ইতিহাস MCQ - Medieval History MCQ For Competitive Exams in Bengali
ইতিহাস (History)
সুলতানি যুগ
1. ভারতে সুলতানি শাসনের সূচনা হয় কবে? - ১২০৬ খ্রিস্টাব্দে।
2. ভারতে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে? - কুতুবউদ্দিন আইবক।
3. দিল্লি সুলতানির প্রথম রাজবংশ কোনটি? - দাস বা মামলুক বংশ।
4. কুতুবউদ্দিন আইবক কার দাস ছিলেন? - মুহাম্মদ ঘৌরীর।
5. কুতুবউদ্দিন আইবক মৃত্যুবরণ করেন কীভাবে? - ঘোড়া থেকে পড়ে গিয়ে।
6. কুতুবউদ্দিন আইবকের উপাধি কী ছিল? - লাখ বক্শ।
7. কুতুবউদ্দিন আইবক কোথায় সমাধিস্থ? - লাহোরে।
8. কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কে? - কুতুবউদ্দিন আইবক।
9. কুতুব মিনারের নির্মাণ শেষ করেন কে? - ইলতুতমিশ।
10. ইলতুতমিশ ছিলেন কোন রাজবংশের সুলতান? - দাস বংশের।
11. দিল্লি সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? - ইলতুতমিশকে।
12. ‘চালিসা’ বা ‘চাহলগানি’ কার দ্বারা গঠিত হয়েছিল? - ইলতুতমিশ।
13. দিল্লি মুদ্রা ব্যবস্থা চালু করেন কে? - ইলতুতমিশ।
14. ‘তাঙ্কা’ ও ‘জিতাল’ কোন সুলতান প্রবর্তন করেন? - ইলতুতমিশ।
15. দিল্লি সুলতানি আমলে প্রথম নারী শাসক কে? - রাজিয়া সুলতানা।
16. রাজিয়া সুলতানা কত সালে সিংহাসনে আরোহণ করেন? - ১২৩৬ খ্রিস্টাব্দে।
17. রাজিয়া সুলতানা কোন কারণে নিহত হন? - বিদ্রোহ দমনের সময়।
18. দাস বংশের শেষ সুলতান কে? - কায়কুবাদ।
19. দাস বংশের পরে কোন রাজবংশ ক্ষমতায় আসে? - খিলজি বংশ।
20. খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে? - জালালউদ্দিন ফিরোজ খিলজি।
21. আলাউদ্দিন খিলজি কার হত্যার পর সিংহাসনে বসেন? - জালালউদ্দিন ফিরোজ খিলজির।
22. আলাউদ্দিন খিলজি দিল্লি সিংহাসনে আরোহণ করেন কত সালে? - ১২৯৬ খ্রিস্টাব্দে।
23. আলাউদ্দিন খিলজির শাসনামলে মঙ্গোলরা কতবার আক্রমণ করে? - ছয়বার।
24. আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারতে অভিযান পাঠান কার নেতৃত্বে? - মালিক কােফুর।
25. আলাউদ্দিন খিলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে পরিচালনা করতেন? - নায়ব-ই-রিয়াসত।
26. দিল্লি সুলতানি যুগে সর্বপ্রথম দক্ষিণ ভারত জয় করেন কে? - মালিক কােফুর।
27. আলাউদ্দিন খিলজির রাজধানী কোথায় ছিল? - সিরি।
28. “সিরি নগর” কে নির্মাণ করেন? - আলাউদ্দিন খিলজি।
29. বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? - আলাউদ্দিন খিলজি।
30. খিলজি বংশের শেষ সুলতান কে? - কুতুবউদ্দিন মুবারক শাহ।
31. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? - গিয়াসউদ্দিন তুঘলক।
32. গিয়াসউদ্দিন তুঘলক মৃত্যুবরণ করেন কোথায়? - তুঘলকাবাদ দুর্গে।
33. গিয়াসউদ্দিন তুঘলকের পরে কে সুলতান হন? - মুহাম্মদ-বিন-তুঘলক।
34. দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন কে? - মুহাম্মদ-বিন-তুঘলক।
35. “পাগল সুলতান” নামে পরিচিত কে? - মুহাম্মদ-বিন-তুঘলক।
36. তামা মুদ্রা চালু করেন কে? - মুহাম্মদ-বিন-তুঘলক।
37. মুহাম্মদ-বিন-তুঘলকের ব্যর্থ প্রকল্পগুলি কোন নামে পরিচিত? - উদ্ভট প্রকল্প।
38. তুঘলক বংশের সবচেয়ে বিখ্যাত সুলতান কে? - ফিরোজ শাহ তুঘলক।
39. ফিরোজ শাহ তুঘলক কতটি নতুন শহর নির্মাণ করেন? - ৩০০টি।
40. ফিরোজাবাদ কে নির্মাণ করেন? - ফিরোজ শাহ তুঘলক।
41. ফিরোজ শাহ তুঘলক কোন খলিফার নামাঙ্কিত মুদ্রা চালু করেন? - আব্বাসীয় খলিফার নামে।
42. তুঘলক বংশের পতন ঘটে কার সময়ে? - নাসিরউদ্দিন মুহাম্মদ শাহের সময়ে।
43. তুঘলক বংশের পরে কোন বংশ ক্ষমতায় আসে? - সৈয়দ বংশ।
44. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? - খিজর খান।
45. সৈয়দ বংশের শেষ সুলতান কে? - আলাউদ্দিন আলম শাহ।
46. সৈয়দ বংশের পর কোন রাজবংশ ক্ষমতায় আসে? - লোদী বংশ।
47. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে? - বাহলুল খান লোদি।
48. লোদী বংশ ছিল কোন জাতির? - আফগান।
49. দিল্লির শেষ সুলতান কে ছিলেন? - ইব্রাহিম লোদী।
50. ইব্রাহিম লোদী কত সালে পানিপথ যুদ্ধে পরাজিত হন? - ১৫২৬ খ্রিস্টাব্দে।
51. প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? - বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে।
52. প্রথম পানিপথের যুদ্ধের ফলাফল কী হয়েছিল? - দিল্লি সুলতানি শাসনের অবসান ও মোগল সাম্রাজ্যের সূচনা।
53. দিল্লি সুলতানি শাসনের কাল কত বছর স্থায়ী ছিল? - প্রায় ৩২০ বছর (১২০৬–১৫২৬)।
54. সুলতানি যুগে ভূমি রাজস্ব নির্ধারণ পদ্ধতি প্রথম প্রবর্তন করেন কে? - আলাউদ্দিন খিলজি।
55. দিল্লি সুলতানি যুগের প্রধান ভাষা কী ছিল? - ফার্সি।
56. জিয়াউদ্দিন বারনি কোন সুলতানের সমসাময়িক? - মুহাম্মদ-বিন-তুঘলক।
57. আমির খসরু কোন সুলতানের দরবারের কবি ছিলেন? - আলাউদ্দিন খিলজি।
58. সুলতানি যুগে ফার্সি ভাষা কোন ক্ষেত্রে ব্যবহৃত হত? - প্রশাসন ও রাজদরবারে।
59. সুলতানি যুগে 'ইকতা ব্যবস্থা' চালু করেন কে? - ইলতুতমিশ।
60. দিল্লি সুলতানি যুগের সমাপ্তি ঘটে কোন যুদ্ধে? - প্রথম পানিপথের যুদ্ধে (১৫২৬ খ্রিস্টাব্দ)।
ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন
ভক্তি আন্দোলন
1. ভক্তি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? – দক্ষিণ ভারতে।
2. ভক্তি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? – ঈশ্বরের প্রতি ভক্তি ও সাম্প্রদায়িক ঐক্য প্রচার করা।
3. ভক্তি আন্দোলনের প্রাথমিক প্রচারক কারা ছিলেন? – আলবার ও নায়নার সাধুরা।
