলিভিয়া।
35. টিটিকাকা হ্রদ কোন পর্বতের মধ্যে অবস্থিত? – আন্দিজ পর্বতমালা।
36. আরাল সাগর কোন দুই দেশে অবস্থিত? – কাজাখস্তান ও উজবেকিস্তান।
37. বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? – আমাজন নদীর অববাহিকা।
38. পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী উপত্যকা কোনটি? – নীল নদ উপত্যকা।
39. কঙ্গো নদী কোন সাগরে গিয়ে মিশেছে? – আটলান্টিক মহাসাগর।
40. মিসিসিপি নদী কোন সাগরে গিয়ে মিশেছে? – মেক্সিকো উপসাগর।
41. সেন্ট লরেন্স নদী কোন দুই দেশের সীমানা গঠন করেছে? – কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।
42. হাডসন নদী কোন দেশের মধ্যে অবস্থিত? – মার্কিন যুক্তরাষ্ট্র।
43. ওরিনোকো নদী কোন দেশে অবস্থিত? – ভেনিজুয়েলা।
44. লেনা নদী কোন দেশে অবস্থিত? – রাশিয়া।
45. ওব ও ইয়েনিসেই নদী কোন সাগরে গিয়ে মিশেছে? – উত্তর মেরু সাগরে।
46. নাইজার নদী কোন সাগরে গিয়ে মিশেছে? – গিনি উপসাগর।
47. জাম্বেজি নদী কোন জলপ্রপাত তৈরি করেছে? – ভিক্টোরিয়া জলপ্রপাত।
48. ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে অবস্থিত? – জাম্বিয়া ও জিম্বাবুয়ে সীমান্তে।
49. সিন্ধু নদীর উৎস কোথায়? – মানস সরোবর হ্রদ (তিব্বত)।
50. গঙ্গা নদী কোথায় গিয়ে মিশেছে? – বঙ্গোপসাগর।
51. ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? – মানস সরোবরের কাছে চেমায়ুংডং হিমবাহ থেকে।
52. ভলগা নদী ইউরোপের দীর্ঘতম নদী – দৈর্ঘ্য কত? – প্রায় 3690 কিমি।
53. আমাজন নদীর দৈর্ঘ্য কত? – প্রায় 6400 কিমি।
54. নীল নদীর দৈর্ঘ্য কত? – প্রায় 6650 কিমি।
55. চাদের হ্রদ কোন মহাদেশে অবস্থিত? – আফ্রিকা।
56. গ্রেট বেয়ার হ্রদ কোন দেশে অবস্থিত? – কানাডা।
57. ব্যালাটন হ্রদ কোন দেশে অবস্থিত? – হাঙ্গেরি।
58. রাইন নদী প্রধানত কোন দেশগুলির মধ্য দিয়ে প্রবাহিত? – সুইজারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস।
59. গঙ্গা নদীর প্রধান উপনদী কোনটি? – যমুনা।
60. পৃথিবীর সবচেয়ে পুরনো হ্রদ কোনটি? – বাইকাল হ্রদ।
জলবায়ু অঞ্চল
1. পৃথিবীর জলবায়ু অঞ্চলগুলিকে প্রথম শ্রেণিবদ্ধ করেন কে? – কোপেন (Koeppen)
2. কোপেন কতটি প্রধান জলবায়ু অঞ্চলে পৃথিবীকে ভাগ করেছেন? – পাঁচটি
3. কোপেনের জলবায়ু শ্রেণিবিন্যাসের ভিত্তি কী? – তাপমাত্রা ও বৃষ্টিপাত
4. বিষুবীয় অঞ্চলের জলবায়ু কেমন? – উষ্ণ ও আর্দ্র
5. বিষুবীয় অঞ্চলে প্রধানত কোন ধরনের বন পাওয়া যায়? – সদাবাহার ঘন অরণ্য
6. বিষুবীয় জলবায়ুকে আর কী বলা হয়? – গরম আর্দ্র জলবায়ু
7. বিষুবীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় তাপমাত্রা কত থাকে? – প্রায় ২৭°C
8. বিষুবীয় অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত প্রায় কত হয়? – ২০০ সেমি-র বেশি
9. বিষুবীয় জলবায়ু অঞ্চলের প্রধান অঞ্চল কোনটি? – অ্যামাজন অববাহিকা
10. সাভানা জলবায়ুকে আর কী বলা হয়? – উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি জলবায়ু