4. আলবার সাধুরা কোন ধর্মের অনুসারী ছিলেন? – বৈষ্ণব ধর্মের।
5. নায়নার সাধুরা কোন ধর্মের অনুসারী ছিলেন? – শৈব ধর্মের।
6. আলবার ও নায়নার সাধুরা কোন ভাষায় ভক্তি প্রচার করতেন? – তামিল ভাষায়।
7. ভক্তি আন্দোলনের উত্তর ভারতের প্রধান প্রবক্তা কে ছিলেন? – রামানুজ।
8. রামানুজ কোন মতবাদের প্রচার করেন? – বিশিষ্টাদ্বৈতবাদ।
9. বিশিষ্টাদ্বৈতবাদ কাকে বলা হয়? – আত্মা ও ব্রহ্ম এক হলেও পৃথক অস্তিত্ব রাখে—এই মতবাদ।
10. রামানুজ কোন দেবতার উপাসনা প্রচার করেন? – বিষ্ণুর।
11. রামানন্দ কোন ভাষায় ধর্ম প্রচার করতেন? – হিন্দিতে।
12. রামানন্দ কোন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা? – বৈষ্ণব ভক্তি সম্প্রদায়ের।
13. কবিরের গুরু কে ছিলেন? – রামানন্দ।
14. কবির কোন ধর্মের অনুসারী ছিলেন? – তিনি হিন্দু ও ইসলামের মিশ্র ভাবধারা প্রচার করতেন।
15. কবিরের শিক্ষার মূল বিষয় কী ছিল? – নিরাকার ঈশ্বরের ভক্তি ও জাতিভেদবিরোধিতা।
16. কবিরের রচনা সংকলনের নাম কী? – বীজক।
17. গুরু নানক কোন ধর্মের প্রবর্তক? – শিখ ধর্মের।
18. গুরু নানকের প্রধান ধর্মীয় গ্রন্থের নাম কী? – গুরু গ্রন্থ সাহিব।
19. মীরাবাই কোন ভক্তির জন্য পরিচিত? – শ্রীকৃষ্ণ ভক্তির জন্য।
20. মীরাবাই কোন রাজবংশের রাজকন্যা ছিলেন? – মেওয়াড় রাজবংশের।
21. সুরদাস কোন দেবতার উপাসক ছিলেন? – শ্রীকৃষ্ণের।
22. সুরদাসের রচনার নাম কী? – সুরসাগর।
23. তুলসীদাস কোন ভাষায় রচনা করেন? – অবধি ভাষায়।
24. তুলসীদাসের বিখ্যাত গ্রন্থের নাম কী? – রামচরিতমানস।
25. চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেন? – নবদ্বীপে।
26. চৈতন্য মহাপ্রভু কোন দেবতার ভক্ত ছিলেন? – শ্রীকৃষ্ণের।
27. চৈতন্য মহাপ্রভুর প্রচারিত মতবাদ কী নামে পরিচিত? – অচিন্ত্য ভেদাভেদবাদ।
28. চৈতন্য মহাপ্রভুর অনুসারীদের কী বলা হয়? – গৌড়ীয় বৈষ্ণব।
29. ভক্তি আন্দোলনের মূল শিক্ষা কী? – প্রেম, সমতা ও ঈশ্বরের একত্ব।
30. ভক্তি আন্দোলন জাতিভেদ সম্পর্কে কী মনোভাব নিয়েছিল? – জাতিভেদবিরোধী।
31. ভক্তি আন্দোলন কোন ভাষার বিকাশে সহায়তা করেছিল? – আঞ্চলিক ভাষাসমূহের।
32. ভক্তি আন্দোলন সমাজে কী পরিবর্তন আনে? – সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য সৃষ্টি করে।
33. ভক্তি আন্দোলনের প্রভাবে কোন ধর্মের উদ্ভব হয়? – শিখ ধর্মের।
34. ভক্তি আন্দোলনের যুগকে আর কী বলা হয়? – ভক্তি সাহিত্য যুগ।
35. ন্যায়নেশ্বর কোন রাজ্যের সাধু ছিলেন? – মহারাষ্ট্রের।
36. ন্যায়নেশ্বর কোন ভাষায় লিখতেন? – মারাঠি ভাষায়।
সুফি আন্দোলন
1. সুফি আন্দোলনের সূচনা কোথায় হয়? – আরবে।
2. সুফি শব্দের অর্থ কী? – পশম বা উলের পোশাক পরিধানকারী।
3. সুফি আন্দোলনের মূল শিক্ষা কী ছিল? – প্রেম, সহানুভূতি ও ঈশ্বরপ্রেম।
4. সুফি সাধকদের আশ্রমকে কী বলা হয়? – খানকা।
5. সুফি গুরুদের কী বলা হয়? – পীর।
6. পীরের শিষ্যদের কী বলা হয়? – মুরিদ।
7. ভারতে সুফি আন্দোলনের সূচনা কে করেন? – খ্বাজা মইনউদ্দিন চিশতি।
8. খ্বাজা মইনউদ্দিন চিশতির মাজার কোথায় অবস্থিত? – আজমিরে।
9. চিশতি তরিকার প্রতিষ্ঠাতা কে? – খ্বাজা মইনউদ্দিন চিশতি।
10. সুফি আন্দোলনের অন্য প্রধান তরিকা কোনটি? – সুহরাওয়ার্দি তরিকা।
11. সুফি সাধকেরা কোন ধর্মের অনুসারী ছিলেন? – ইসলাম ধর্মের।
12. সুফিরা ধর্মীয় বিভেদ সম্পর্কে কী মনোভাব পোষণ করতেন? – ধর্মনিরপেক্ষ ও সহনশীল।
13. সুফি আন্দোলনের প্রচার কোন ভাষায় হত? – পারসি ও আঞ্চলিক ভাষায়।
14. নিজামউদ্দিন আউলিয়া কোন তরিকার ছিলেন? – চিশতি তরিকার।
15. নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য কে ছিলেন? – আমির খুসরু।
16. আমির খুসরু কোন বাদ্যের উদ্ভাবক বলে মনে করা হয়? – সেতারের।
17. আমির খুসরু কোন ভাষার উদ্ভাবন করেন বলে ধারণা করা হয়? – হিন্দুস্তানি বা উর্দু ভাষার ভিত্তি।
18. সুফি আন্দোলনের মূলমন্ত্র কী? – প্রেমই ঈশ্বরের পথে যাওয়ার মাধ্যম।
19. সুফি সাধকেরা সাধারণত কোথায় বসবাস করতেন? – দরগাহ বা খানকায়।
20. সুফি আন্দোলন ইসলামের কোন দিককে জোর দেয়? – আধ্যাত্মিকতা ও মানবপ্রেম।
21. সুফি ও ভক্তি আন্দোলনের মিল কোথায়? – দু’টিই প্রেম, সহিষ্ণুতা ও ভক্তিকে গুরুত্ব দেয়।
22. সুফি আন্দোলনের ফলে ভারতে কী পরিবর্তন আসে? – হিন্দু-মুসলিম ঐক্য বৃদ্ধি পায়।
23. সুফি আন্দোলনের প্রভাব কোন সাহিত্যে পড়ে? – মধ্যযুগীয় হিন্দি ও উর্দু সাহিত্যে।
24. সুফি আন্দোলন সমাজে কী বার্তা দিয়েছিল? – সকল মানুষ ঈশ্বরের দৃষ্টিতে সমান।
মুঘল সাম্রাজ্য
1. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? – বাবর।
2. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? – ১৫২৬ খ্রিস্টাব্দে।
3. প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন? – ইব্রাহিম লোদিকে।
4. বাবরের আত্মজীবনীর নাম কী? – তুযুক-ই-বাবরি।
5. বাবরের আত্মজীবনী কোন ভাষায় লেখা হয়েছিল? – তুর্কি ভাষায়।
6. বাবরের জন্ম কোথায় হয়েছিল? – ফারগানা (বর্তমান উজবেকিস্তান)।
7. পানিপথের যুদ্ধে বাবর কোন নতুন অস্ত্র ব্যবহার করেন? – বারুদ ও কামান।
8. বাবরের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? – হুমায়ুন।
9. হুমায়ুনের শত্রু কে ছিল? – শেরশাহ সূরি।
10. হুমায়ুনের মৃত্যুর কারণ কী ছিল? – সিঁড়ি থেকে পড়ে গিয়ে।
11. শেরশাহ সূরি কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? – সূর রাজবংশের।
12. শেরশাহ সূরির আসল নাম কী ছিল? – ফারিদ খান।
13. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কার উদ্যোগে নির্মিত হয়? – শেরশাহ সূরির উদ্যোগে।