11. সাভানা জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত কখন হয়? – গ্রীষ্মকালে
12. সাভানা অঞ্চলে প্রধান উদ্ভিদ কী? – লম্বা তৃণ ও ছড়ানো গাছ
13. আফ্রিকার সাভানা অঞ্চলের অন্য নাম কী? – সুদান জলবায়ু
14. মরুভূমি জলবায়ু কেমন? – উষ্ণ ও শুষ্ক
15. মরুভূমি অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত কত হয়? – ২৫ সেমি-র কম
16. মরুভূমি জলবায়ুর উদাহরণ কোনটি? – সাহারা মরুভূমি
17. ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? – শীতকালে বৃষ্টি, গ্রীষ্মে শুষ্কতা
18. ভূমধ্যসাগরীয় জলবায়ু কোন ফসলের জন্য বিখ্যাত? – আঙুর ও জলপাই
19. ভূমধ্যসাগরীয় জলবায়ুর নামকরণ হয়েছে কোন সাগরের নামানুসারে? – ভূমধ্যসাগর
20. মনসুন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? – মৌসুমি বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত বৃষ্টি
21. মনসুন জলবায়ুর উদাহরণ কোন দেশ? – ভারত
22. স্টেপ জলবায়ু কেমন? – শীতল ও শুষ্ক তৃণভূমি জলবায়ু
23. স্টেপ জলবায়ুর প্রধান অঞ্চল কোনটি? – মধ্য এশিয়া
24. টুন্ড্রা জলবায়ু কেমন? – অত্যন্ত ঠান্ডা ও শুষ্ক
25. টুন্ড্রা অঞ্চলে মাটির নিচে বরফ জমে থাকে, একে কী বলে? – পার্মাফ্রস্ট
26. টুন্ড্রা জলবায়ুতে গাছপালা কেমন? – শৈবাল ও লাইকেন
27. টুন্ড্রা জলবায়ুর দেশগুলির উদাহরণ কী? – কানাডা ও রাশিয়া
28. টাইগা জলবায়ু কেমন? – শীতল নাতিশীতোষ্ণ বনাঞ্চলীয় জলবায়ু
29. টাইগা অঞ্চলে প্রধানত কোন গাছ জন্মে? – শঙ্কুযুক্ত গাছ (Coniferous)
30. টাইগা অঞ্চলের প্রধান দেশ কোনটি? – রাশিয়া
31. গরম মরুভূমির জলবায়ু প্রধানত কোথায় দেখা যায়? – ২০° থেকে ৩০° অক্ষাংশে
32. ঠান্ডা মরুভূমির উদাহরণ কী? – গোবি মরুভূমি
33. নাতিশীতোষ্ণ জলবায়ু কেমন? – মাঝারি ঠান্ডা ও বৃষ্টিপ্রবণ
34. পশ্চিম ইউরোপ কোন ধরনের জলবায়ু অঞ্চলে পড়ে? – নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু
35. নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ুতে বৃষ্টি কেমন হয়? – সারা বছর সমানভাবে
36. মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য কী? – গ্রীষ্ম গরম ও শীত ঠান্ডা
37. মহাদেশীয় জলবায়ুর উদাহরণ কোন অঞ্চল? – সাইবেরিয়া
38. চীন জলবায়ু কেমন? – নাতিশীতোষ্ণ মনসুন জলবায়ু
39. নিরক্ষীয় অঞ্চল কোন জলবায়ুর অন্তর্গত? – বিষুবীয় জলবায়ু
40. পাটাগোনিয়া অঞ্চলের জলবায়ু কেমন? – ঠান্ডা মরুভূমি জলবায়ু
41. আইসল্যান্ডের জলবায়ু কী রকম? – ঠান্ডা সামুদ্রিক জলবায়ু
42. ইউরোপের দক্ষিণাঞ্চলে কোন জলবায়ু পাওয়া যায়? – ভূমধ্যসাগরীয় জলবায়ু
43. অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কোন জলবায়ু? – সাভানা জলবায়ু
44. অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে কোন জলবায়ু? – ভূমধ্যসাগরীয় জলবায়ু
45. কানাডার উত্তরাঞ্চলে কোন জলবায়ু? – টুন্ড্রা জলবায়ু
46. ব্রাজিলের উত্তরাঞ্চল কোন জলবায়ু অঞ্চলে পড়ে? – বিষুবীয়
47. মেক্সিকোর জলবায়ু প্রধানত কেমন? – মরুভূমি ও সাভানা
48. আফ্রিকার দক্ষিণাঞ্চল কোন জলবায়ু অঞ্চলে পড়ে? – সাভানা ও মরুভূমি
49. সাহেল অঞ্চল কোন দুই জলবায়ুর মধ্যবর্তী অঞ্চল? – সাভানা ও মরুভূমি
50. অ্যামাজন অববাহিকায় সারাবছর বৃষ্টি হয় কেন? – নিম্নচাপ ও আর্দ্র বায়ুর কারণে
51. নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রধানত কোন ফসল জন্মে? – গম
52. বিষুবীয় অঞ্চলে প্রধানত কোন ফসল জন্মে? – কফি ও কোকো
53. মরুভূমি অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মে? – কাঁটাযুক্ত xerophytes
54. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কৃষি কিসের ওপর নির্ভরশীল? – সেচ ও শীতকালীন বৃষ্টি
55. সাভানা অঞ্চলের প্রধান প্রাণী কী? – হাতি, সিংহ, জিরাফ
56. টুন্ড্রা অঞ্চলের প্রধান প্রাণী কী? – মেরু ভালুক ও হরিণ
57. টাইগা অঞ্চলে কোন শিল্প বিকশিত? – কাঠ ও কাগজ শিল্প
58. নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু অঞ্চলে কোন গাছ জন্মে? – চিরসবুজ ও পর্ণমোচী গাছ
59. নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু অঞ্চলের শীত কেমন? – দীর্ঘ ও তীব্র ঠান্ডা
60. পৃথিবীর সবচেয়ে শীতল জলবায়ু অঞ্চল কোনটি? – মেরু অঞ্চল
কৃষি অঞ্চল
1. বিশ্বে সর্বাধিক গম উৎপন্ন হয় — চীনে।
2. বিশ্বে সর্বাধিক ধান উৎপন্ন হয় — চীনে।
3. বিশ্বে সর্বাধিক ভুট্টা উৎপন্নকারী দেশ — যুক্তরাষ্ট্র।
4. বিশ্বে সর্বাধিক তুলা উৎপন্ন হয় — চীনে।
5. বিশ্বের প্রধান গম উৎপাদন অঞ্চল — উত্তর আমেরিকার সমতলভূমি।
6. বিশ্বের প্রধান ধান উৎপাদন অঞ্চল — দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া।
7. বিশ্বের প্রধান ভুট্টা উৎপাদন অঞ্চল — মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কর্ন বেল্ট।
8. বিশ্বের প্রধান কফি উৎপাদন অঞ্চল — দক্ষিণ আমেরিকার ব্রাজিল।
9. বিশ্বের প্রধান কোকো উৎপাদন অঞ্চল — পশ্চিম আফ্রিকা।
10. বিশ্বের প্রধান চা উৎপাদন অঞ্চল — দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া।
11. বিশ্বের প্রধান তুলা উৎপাদন অঞ্চল — যুক্তরাষ্ট্র, চীন ও ভারত।
12. বিশ্বের প্রধান রাবার উৎপাদন অঞ্চল — দক্ষিণ-পূর্ব এশিয়া।
13. বিশ্বের প্রধান গম চাষের অঞ্চল — টেম্পারেট গ্রাসল্যান্ড অঞ্চল।
14. ধান চাষের উপযোগী অঞ্চল — গরম ও আর্দ্র জলবায়ু অঞ্চল।
15. গম চাষের জন্য উপযোগী জলবায়ু — শীতল ও শুষ্ক জলবায়ু।
16. কফি চাষের জন্য উপযোগী জলবায়ু — গরম ও আর্দ্র জলবায়ু।
17. কোকো চাষের প্রধান অঞ্চল — বিষুবীয় আফ্রিকা।
18. রাবার চাষের জন্য উপযোগী জলবায়ু — গরম ও আর্দ্র।
19. বিশ্বের কর্ন বেল্ট অবস্থিত — যুক্তরাষ্ট্রের মধ্যভাগে।
20. বিশ্বের তুলা বেল্ট অবস্থিত — যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে।
21. ইউরোপের প্রধান গম উৎপাদনকারী দেশ — ফ্রান্স।
22. এশিয়ার প্রধান ধান উৎপাদনকারী দেশ — চীন।
23. আফ্রিকার প্রধান কফি উৎপাদনকারী দেশ — ইথিওপিয়া।
24. দক্ষিণ আমেরিকার প্রধান কফি উৎপাদনকারী দেশ — ব্রাজিল।
25. বিশ্বের চিনি উৎপাদনের প্রধান অঞ্চল — ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকা।
26. বিশ্বের পশুপালন বেল্ট — প্যাম্পাস, প্রেইরি ও স্টেপ অঞ্চল।
27. বিশ্বের দুগ্ধ উৎপাদন অঞ্চল — উত্তর-পশ্চিম ইউরোপ।
28. অস্ট্রেলিয়ার প্রধান কৃষি অঞ্চল — উল প্রোডাকশন বেল্ট।
29. নিউজিল্যান্ডের প্রধান কৃষি উৎপাদন — দুধ ও মাংস।
30. বিশ্বের প্রধান গম চাষের দেশ — যুক্তরাষ্ট্র।
31. “কর্ন বেল্ট” বিখ্যাত — ভুট্টা চাষের জন্য।
32. “রাইস বোল” বলা হয় — দক্ষিণ-পূর্ব এশিয়াকে।
33. “উল বেল্ট” বলা হয় — অস্ট্রেলিয়াকে।
34. “স্যুগার বেল্ট” বলা হয় — ক্যারিবিয়ান অঞ্চলে।
35. “কফি বেল্ট” অবস্থিত — বিষুবীয় অঞ্চলে।
36. “কোকো বেল্ট” অবস্থিত — পশ্চিম আফ্রিকায়।
37. “ডেয়ারি বেল্ট” বিখ্যাত — উত্তর-পশ্চিম ইউরোপে।
38. “কটন বেল্ট” অবস্থিত — যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে।
39. বিশ্বের সর্বাধিক রাবার উৎপাদনকারী দেশ — থাইল্যান্ড।
40. বিশ্বের প্রধান রাবার উৎপাদন এলাকা — মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
41. গম চাষের জন্য প্রধান অঞ্চল — ইউক্রেন, কানাডা, যুক্তরাষ্ট্র।
42. ধান চাষের জন্য প্রধান অঞ্চল — ভারত, চীন, বাংলাদেশ।
43. তুলা চাষের জন্য প্রধান অঞ্চল — যুক্তরাষ্ট্র, ভারত, চীন।
44. কফি চাষের জন্য প্রধান অঞ্চল — ব্রাজিল, কলম্বিয়া, ইথিওপিয়া।
45. রাবার চাষের জন্য প্রধান অঞ্চল — মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড।
46. কোকো চাষের জন্য প্রধান অঞ্চল — ঘানা, নাইজেরিয়া, আইভরি কোস্ট।
47. আঙ্গুর চাষের জন্য উপযোগী অঞ্চল — ভূমধ্যসাগরীয় অঞ্চল।
48. জলপাই চাষের প্রধান অঞ্চল — ভূমধ্যসাগরীয় অঞ্চল।
49. গম চাষ প্রধানত হয় — মধ্য অক্ষাংশে।
50. ধান চাষ প্রধানত হয় — নিম্ন অক্ষাংশে।
51. চা চাষের জন্য উপযোগী অঞ্চল — উঁচু ও আর্দ্র অঞ্চল।
52. প্রধান চা উৎপাদনকারী দেশ — চীন, ভারত, শ্রীলঙ্কা।
53. বিশ্বের প্রধান ফলমূল উৎপাদন অঞ্চল — ভূমধ্যসাগরীয় অঞ্চল।
54. বিশ্বের প্রধান মিশ্র কৃষি অঞ্চল — পশ্চিম ইউরোপ।
55. বিশ্বের প্রধান বাণিজ্যিক কৃষি অঞ্চল — উত্তর আমেরিকা।
56. বিশ্বের প্রধান যাযাবর পশুপালন অঞ্চল — সাহারা ও মধ্য এশিয়া।
57. বিশ্বের প্রধান শিফটিং কালচারের অঞ্চল — দক্ষিণ-পূর্ব এশিয়া।
58. প্রধান মিল্ক বেল্ট অবস্থিত — যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে।
59. বিশ্বের “হুইট বেল্ট” অবস্থিত — যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে।
60. “রাইস বেল্ট” অবস্থিত — দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
শিল্পাঞ্চল ও ম্যানুফ্যাকচারিং বেল্ট
1. বিশ্বের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? – উত্তর আমেরিকার ম্যানুফ্যাকচারিং বেল্ট।
2. ম্যানুফ্যাকচারিং বেল্ট কোন দেশে অবস্থিত? – মার্কিন যুক্তরাষ্ট্রে।
3. মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পবেল্টকে আর কী নামে ডাকা হয়? – রাষ্টবেল্ট (Rust Belt)।
4. ম্যানুফ্যাকচারিং বেল্ট প্রধানত কোথায় বিস্তৃত? – গ্রেট লেকস ও উত্তর-পূর্ব মার্কিন অঞ্চলে।
5. মার্কিন শিল্পবেল্টের প্রধান নগর কোনটি? – শিকাগো।
6. মার্কিন শিল্পবেল্টের আরেক নাম কী? – আমেরিকার শিল্প হৃদয় (Industrial Heartland)।
7. মার্কিন শিল্পবেল্টের প্রধান নদী কোনটি? – ওহাইও নদী।
8. মার্কিন ম্যানুফ্যাকচারিং বেল্টের প্রধান শিল্প কী? – লৌহ ও ইস্পাত শিল্প।
9. মার্কিন বেল্টের পতনের মূল কারণ কী? – শিল্প স্থানান্তর ও প্রযুক্তিগত পরিবর্তন।
10. ‘সানবেল্ট’ বলতে কী বোঝায়? – মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমের উদীয়মান শিল্পাঞ্চল।
11. ইউরোপের প্রাচীনতম শিল্পাঞ্চল কোনটি? – ব্রিটেনের মিডল্যান্ডস।
12. ইংল্যান্ডের প্রধান শিল্পকেন্দ্র কোনটি? – বার্মিংহাম।
13. ম্যানচেস্টার কীসের জন্য বিখ্যাত? – তুলা শিল্পের জন্য।
14. শেফিল্ড কোন শিল্পের জন্য বিখ্যাত? – ইস্পাত শিল্প।
15. লিভারপুলের প্রধান শিল্প কী? – জাহাজ নির্মাণ।
16. গ্লাসগো কোন শিল্পের জন্য প্রসিদ্ধ? – জাহাজ নির্মাণ ও ভারী শিল্প।
17. ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? – রাইন-রুর শিল্পাঞ্চল।
18. রাইন-রুর শিল্পাঞ্চল কোন দেশে অবস্থিত? – জার্মানিতে।
19. রাইন-রুর শিল্পাঞ্চলের প্রধান নগর কোনটি? – ডর্টমুন্ড।
20. রাইন-রুর শিল্পাঞ্চলের মূল কাঁচামাল কী? – কয়লা ও লৌহ আকরিক।
21. রাইন উপত্যকা শিল্পাঞ্চল কেন বিকশিত হয়েছে? – নদী পরিবহন ও কয়লার কারণে।
22. ইউরোপের ‘স্টিল সিটি’ বলা হয় কোন শহরকে? – এসেন।
23. জার্মানির সর্বাধিক শিল্পসমৃদ্ধ এলাকা কোনটি? – রাইন-রুর ভ্যালি।
24. ইউরোপের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? – মস্কো শিল্পাঞ্চল।
25. মস্কো শিল্পাঞ্চল কোন দেশের? – রাশিয়া।
26. উরাল শিল্পাঞ্চল কেন বিখ্যাত? – ধাতব শিল্পের জন্য।
27. রাশিয়ার প্রধান শিল্পাঞ্চল কোনটি? – উরাল শিল্পাঞ্চল।
28. রাশিয়ার তেল শিল্পের প্রধান কেন্দ্র কোথায়? – বাকু।
29. ইউক্রেনের দোনেৎস্ক বেসিন কী জন্য বিখ্যাত? – কয়লা ও লৌহ শিল্প।
30. ইউরোপের "কালো বেল্ট" বলতে বোঝানো হয় – রাইন-রুর শিল্পাঞ্চল।
31. জাপানের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? – হানশিন শিল্পাঞ্চল।
32. টোকিও-ইয়োকোহামা শিল্পাঞ্চল কী ধরনের শিল্পে বিখ্যাত? – ইলেকট্রনিকস ও অটোমোবাইল।
33. নাগোয়া শিল্পাঞ্চল কোন শিল্পে অগ্রগামী? – মোটরগাড়ি শিল্পে।
34. ওসাকা কোন শিল্পের জন্য খ্যাত? – টেক্সটাইল ও মেশিনারি।
35. জাপানের দক্ষিণে কিউশু দ্বীপের প্রধান শিল্প কী? – ইস্পাত ও জাহাজ নির্মাণ।
36. জাপানের শিল্পবেল্ট কোন অঞ্চলে অবস্থিত? – প্রশান্ত মহাসাগরীয় উপকূলে।
37. জাপানের শিল্পের মূল ভিত্তি কী? – আমদানিকৃত কাঁচামাল ও প্রযুক্তি।
38. "প্রশান্ত উপকূল শিল্পবেল্ট" কোন দেশে অবস্থিত? – জাপান।
39. টোকিওকে বলা হয় – জাপানের শিল্প রাজধানী।
40. জাপানের প্রধান শিল্পবন্দর কোনটি? – ইয়োকোহামা।
41. চীনের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? – মানচুরিয়া শিল্পাঞ্চল।
42. শেনইয়াং কোন শিল্পের জন্য বিখ্যাত? – ভারী যন্ত্র শিল্প।
43. সাংহাই কোন শিল্পের জন্য প্রসিদ্ধ? – টেক্সটাইল ও রাসায়নিক শিল্প।
44. বেইজিং শিল্পাঞ্চলের প্রধান শিল্প কী? – যন্ত্র ও ইলেকট্রনিক্স।
45. গুয়াংঝো শিল্পাঞ্চল কী ধরনের? – হালকা ও ভোক্তা পণ্য শিল্প।
46. হংকং প্রধানত কোন শিল্পে বিখ্যাত? – ইলেকট্রনিক্স ও পোশাক শিল্প।
47. চীনের "উত্তর-পূর্ব বেল্ট" কোথায় অবস্থিত? – মানচুরিয়ায়।
48. "ইয়াংৎসে নদী শিল্পাঞ্চল" কোন দেশের? – চীন।
49. টিয়ানজিন কোন শিল্পে অগ্রগামী? – রাসায়নিক ও বস্ত্র।
50. চীনের শিল্পবিকাশের মূল কারণ কী? – শ্রমশক্তি ও সরকারী নীতি।
51. ভারতের প্রাচীনতম শিল্পাঞ্চল কোনটি? – হুগলি শিল্পাঞ্চল।
52. ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? – মুম্বাই-পুণে শিল্পাঞ্চল।
53. জামশেদপুর কোন শিল্পে বিখ্যাত? – লৌহ ও ইস্পাত শিল্পে।
54. দমদম ও কসবা কোন রাজ্যের শিল্পাঞ্চল? – পশ্চিমবঙ্গ।
55. চেন্নাই শিল্পাঞ্চল কী জন্য বিখ্যাত? – গাড়ি শিল্পের জন্য।
56. বেঙ্গালুরু শিল্পাঞ্চলের বিশেষত্ব কী? – তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্প।
57. সিঙ্গাপুরের প্রধান শিল্প কী? – পেট্রোকেমিক্যাল ও শিপ রিপেয়ার।
58. দক্ষিণ কোরিয়ার পুসান কোন শিল্পে বিখ্যাত? – জাহাজ নির্মাণে।
59. তাইওয়ানের প্রধান শিল্প কী? – ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর।
60. বিশ্বের "ইলেকট্রনিক্স হাব" বলা হয় কোন দেশকে? – জাপান।
বন্দর, খাল ও প্রণালী
1. বিশ্বের বৃহত্তম বন্দর কোনটি? — শাংহাই বন্দর (চীন)।
2. ভারতের বৃহত্তম বন্দর কোনটি? — মুম্বাই বন্দর।
3. ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? — লোথাল বন্দর।
4. ভারতের সর্বাধিক গভীর সমুদ্র বন্দর কোনটি? — বিশাখাপত্তনম বন্দর।
5. ভারতের প্রাকৃতিক বন্দর কোনটি? — মুম্বাই বন্দর।
6. ভারতের কৃত্রিম বন্দর কোনটি? — চেন্নাই বন্দর।
7. পারস্য উপসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? — সুয়েজ খাল।
8. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? — জিব্রাল্টার প্রণালী।
9. ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে কোন প্রণালী? — জিব্রাল্টার প্রণালী।
10. ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? — মালাক্কা প্রণালী।
11. সুয়েজ খাল কোন দুটি জলভাগকে যুক্ত করেছে? — ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
12. পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? — আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর।
13. মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? — মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
14. হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করেছে? — পারস্য উপসাগর ও ওমান উপসাগর।
15. বাব-এল-মান্দেব প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করেছে? — লোহিত সাগর ও এডেন উপসাগর।
16. ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? — ইংল্যান্ড ও ফ্রান্স।
17. বেরিং প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? — রাশিয়া ও আমেরিকা (আলাস্কা)।
18. ডোভর প্রণালী কোথায় অবস্থিত? — ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।
19. টিটিকাকা হ্রদের বন্দর কোনটি? — পুণো বন্দর (পেরু)।
20. সিঙ্গাপুর বন্দর কোন প্রণালীর তীরে অবস্থিত? — মালাক্কা প্রণালী।
21. রটারডাম বন্দর কোন দেশের? — নেদারল্যান্ডস।
22. কোলোম্বো বন্দর কোন দেশের? — শ্রীলঙ্কা।
23. আলেকজান্দ্রিয়া বন্দর কোন দেশের? — মিশর।
24. হংকং বন্দর কোন দেশের? — চীন।
25. নিউইয়র্ক বন্দর কোন দেশের? — যুক্তরাষ্ট্র।
26. ভ্লাদিভস্তক বন্দর কোন দেশের? — রাশিয়া।
27. ক্যাপটাউন বন্দর কোন দেশের? — দক্ষিণ আফ্রিকা।
28. সুয়েজ খাল কোন দেশের মধ্যে অবস্থিত? — মিশর।
29. পানামা খাল কোন দেশের মধ্যে অবস্থিত? — পানামা।
30. জিব্রাল্টার প্রণালী কোন দেশের নিকটে অবস্থিত? — স্পেন ও মরক্কো।
বিশ্ব মানচিত্র তথ্য
1. পৃথিবীর মোট স্থলভাগের শতকরা কত ভাগ ভূমি? — প্রায় ২৯%।
2. পৃথিবীর মোট জলভাগের শতকরা কত ভাগ? — প্রায় ৭১%।
3. পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? — এশিয়া।
4. পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? — অস্ট্রেলিয়া।
5. পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? — প্রশান্ত মহাসাগর।
6. পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? — আর্কটিক মহাসাগর।
7. পৃথিবীর বিষুবরেখার মোট দৈর্ঘ্য কত? — প্রায় ৪০,০৭৫ কিলোমিটার।
8. শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখা কোথা দিয়ে গিয়েছে? — গ্রিনউইচ (লন্ডন)।
9. ভারত কত ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থিত? — ৬৮°৭’ পূর্ব থেকে ৯৭°২৫’ পূর্ব।
10. আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় অবস্থিত? — প্রায় ১৮০° দ্রাঘিমা রেখা বরাবর।
11. বিষুবরেখা কোন কোন মহাদেশ অতিক্রম করেছে? — এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা।
12. পৃথিবীর সর্বোচ্চ স্থান কোথায়? — মাউন্ট এভারেস্ট।
13. পৃথিবীর সর্বনিম্ন স্থান কোথায়? — মৃত সাগরের তলদেশ।
14. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? — নীল নদ।
15. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? — সাহারা মরুভূমি।
16. বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? — গ্রীনল্যান্ড।
17. বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? — ভ্যাটিকান সিটি।
18. বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? — রাশিয়া।
19. বিশ্বের সর্বাধিক জনসংখ্যাবহুল দেশ কোনটি? — ভারত।
20. বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি? — ভ্যাটিকান সিটি।
21. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? — আন্দিজ পর্বতমালা।
22. পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি? — বঙ্গোপসাগর।
23. বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি? — আরব উপদ্বীপ।
24. পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? — কাস্পিয়ান সাগর।
25. বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? — বাইকাল হ্রদ।
26. বিশ্বের সর্বাধিক জলধারার নদী কোনটি? — অ্যামাজন নদী।
27. পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোনটি? — চীনের মহাপ্রাচীর।
28. পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ কোনটি? — ইন্দোনেশিয়া।
29. পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি? — ল্যামবার্ট হিমবাহ (অ্যান্টার্কটিকা)।
30. পৃথিবীর ঘূর্ণন কোন দিক থেকে কোন দিকে হয়? — পশ্চিম থেকে পূর্বে।
31. পৃথিবী তার অক্ষের চারদিকে একবার ঘুরতে কত সময় নেয়? — ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
32. পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে কত? — ৩৬৫ দিন ৬ ঘণ্টা।
33. পৃথিবীর সর্বাধিক উষ্ণ স্থান কোথায়? — লিবিয়ার আল-আজিজিয়া।
34. পৃথিবীর সর্বাধিক শীতল স্থান কোথায়? — অ্যান্টার্কটিকার ভস্টক স্টেশন।
35. পৃথিবীর প্রাচীনতম মরুভূমি কোনটি? — নামিব মরুভূমি।
36. পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ কোনটি? — মৃত সাগর।
37. বিশ্বের সর্বাধিক জনঘনত্বযুক্ত দেশ কোনটি? — মোনাকো।
38. বিশ্বের সর্বাধিক বনাঞ্চল কোন দেশে? — ব্রাজিল।
39. পৃথিবীর সর্বাধিক নদী কোন মহাদেশে? — দক্ষিণ আমেরিকা।
40. পৃথিবীর সর্বাধিক দেশ কোন মহাদেশে? — আফ্রিকা।
41. পৃথিবীর বৃহত্তম দ্বীপমহাদেশ কোনটি? — অস্ট্রেলিয়া।
42. পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? — মাউনা লোয়া (হাওয়াই)।
43. পৃথিবীর দীর্ঘতম সেতু কোথায়? — দানইয়াং-কুনশান সেতু (চীন)।
44. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি? — অ্যাঞ্জেল ফলস (ভেনেজুয়েলা)।
45. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? — আটলান্টিক মহাসাগর।
46. পৃথিবীর বৃহত্তম উপসাগরীয় দেশ কোনটি? — ভারত।
47. পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি? — কাজাখস্তান।
48. বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে? — কানাডা ও যুক্তরাষ্ট্র।
49. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? — সাহারা মরুভূমি।
50. পৃথিবীর বৃহত্তম ঠান্ডা মরুভূমি কোনটি? — অ্যান্টার্কটিকা।
51. পৃথিবীর দক্ষিণতম মহাদেশ কোনটি? — অ্যান্টার্কটিকা।
52. পৃথিবীর উত্তরতম মহাসাগর কোনটি? — আর্কটিক মহাসাগর।
53. পৃথিবীর পশ্চিমতম দেশ কোনটি? — যুক্তরাষ্ট্রের আলাস্কা অংশ।
54. পৃথিবীর পূর্বতম দেশ কোনটি? — নিউজিল্যান্ড।
55. পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি কোন দেশে আছে? — ইন্দোনেশিয়া।
56. পৃথিবীর সর্বাধিক দ্বীপ কোন দেশে? — সুইডেন।
57. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? — অ্যামাজন অববাহিকা।
58. পৃথিবীর দীর্ঘতম সাগর কোনটি? — দক্ষিণ চীন সাগর।
59. পৃথিবীর গভীরতম সমুদ্র গহ্বর কোনটি? — মারিয়ানা ট্রেঞ্চ।
60. পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা প্রায় কত? — প্রায় ৫,০০০° সেলসিয়াস।