14. আকবর কবে সম্রাট হন? – ১৫৫৬ খ্রিস্টাব্দে।
15. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? – ১৫৫৬ খ্রিস্টাব্দে।
16. দ্বিতীয় পানিপথের যুদ্ধে কারা লড়েছিল? – আকবর ও হেমচন্দ্র বিক্রমাদিত্য।
17. আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন? – বায়রাম খান।
18. আকবরের রাজধানী প্রথমে কোথায় ছিল? – আগ্রা।
19. আকবর কোন শহরকে তার নতুন রাজধানী করেন? – ফতেহপুর সিক্রি।
20. আকবরের ধর্মনীতি কী নামে পরিচিত? – দিন-ই-ইলাহী।
21. দিন-ই-ইলাহীর প্রচারক কে ছিলেন? – আকবর।
22. আকবরের রাজসভায় কয়জন নবরত্ন ছিল? – নয়জন।
23. আকবরের রাজসভায় বিখ্যাত কবি কে ছিলেন? – তানসেন।
24. আকবরের রাজসভায় বিখ্যাত রাজনীতিবিদ কে ছিলেন? – বীরবল।
25. আকবরের রাজসভায় ইতিহাসবিদ কে ছিলেন? – আবুল ফজল।
26. ‘আকবরনামা’ কার রচনা? – আবুল ফজল।
27. ‘আইন-ই-আকবরি’ কোন বইয়ের অংশ? – আকবরনামা।
28. আকবরের রাজকীয় গ্রন্থাগারে কয়জন পণ্ডিত কর্মরত ছিলেন? – প্রায় ৪০০ জন।
29. আকবরের শাসনকালে ইবাদতখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? – ফতেহপুর সিক্রিতে।
30. আকবর কবে মৃত্যুবরণ করেন? – ১৬০৫ খ্রিস্টাব্দে।
31. আকবরের পর কে সম্রাট হন? – জাহাঙ্গির।
32. জাহাঙ্গিরের আসল নাম কী? – নূরউদ্দিন মুহম্মদ সেলিম।
33. জাহাঙ্গিরের স্ত্রী কে ছিলেন? – নূরজাহান।
34. নূরজাহানের আসল নাম কী? – মেহরুন নিসা।
35. জাহাঙ্গির কোন বিদেশি অন্বেষককে সাক্ষাৎ করেন? – স্যার টমাস রো।
36. স্যার টমাস রো কোন দেশের প্রতিনিধি ছিলেন? – ইংল্যান্ড।
37. জাহাঙ্গির কোন শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন? – চিত্রকলার।
38. জাহাঙ্গির কবে মৃত্যুবরণ করেন? – ১৬২৭ খ্রিস্টাব্দে।
39. জাহাঙ্গিরের পর কে সম্রাট হন? – শাহজাহান।
40. শাহজাহানের আসল নাম কী? – খুররম।
41. শাহজাহানের স্ত্রী কে ছিলেন? – মুমতাজ মহল।
42. মুমতাজ মহলের সমাধি কোন বিখ্যাত স্থাপত্যে অবস্থিত? – তাজমহলে।
43. তাজমহল কোথায় অবস্থিত? – আগ্রায়।
44. তাজমহল নির্মাণে কত বছর লেগেছিল? – প্রায় ২২ বছর।
45. তাজমহল কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? – মুঘল স্থাপত্য শৈলীতে।
46. শাহজাহানের আমলে রাজধানী কোথায় স্থানান্তরিত হয়? – দিল্লিতে।
47. শাহজাহান কোন নতুন শহর নির্মাণ করেন? – শাহজাহানাবাদ (বর্তমান পুরাতন দিল্লি)।
48. দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়? – শাহজাহানের আমলে।
49. শাহজাহানের শাসনকালকে কী বলা হয়? – মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ।
50. শাহজাহানের পরে কে সম্রাট হন? – ঔরঙ্গজেব।
51. ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্যের বিস্তার কোথায় পর্যন্ত হয়েছিল? – সমগ্র ভারতে।
52. ঔরঙ্গজেব কোন ধর্মনীতি অনুসরণ করতেন? – কট্টর সুন্নি ইসলামনীতি।
53. ঔরঙ্গজেব জিজিয়া কর পুনরায় চালু করেন কবে? – ১৬৭৯ খ্রিস্টাব্দে।
54. ঔরঙ্গজেব কত বছর শাসন করেন? – প্রায় ৪৯ বছর।
55. ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য কেমন অবস্থায় পড়ে? – পতনের পথে।
56. ঔরঙ্গজেব কবে মৃত্যুবরণ করেন? – ১৭০৭ খ্রিস্টাব্দে।
57. মুঘল সাম্রাজ্যের পতন কবে সম্পূর্ণ হয়? – ১৮৫৭ খ্রিস্টাব্দে।
58. শেষ মুঘল সম্রাট কে ছিলেন? – বাহাদুর শাহ দ্বিতীয়।
59. বাহাদুর শাহ দ্বিতীয়ের শাসনকালে কোন ঐতিহাসিক ঘটনা ঘটে? – ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ।
60. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে পতন পর্যন্ত মোট কত বছর স্থায়ী ছিল? – প্রায় ৩৩১ বছর (১৫২৬–১৮৫৭ খ্রিঃ)।
মারাঠা সাম্রাজ্য ও শিবাজী
1. মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? - ছত্রপতি শিবাজী মহারাজ
2. শিবাজীর জন্ম কবে হয়েছিল? - ১৯ ফেব্রুয়ারি, ১৬৩০ খ্রিস্টাব্দে
3. শিবাজীর জন্মস্থান কোথায়? - শিবনার (পুনে জেলার নিকটে)
4. শিবাজীর পিতার নাম কী ছিল? - শাহজি ভোঁসলে
5. শিবাজীর মাতার নাম কী ছিল? - জিজাবাই
6. শিবাজীর রাজগুরু কে ছিলেন? - দাদাজি কন্দদেব
7. শিবাজীর প্রধান সেনাপতি কে ছিলেন? - হাম্বিরাও মোহিতে
8. শিবাজীর মন্ত্রিসভার নাম কী ছিল? - অষ্টপ্রধান পরিষদ
9. শিবাজীর প্রধানমন্ত্রী (পেশওয়া) কে ছিলেন? - মোরোপন্ত পিঙ্গলে
10. শিবাজীর সময়ে “আমাত্য” পদে কে ছিলেন? - রঘুনাথ নিলকণ্ঠ
11. “সাচিব” পদে কে ছিলেন? - আন্নাজি দত্তো
12. “মনত্রি” পদে কে ছিলেন? - রামচন্দ্র পণ্ডিত
13. “সেনাপতি” পদে কে ছিলেন? - হাম্বিরাও মোহিতে
14. “সুমন্ত” পদে কে ছিলেন? - দবিরাজ
15. “পণ্ডিতরাও” পদে কে ছিলেন? - রাঘুনাথ পণ্ডিত
16. “নায়ক” পদে কে ছিলেন? - নায়কজী কেশব
17. শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়েছিল? - ৬ জুন, ১৬৭৪ খ্রিস্টাব্দে
18. শিবাজীর রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? - রায়গড় দুর্গে
19. শিবাজী রাজ্যাভিষেকের সময় কোন পুরোহিত তাঁকে অভিষিক্ত করেন? - গগনভট্ট
20. শিবাজীর মুদ্রায় কোন ভাষা ব্যবহৃত হত? - সংস্কৃত
21. শিবাজীর নৌবাহিনীর প্রধান কে ছিলেন? - মায়নাক ভান্ডারি
22. শিবাজীর রাজধানী কোথায় ছিল? - রায়গড়
23. শিবাজী কোন দুর্গ দখল করে নিজের রাজ্য প্রতিষ্ঠার সূচনা করেন? - তোরণা দুর্গ
24. তোরণা দুর্গের নাম শিবাজী কী রাখেন? - প্রতাপগড়
25. আফজল খানের সঙ্গে শিবাজীর যুদ্ধ কোথায় হয়েছিল? - প্রতাপগড় দুর্গে
26. আফজল খান কোন রাজ্যের সেনাপতি ছিলেন? - বিজাপুর রাজ্যের
27. শিবাজী আফজল খানকে কীভাবে হত্যা করেন? - বাঘনখ দিয়ে
28. শিবাজীর সবচেয়ে বিখ্যাত দুর্গ কোনটি? - রায়গড় দুর্গ
29. শিবাজীর নৌবাহিনী গঠনের উদ্দেশ্য কী ছিল? - আরব সাগরে পর্তুগিজ ও সিদিদের প্রতিরোধ করা
30. শিবাজী দিল্লির মোগল সম্রাট আওরঙ্গজেবের কোন শাসনকালে জীবিত ছিলেন? - আওরঙ্গজেবের শাসনকালে
31. শিবাজী আওরঙ্গজেবের বন্দি হয়েছিলেন কোথায়? - আগ্রায়
32. আগ্রা থেকে শিবাজী কীভাবে পালান? - ফলের ঝুড়ির মধ্যে লুকিয়ে
33. শিবাজীর মৃত্যুর বছর কত? - ১৬৮০ খ্রিস্টাব্দ
34. শিবাজীর মৃত্যুর পর কে রাজা হন? - শম্ভাজী
35. শম্ভাজী কার পুত্র ছিলেন? - শিবাজীর পুত্র
36. শম্ভাজীর মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্যের শাসক হন কে? - রাজারাম
37. মারাঠাদের প্রথম পেশওয়া কে ছিলেন? - বালাজি বিষ্ণুনাথ
38. শিবাজীর স্থায়ী সেনাবাহিনী কী নামে পরিচিত ছিল? - মাওলি সৈন্য
39. শিবাজী কোন ধর্মীয় নীতিতে বিশ্বাসী ছিলেন? - হিন্দু রাজ্যনীতির আদর্শে
40. শিবাজীর প্রিয় দুর্গ কোনটি ছিল? - সিংহগড় দুর্গ
41. মারাঠা সাম্রাজ্যের মুদ্রায় কোন বাক্য লেখা ছিল? - শ্রী রাজ শিব ছত্রপতি
42. শিবাজীর গুপ্তচর বিভাগের প্রধান কে ছিলেন? - বাহিরজি নাইক
43. শিবাজী কোন সামরিক পদ্ধতি ব্যবহার করতেন? - গেরিলা যুদ্ধনীতি
44. শিবাজীর শাসনে জমির রাজস্ব কে নির্ধারণ করতেন? - আন্নাজি দত্তো
45. শিবাজী কোন কর চালু করেছিলেন? - চৌথ ও সারদেশমুখী
46. চৌথ করের হার কত ছিল? - রাজস্বের এক-চতুর্থাংশ
47. সারদেশমুখী করের হার কত ছিল? - রাজস্বের এক-দশমাংশ
48. শিবাজী কোন দুর্গকে “প্রতাপগড়” নাম দেন? - তোরণা দুর্গ
49. মারাঠা রাষ্ট্রের প্রতিষ্ঠাকাল কোন বছর? - ১৬৭৪ খ্রিস্টাব্দ
50. শিবাজীর নৌবহর কোথায় অবস্থান করত? - সিন্ধুদুর্গে
51. সিন্ধুদুর্গ দুর্গ কে নির্মাণ করেন? - শিবাজী
52. শিবাজীর পর কে দিল্লির মোগলদের সঙ্গে লড়াই চালান? - শম্ভাজী
53. শিবাজীর প্রশাসনিক ভাষা কী ছিল? - মারাঠি ও সংস্কৃত
54. শিবাজীর মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্যের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়? - সাতারা
55. শিবাজী কোন সাম্রাজ্যের বিরোধিতা করেছিলেন? - মোগল ও বিজাপুর সাম্রাজ্য
56. শিবাজীর পতাকায় কী প্রতীক ছিল? - ভগবানের সূর্য প্রতীক
57. মারাঠা সাম্রাজ্যের পতন ঘটে কবে? - ১৮১৮ খ্রিস্টাব্দে
58. মারাঠা ও ব্রিটিশদের মধ্যে শেষ যুদ্ধ কোনটি ছিল? - তৃতীয় পানিপথ যুদ্ধ
59. পানিপথের তৃতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল? - মারাঠা ও আহমদ শাহ আবদালি
60. শিবাজীকে “হিন্দু স্বরাজ্যের জনক” বলা হয় কেন? - তিনি স্বাধীন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন