ভূগোল MCQ - Indian Geography MCQ For Competitive Exams In Bengali

ভূগোল MCQ - Indian Geography MCQ For Competitive Exams In Bengali

ভূগোল (Geography)

অবস্থান, সীমানা ও সময় অঞ্চল

1. ভারতের অক্ষাংশীয় বিস্তৃতি কত? — ৮°৪′ উত্তর থেকে ৩৭°৬′ উত্তর অক্ষাংশ পর্যন্ত।

2. ভারতের দ্রাঘিমাংশীয় বিস্তৃতি কত? — ৬৮°৭′ পূর্ব থেকে ৯৭°২৫′ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত।

3. ভারতের সর্বদক্ষিণ প্রান্ত কোনটি? — ইন্দিরা পয়েন্ট।

4. ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপে অবস্থিত? — গ্রেট নিকোবার দ্বীপে।

5. ভারতের উত্তরতম প্রান্ত কোথায়? — জম্মু ও কাশ্মীরের দৌলত বেগ ওল্ডিতে।

6. ভারতের পূর্বতম প্রান্ত কোন রাজ্যে অবস্থিত? — অরুণাচল প্রদেশে।

7. ভারতের পশ্চিমতম প্রান্ত কোন রাজ্যে অবস্থিত? — গুজরাটে।

8. ভারতের মোট স্থলসীমানার দৈর্ঘ্য কত? — প্রায় ১৫,২০০ কিলোমিটার।

9. ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্য কত? — প্রায় ৭,৫১৬.৬ কিলোমিটার।

10. ভারতের প্রতিবেশী দেশ কতটি? — ৯টি।

11. ভারতের স্থলসীমান্ত ভাগ করে এমন প্রতিবেশী দেশ কতটি? — ৭টি দেশ।

12. ভারতের সবচেয়ে দীর্ঘ স্থলসীমা কোন দেশের সঙ্গে? — বাংলাদেশ।

13. ভারতের দ্বিতীয় দীর্ঘ স্থলসীমা কোন দেশের সঙ্গে? — চীনের সঙ্গে।

14. ভারতের একমাত্র প্রতিবেশী যে দেশের সঙ্গে সমুদ্রসীমা ভাগ করে? — শ্রীলঙ্কা।

15. ভারতের মান সময় নির্ধারিত হয়েছে কোন দ্রাঘিমার ওপর ভিত্তি করে? — ৮২°৩০′ পূর্ব দ্রাঘিমা।

16. ভারতের মান সময় ও গ্রীনউইচ মান সময়ের ব্যবধান কত? — ৫ ঘণ্টা ৩০ মিনিট।

17. ভারতের মান সময় কোন স্থান দিয়ে গিয়েছে? — উত্তরপ্রদেশের মির্জাপুর দিয়ে।

18. ভারতের সর্বপশ্চিম প্রান্ত কোন স্থানে? — গুজরাটের রান অব কচ্ছ।

19. ভারতের সর্বপূর্ব প্রান্ত কোন স্থানে? — অরুণাচল প্রদেশের কিবিথু।

20. ভারতের মোট ভৌগোলিক এলাকা কত? — ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার।

21. ভারতের ভৌগোলিক এলাকা পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ? — প্রায় ২.৪%।

22. ভারতের উত্তর-দক্ষিণ দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? — প্রায় ৩,২১৪ কিলোমিটার।

23. ভারতের পূর্ব-পশ্চিম প্রস্থ প্রায় কত কিলোমিটার? — প্রায় ২,৯৩৩ কিলোমিটার।

24. ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশটি সবচেয়ে ছোট? — ভুটান।

25. ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশটি সবচেয়ে বড়? — চীন।

26. ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সমুদ্রপথের নাম কী? — পাল্ক প্রণালী।

27. ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কী? — র‍্যাডক্লিফ রেখা।

28. ভারত ও চীনের মধ্যে সীমারেখার নাম কী? — ম্যাকমোহন রেখা।

29. ভারতের আন্তর্জাতিক সীমা কোন কোন দেশের সঙ্গে সংযুক্ত? — পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ ও মিয়ানমার।

30. ভারত কোন অর্ধগোলারে অবস্থিত? — সম্পূর্ণরূপে উত্তর ও পূর্ব অর্ধগোলারে।

রিলিফ অঞ্চল

1. ভারতের ভূপ্রকৃতি মোট কয়টি প্রধান রিলিফ অঞ্চলে ভাগ করা হয়েছে? – পাঁচটি।

2. ভারতের সর্বোচ্চ রিলিফ অঞ্চল কোনটি? – হিমালয় পর্বতমালা।

3. ভারতের সবচেয়ে নবীন পর্বত অঞ্চল কোনটি? – হিমালয় অঞ্চল।

4. ভারতের প্রাচীনতম ভূতাত্ত্বিক গঠন কোন অঞ্চলে পাওয়া যায়? – দক্ষিণ মালভূমি অঞ্চল (পেনিনসুলার প্লেটু)।

5. উত্তর ভারতের সমভূমি অঞ্চল গঠিত হয়েছে কোন নদী দ্বারা? – গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদী দ্বারা।

6. হিমালয় পর্বতমালা কতটি অংশে বিভক্ত? – তিনটি অংশে।

7. হিমালয়ের সর্বোচ্চ অংশটির নাম কী? – বৃহত্তর হিমালয় (হিমাদ্রি)।

8. ক্ষুদ্র হিমালয়কে আর কী বলা হয়? – হিমাচল।

9. শিবালিক পর্বতমালা কোন অঞ্চলে অবস্থিত? – হিমালয়ের দক্ষিণ অংশে।

10. উত্তর ভারতের সমভূমি কোন প্রক্রিয়ায় গঠিত? – নদীজনিত পলিসঞ্চয় প্রক্রিয়ায়।

11. পেনিনসুলার মালভূমির প্রধান গঠন উপাদান কী? – আগ্নেয় ও রূপান্তরিত শিলা।

12. দাক্ষিণাত্য মালভূমি কোন দুটি অংশে বিভক্ত? – মধ্য ভারত মালভূমি ও দক্ষিণ ভারত মালভূমি।

13. পশ্চিমঘাট ও পূর্বঘাটের মাঝখানে কোন মালভূমি অবস্থিত? – দাক্ষিণাত্য মালভূমি।

14. ভারতের প্রধান মালভূমি অঞ্চল কোনটি? – দাক্ষিণাত্য মালভূমি।

15. পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? – অনাইমুদি (কেরালা)।

16. পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? – আরমাকোন্ডা (অন্ধ্রপ্রদেশ)।

17. দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা কত? – প্রায় ৬০০ থেকে ৯০০ মিটার।

18. থার মরুভূমি ভারতের কোন অংশে অবস্থিত? – উত্তর-পশ্চিম অংশে (রাজস্থান)।

19. উপকূলীয় সমভূমি কয়টি ভাগে বিভক্ত? – দুটি ভাগে (পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল)।

20. পশ্চিম উপকূলীয় সমভূমির প্রধান উপঅঞ্চল কোনটি? – কঙ্কন, কানারা ও মালাবার উপকূল।

21. পূর্ব উপকূলীয় সমভূমির প্রধান অংশ কোনটি? – উত্তরসার্কার ও কোরোমণ্ডল উপকূল।

22. সুন্দরবন কোন উপকূলীয় সমভূমির অন্তর্গত? – পূর্ব উপকূলীয় সমভূমির।

23. দাক্ষিণাত্য মালভূমির উত্তর প্রান্তকে কী বলা হয়? – মধ্য ভারত মালভূমি।

24. ছোটনাগপুর মালভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? – ঝাড়খণ্ডে।

25. ভারতের সবচেয়ে নিম্নভূমি অঞ্চল কোনটি? – গঙ্গা-ব্রহ্মপুত্র উপত্যকা।

26. দিল্লি থেকে আসাম পর্যন্ত বিস্তৃত সমভূমির নাম কী? – উত্তর ভারতীয় সমভূমি।

27. কর্ণাটক মালভূমি কোন নদীর অববাহিকায় অবস্থিত? – কাবেরী নদীর অববাহিকায়।

28. ভারতের সবচেয়ে উর্বর অঞ্চল কোনটি? – গঙ্গা সমভূমি।

29. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন ভূ-গঠনের ফল? – আগ্নেয় দ্বীপমালা।

30. ভারতের ভূপ্রকৃতি গঠনের প্রধান কারণ কী? – টেকটোনিক গতি ও ক্ষয়-অবক্ষেপ প্রক্রিয়া।

নদী ব্যবস্থা

1. ভারতের দীর্ঘতম নদী কোনটি? – গঙ্গা নদী।

2. ভারতের বৃহত্তম ডেল্টা কোন নদীর দ্বারা গঠিত? – গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর দ্বারা।

3. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? – গঙ্গোত্রী হিমবাহ থেকে।

4. যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়? – ইয়ামুনোত্রী হিমবাহ থেকে।

5. গঙ্গা নদীর প্রধান উপনদী কোনটি? – যমুনা নদী।

6. ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়? – মানস সরোবরের নিকটে চেমায়ুংডং হিমবাহে।

7. ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করে কোন রাজ্যে? – অরুণাচল প্রদেশে।

8. গঙ্গা ও যমুনা নদীর সংগমস্থল কোথায়? – প্রয়াগরাজ (আলাহাবাদ)।

9. ভারতের পশ্চিমমুখী প্রধান নদী কোনটি? – নর্মদা নদী।

10. নর্মদা নদীর উৎপত্তি কোথায়? – আমরকণ্টক মালভূমি থেকে।

11. গোদাবরী নদীকে কি বলা হয়? – দক্ষিণ গঙ্গা।

12. গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায়? – মহারাষ্ট্রের নাসিকের ত্র্যম্ভক থেকে।

13. কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? – মহারাষ্ট্রের মহাবলেশ্বর থেকে।

14. কাবেরী নদীর উৎপত্তি কোথায়? – কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে।

15. মহানদী নদীর উৎপত্তিস্থল কোথায়? – ছত্তিশগড়ের সিহাওয়া পর্বত থেকে।

16. গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? – প্রায় ২৫২৫ কিলোমিটার।

17. ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত? – যমুনা নামে।

18. নর্মদা ও তাপ্তি নদী কোন সাগরে পতিত হয়? – আরব সাগরে।

19. গোদাবরী নদী কোন সাগরে পতিত হয়? – বঙ্গোপসাগরে।

20. কাবেরী নদী কোন সাগরে পতিত হয়? – বঙ্গোপসাগরে।

21. ভারতের সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদন হয় কোন নদীতে? – গঙ্গা নদীতে।

22. ব্রহ্মপুত্র নদী চীনে কোন নামে পরিচিত? – স্যাংপো বা তসাংপো নামে।

23. নর্মদা নদীর বিখ্যাত জলবিদ্যুৎ প্রকল্পের নাম কী? – সরদার সরোবর প্রকল্প।

24. হুগলি নদী কোন নদীর শাখা? – গঙ্গা নদীর শাখা।

25. দামোদর নদী কোন নদীর উপনদী? – হুগলি নদীর।

26. দামোদর নদীকে কি বলা হয়? – বাংলার শোক।

27. মহানদী নদীর উপর কোন প্রধান বাঁধটি অবস্থিত? – হীরাকুদ বাঁধ।

28. গোদাবরী নদীর প্রধান উপনদী কোনটি? – ইন্দ্রাবতী নদী।

29. কৃষ্ণা নদীর প্রধান উপনদী কোনটি? – ভীমা নদী।

30. কাবেরী নদীর প্রধান উপনদী কোনটি? – ভাভানী নদী।

31. ব্রহ্মপুত্র নদীর উপনদী সুবানসিরি কোথায় অবস্থিত? – অরুণাচল প্রদেশে।

32. ভারতের ক্ষয়কারী নদী কোনটি? – ব্রহ্মপুত্র নদী।

33. ভারতের সবচেয়ে পুরনো নদী উপত্যকা কোন নদীর? – নর্মদা নদীর।

34. গঙ্গা নদী কোন রাজ্যে প্রবেশ করে প্রথমে? – উত্তরাখণ্ডে।

35. ভারতের নদীগুলিকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়? – দুইটি (হিমালয় উৎস ও উপদ্বীপীয়)।

36. গঙ্গার শেষ অংশ বাংলাদেশে কোন নামে পরিচিত? – পদ্মা নদী নামে।

37. ভারতের হিমালয় উৎস নদীগুলির প্রধান বৈশিষ্ট্য কী? – বারোমাস জলে ভরা।

38. উপদ্বীপীয় নদীগুলি প্রধানত কী দ্বারা পূর্ণ থাকে? – বর্ষাজলের দ্বারা।

39. তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথায়? – সাতপুরা পর্বত থেকে।

40. গঙ্গা নদী কোন রাজ্যগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়? – উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ।

41. ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী কোনটি? – গোদাবরী নদী।

42. দক্ষিণ ভারতের “গঙ্গা” নামে পরিচিত কোন নদী? – গোদাবরী নদী।

43. ভারতের কোন নদী সবচেয়ে গভীর উপত্যকা সৃষ্টি করেছে? – ব্রহ্মপুত্র নদী।

44. গঙ্গা নদীর শেষ মোহনা কোথায়? – সুন্দরবন ডেল্টায়।

45. ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোন নদীর? – গঙ্গা নদীর।

46. কাবেরী নদীর উপর প্রধান জলাধার কোনটি? – মেট্টুর বাঁধ।

47. গঙ্গা নদীর উপনদী গণ্ডক কোথা থেকে উৎসারিত? – নেপাল হিমালয় থেকে।

48. মহানদী নদীর উপর কোন রাজ্যে হীরাকুদ বাঁধ অবস্থিত? – ওডিশায়।

49. ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবাহিত প্রধান নদী কোনটি? – গঙ্গা (হুগলি শাখা)।

50. ভারতের সবচেয়ে বেশি রাজ্যের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়? – গঙ্গা নদী।

জলবায়ু ও মৌসুমি বায়ু

1. ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? — মৌসুমি প্রকৃতির।

2. ভারতের জলবায়ু প্রধানত কোন প্রকার? — উষ্ণ মৌসুমি জলবায়ু।

3. ভারতের মৌসুমি বায়ু কত মাস স্থায়ী হয়? — প্রায় চার মাস (জুন থেকে সেপ্টেম্বর)।

4. মৌসুমি বায়ু শব্দটি প্রথম ব্যবহার করেন কে? — এলিয়ট।

5. ভারতের বর্ষাকাল কখন শুরু হয়? — জুন মাসে।

6. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে কখন প্রবেশ করে? — ১ জুন, কেরালা উপকূলে।

7. ভারতের বর্ষাকাল কবে শেষ হয়? — সেপ্টেম্বর মাসে।

8. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে কতটি শাখায় বিভক্ত হয়? — দুইটি শাখা (আরব সাগর শাখা ও বঙ্গোপসাগর শাখা)।

9. ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম বর্ষা আসে? — কেরালা।

10. ভারতের কোন রাজ্যে সর্বশেষ বর্ষা পৌঁছায়? — রাজস্থান।

11. মৌসুমি বায়ুর দিক পরিবর্তনের কারণ কী? — তাপমাত্রার পার্থক্য।

12. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃষ্টি আনে কোথা থেকে? — বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে।

13. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু ভারতে কোন মাসে প্রবাহিত হয়? — অক্টোবর থেকে ডিসেম্বর।

14. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু কোন রাজ্যে বৃষ্টি আনে? — তামিলনাড়ু।

15. ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? — মৌসিনরাম (মেঘালয়)।

16. ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? — লে (লাদাখ)।

17. মৌসুমি বায়ুর প্রধান কারণ কী? — ভূমি ও সমুদ্রের অসম তাপমাত্রা।

18. ভারতের বর্ষার গড় বৃষ্টিপাত কত? — প্রায় ১২০ সেমি।

19. মৌসুমি বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে? — গ্রীষ্মে সমুদ্র থেকে স্থলের দিকে, শীতে স্থল থেকে সমুদ্রের দিকে।

20. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কোন মাসে দুর্বল হয়? — সেপ্টেম্বর মাসে।

21. মৌসুমি বায়ু ফিরে যাওয়ার সময়কে কী বলা হয়? — প্রত্যাবর্তন মৌসুমি বায়ু।

22. ভারতের শীতকালীন বৃষ্টি কোথায় হয়? — উত্তর-পশ্চিম ভারতে।

23. শীতকালীন বৃষ্টি প্রধানত কোন কারণে হয়? — পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)।

24. পশ্চিমী ঝঞ্ঝা কোন দিক থেকে আসে? — ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে।

25. ভারতের মৌসুমি বায়ু কখন সম্পূর্ণরূপে ফিরে যায়? — নভেম্বর মাসে।

26. এল নিনো প্রভাব কী করে? — ভারতে বর্ষা দুর্বল করে।

27. লা নিনো প্রভাব কী করে? — ভারতে বর্ষা বৃদ্ধি করে।

28. ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কবে প্রবেশ করে? — জুন মাসে।

29. মৌসুমি বায়ুতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোন রাজ্যে? — মেঘালয়।

30. ভারতের পশ্চিমাঞ্চল শুকনো কেন? — মৌসুমি বায়ু পাহাড় পার হয়ে শুকিয়ে যায়।

31. চেরাপুঞ্জি কোন কারণে বেশি বৃষ্টি পায়? — খাসি পাহাড়ের মুখে মৌসুমি বায়ুর বাধা পাওয়ায়।

32. পশ্চিমবঙ্গের বৃষ্টি প্রধানত কোন বায়ুর জন্য? — বঙ্গোপসাগরীয় শাখার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

33. শীতকালে দক্ষিণ ভারতে বৃষ্টি কেন হয়? — উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর জন্য।

34. মৌসুমি বায়ু প্রধানত কোন সমুদ্র থেকে আর্দ্রতা আনে? — ভারত মহাসাগর থেকে।

35. ভারতের কোন অঞ্চল মরুভূমি অঞ্চল? — থর মরুভূমি।

36. মৌসুমি বায়ুর বেগ সাধারণত কত? — প্রায় ৩০ থেকে ৪০ কিমি/ঘণ্টা।

37. মৌসুমি বায়ু শব্দের অর্থ কী? — ঋতুভিত্তিক বায়ুপ্রবাহ।

38. মৌসুমি বায়ুর অনিয়মিত প্রকৃতির ফল কী? — খরা ও বন্যা।

39. ভারতের শীতকাল কত মাস ধরে থাকে? — ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত।

40. গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর উৎস কোথায়? — ভারত মহাসাগর।

41. শীতকালীন মৌসুমি বায়ুর উৎস কোথায়? — তিব্বত ও উত্তর ভারত।

42. ভারতের কোন অঞ্চল সর্বাধিক তাপমাত্রা পায়? — রাজস্থান।

43. মৌসুমি বায়ুর গতিপথ নির্ধারণে প্রধান ভূমিকা রাখে কী? — ভূমির আকৃতি ও পাহাড়।

44. মৌসুমি বায়ু ভারতের কোন দিকের অর্থনীতির সঙ্গে যুক্ত? — কৃষি।

45. ভারতের গ্রীষ্মকালে সর্বাধিক তাপমাত্রা কোন স্থানে রেকর্ড হয়? — গঙ্গানগর (রাজস্থান)।

46. শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় পাওয়া যায়? — দ্রাস (লাদাখ)।

47. ভারতের জলবায়ু পরিবর্তনে প্রধান আন্তর্জাতিক প্রভাব কী? — এল নিনো ও লা নিনো।

48. ভারতে আর্দ্র গ্রীষ্মকালীন বায়ু প্রবাহিত হয় কোন দিক থেকে? — দক্ষিণ-পশ্চিম দিক থেকে।

49. ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা রাখে কোন উপাদান? — মৌসুমি বায়ু।

মাটি

1. ভারতের সবচেয়ে বিস্তৃত মাটির প্রকার কোনটি? — কৃষ্ণ বা কালো মাটি।

2. ভারতের সর্বাধিক উর্বর মাটি কোনটি? — পলিমাটি।

3. দখিন ভারতের লাভা অঞ্চলে কোন মাটি পাওয়া যায়? — কালো মাটি।

4. কাপাস চাষের জন্য কোন মাটি সবচেয়ে উপযুক্ত? — কালো মাটি।

5. ভারতের সর্বাধিক কৃষিক্ষেত্র কোন মাটিতে অবস্থিত? — পলিমাটিতে।

6. লাল মাটির প্রধান উপাদান কী? — লোহা অক্সাইড।

7. লাল মাটির রঙ লাল কেন? — লোহা অক্সাইডের উপস্থিতির জন্য।

8. পশ্চিমবঙ্গে কোন মাটির আধিক্য বেশি? — পলিমাটি।

9. দাক্ষিণাত্য মালভূমির মাটির রঙ কেমন? — লাল ও হলদে।

10. দাক্ষিণাত্য মালভূমিতে কোন মাটি পাওয়া যায়? — লাল মাটি।

11. কালো মাটিকে আর কী নামে ডাকা হয়? — রেগুর মাটি।

12. কালো মাটির উৎপত্তি কীভাবে হয়েছে? — আগ্নেয় লাভা থেকে।

13. পলিমাটির উৎপত্তি কীভাবে হয়? — নদীর দ্বারা আনা পলি জমে।

14. লেটারাইট মাটি কোন পরিবেশে সৃষ্টি হয়? — অতিবৃষ্টিপ্রবণ উষ্ণ অঞ্চলে।

15. ভারতের কোন রাজ্যে লেটারাইট মাটি সবচেয়ে বেশি? — কেরল ও কর্ণাটকে।

16. লেটারাইট মাটি কোন ফসলের জন্য উপযুক্ত? — চা ও কফি।

17. মরুভূমি অঞ্চলে কোন মাটি পাওয়া যায়? — বেলে বা মরুভূমি মাটি।

18. বেলে মাটির জলের ধারণক্ষমতা কেমন? — খুব কম।

19. পলিমাটিতে কোন ফসল বেশি হয়? — ধান, গম ও আখ।

20. কালো মাটি কোন ফসলের জন্য শ্রেষ্ঠ? — তুলা (কাপাস)।

21. লাল মাটি কোন অঞ্চলে বেশি দেখা যায়? — দাক্ষিণাত্য মালভূমি ও ছত্তীসগড়ে।

22. ভারতের মোট ভূমির কত শতাংশ কালো মাটি দ্বারা আচ্ছাদিত? — প্রায় ১৬%।

23. ভারতের মোট ভূমির কত শতাংশ পলিমাটি দ্বারা আচ্ছাদিত? — প্রায় ৪৫%।

24. ভারতের মোট ভূমির কত শতাংশ লাল মাটি দ্বারা আচ্ছাদিত? — প্রায় ১৮%।

25. ভারতের কোন রাজ্যে পলিমাটি সবচেয়ে বেশি? — উত্তর প্রদেশে।

26. পলিমাটিকে আরও কী নামে ডাকা হয়? — খাদর ও ভাঙ্গর।

27. খাদর কী? — নদীর নতুন পলি দ্বারা গঠিত মাটি।

28. ভাঙ্গর কী? — পুরনো পলির দ্বারা গঠিত উঁচু মাটি।

29. কালো মাটির প্রধান খনিজ কী? — চুন ও লোহা।

30. কালো মাটির উর্বরতা কেমন? — অত্যন্ত বেশি।

31. লেটারাইট মাটির উর্বরতা কেমন? — স্বাভাবিকভাবে কম।

32. মরুভূমি মাটি কোথায় পাওয়া যায়? — রাজস্থান ও গুজরাটে।

33. ভারতের সবচেয়ে কম উর্বর মাটি কোনটি? — বেলে বা মরুভূমি মাটি।

34. লাল মাটির উর্বরতা কীভাবে বাড়ানো যায়? — চুন প্রয়োগে।

35. পলিমাটিতে কোন খনিজ প্রচুর থাকে? — পটাশ ও চুন।

36. লেটারাইট মাটিতে কোন খনিজের অভাব থাকে? — নাইট্রোজেন ও পটাশের।

37. কালো মাটিতে কোন ধরণের গঠন থাকে? — আঠালো ও ফাটলযুক্ত।

38. লেটারাইট শব্দের অর্থ কী? — ইটের মতো কঠিন।

39. ভারতের উত্তর-পূর্বাঞ্চলে কোন মাটি বেশি দেখা যায়? — লাল ও লেটারাইট মাটি।

40. হিমালয় অঞ্চলের প্রধান মাটি কোনটি? — পলিমাটি ও পর্বত মাটি।

41. বেলে মাটির প্রধান উপাদান কী? — সিলিকা।

42. ভারতের মরুভূমির মাটিতে কোন খনিজ প্রচুর থাকে? — লবণ।

43. পলিমাটির রঙ কেমন? — হালকা ধূসর বা হলুদাভ।

44. কালো মাটির আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কেমন? — অত্যন্ত বেশি।

45. ভারতে কোন মাটিকে “কৃষকের বন্ধু” বলা হয়? — পলিমাটি।

46. লাল মাটির জলধারণ ক্ষমতা কেমন? — কম।

47. লেটারাইট মাটিতে কোন ধরনের ফসল ভালো হয়? — চা, কফি, কাজুবাদাম।

48. মরুভূমি মাটিতে কোন ফসল বেশি হয়? — বাজরা ও জোয়ার।

49. ভারতের মাটি গঠনে প্রধান ভূমিকা পালন করেছে কোন প্রক্রিয়া? — ক্ষয় ও পলি সঞ্চয়।

50. ভারতের মোট কত প্রকার মাটি প্রধানত দেখা যায়? — ছয় প্রকার।

উদ্ভিদ ও প্রাণী

1. পৃথিবীর প্রথম জীব কোনটি? — ব্যাকটেরিয়া।

2. উদ্ভিদের খাদ্য প্রস্তুতির প্রক্রিয়াকে কী বলে? — সালোকসংশ্লেষণ।

3. উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী পদার্থ কোনটি? — ক্লোরোফিল।

4. সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? — কার্বন ডাই-অক্সাইড।

5. সালোকসংশ্লেষণের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? — অক্সিজেন।

6. উদ্ভিদের খাদ্য কোথায় সংরক্ষিত থাকে? — পাতায়।

7. উদ্ভিদের শ্বাসপ্রশ্বাসের জন্য কোন গ্যাস প্রয়োজন? — অক্সিজেন।

8. উদ্ভিদের বাষ্পীভবনের মাধ্যমে জলের ক্ষয়কে কী বলে? — ট্রান্সপিরেশন।

9. জলচক্রে উদ্ভিদের ভূমিকা কী? — বাষ্পীভবন ঘটায়।

10. উদ্ভিদ মূলত কোন অংশ দিয়ে জল শোষণ করে? — মূলের রোম দ্বারা।

11. কোন উদ্ভিদ ‘পানির নিচে ফুল ফোটায়’? — ভালিসনারিয়া।

12. কোন উদ্ভিদ মাংসাসী? — পিচার প্ল্যান্ট।

13. উদ্ভিদে পরাগায়ন কাদের সাহায্যে হয়? — বায়ু, জল ও পতঙ্গ।

14. কোন উদ্ভিদে পরাগায়ন বাদুড়ের দ্বারা হয়? — কেপোক।

15. কোন উদ্ভিদ নাইট্রোজেন স্থির করে? — রাইজোবিয়াম ব্যাকটেরিয়া।

16. উদ্ভিদের অধ্যয়নকে কী বলে? — উদ্ভিদবিদ্যা।

17. প্রাণীর অধ্যয়নকে কী বলে? — প্রাণীবিদ্যা।

18. উদ্ভিদের যে অংশ দ্বারা ফল হয় তাকে কী বলে? — ফুল।

19. উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি? — ফুল।

20. উদ্ভিদের খাদ্য পরিবহন করে কোন টিস্যু? — ফ্লোয়েম।

21. জলের পরিবহন করে কোন টিস্যু? — জাইলেম।

22. কোন উদ্ভিদকে ‘জীবন্ত জীবাশ্ম’ বলা হয়? — জিঙ্কো বিলোবা।

23. সর্ববৃহৎ ফুল কোনটি? — র‍্যাফ্লেসিয়া।

24. সর্বক্ষুদ্র ফুল কোনটি? — উলফিয়া।

25. পৃথিবীর সবচেয়ে বড় গাছ কোনটি? — সিকোয়িয়া গাছ।

26. পৃথিবীর সবচেয়ে ছোট গাছ কোনটি? — উলফিয়া।

27. কোন প্রাণী ডিম ও বাচ্চা দুটোই দেয়? — প্লাটিপাস।

28. মানুষের রক্তে অক্সিজেন বহন করে কোন পদার্থ? — হিমোগ্লোবিন।

29. হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? — লোহা।

30. মানুষের শরীরের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? — মস্তিষ্ক।

31. উদ্ভিদের মতো কোন প্রাণীও সালোকসংশ্লেষণ করতে পারে? — ইউগ্লিনা।

32. কোন প্রাণী হৃদযন্ত্রবিহীন? — তারামাছ।

33. সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? — নীল তিমি।

34. সবচেয়ে দ্রুতগতির স্থল প্রাণী কোনটি? — চিতা।

35. সবচেয়ে বড় স্থল প্রাণী কোনটি? — আফ্রিকান হাতি।

36. উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী কোনটি? — বাদুড়।

37. সবচেয়ে বড় পাখি কোনটি? — উটপাখি।

38. সবচেয়ে ছোট পাখি কোনটি? — হামিংবার্ড।

39. উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয় কেন? — কারণ এটি দীর্ঘ সময় জল ছাড়া বাঁচে।

40. কোন প্রাণী জলে ও স্থলে উভয়েই বাস করে? — ব্যাঙ।

41. কচ্ছপ কোন শ্রেণির প্রাণী? — সরীসৃপ।

42. শ্বাসপ্রশ্বাসে মানুষ কোন গ্যাস ত্যাগ করে? — কার্বন ডাই-অক্সাইড।

43. মানুষের খাদ্যনালীর মুখ কোনটি? — মুখগহ্বর।

44. কোন প্রাণী রক্তচোষা? — জোঁক।

45. মৌমাছির বাসাকে কী বলে? — মৌচাক।

46. মৌমাছি উৎপাদিত পদার্থের নাম কী? — মধু ও মোম।

47. কোন প্রাণী দুধ দেয় কিন্তু ডিম পাড়ে? — প্লাটিপাস।

48. পাখির উড্ডয়নে কোন অঙ্গ সাহায্য করে? — ডানা।

49. কোন প্রাণী সবচেয়ে বেশি ডিম পাড়ে? — মাছ।

50. কোন উদ্ভিদকে “বাংলার জাতীয় ফুল” বলা হয়? — শাপলা।

কৃষি ও ফসল

1. ভারতে প্রধান অর্থনৈতিক কার্যকলাপ কী? — কৃষি।

2. ভারতে মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল? — প্রায় ৫৫%।

3. ভারতে কৃষিকে বলা হয় — মেরুদণ্ড (Backbone) অর্থনীতির।

4. ভারতে প্রথম গ্রিন রেভলিউশন শুরু হয় — ১৯৬০-এর দশকে।

5. গ্রিন রেভলিউশনের জনক কে? — নর্মান বোরলগ।

6. ভারতে গ্রিন রেভলিউশনের জনক বলা হয় — এম. এস. স্বামীনাথনকে।

7. ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি? — ধান।

8. ভারতে দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি? — গম।

9. ভারতে তৃতীয় গুরুত্বপূর্ণ খাদ্যশস্য — ভুট্টা।

10. রবি ফসলের বপনকাল কখন? — অক্টোবর থেকে ডিসেম্বর।

11. খরিফ ফসলের বপনকাল কখন? — জুন থেকে জুলাই।

12. জায়েদ ফসলের বপনকাল কখন? — মার্চ থেকে জুন।

13. ভারতের প্রধান রবি ফসল কোনটি? — গম।

14. প্রধান খরিফ ফসল কোনটি? — ধান।

15. ভারতের সর্বাধিক ধান উৎপাদনকারী রাজ্য কোনটি? — পশ্চিমবঙ্গ।

16. ভারতের সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্য কোনটি? — উত্তরপ্রদেশ।

17. ভারতের সর্বাধিক ভুট্টা উৎপাদনকারী রাজ্য — কর্ণাটক।

18. ভারতের সর্বাধিক তুলা উৎপাদনকারী রাজ্য — গুজরাট।

19. ভারতের সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্য — উত্তরপ্রদেশ।

20. ভারতের সর্বাধিক ডাল উৎপাদনকারী রাজ্য — মধ্যপ্রদেশ।

21. ভারতের সর্বাধিক তেলবীজ উৎপাদনকারী রাজ্য — মধ্যপ্রদেশ।

22. ভারতের সর্বাধিক আলু উৎপাদনকারী রাজ্য — উত্তরপ্রদেশ।

23. ভারতের সর্বাধিক পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য — মহারাষ্ট্র।

24. ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য — অসম।

25. ভারতের সর্বাধিক কফি উৎপাদনকারী রাজ্য — কর্ণাটক।

26. ভারতের সর্বাধিক রাবার উৎপাদনকারী রাজ্য — কেরল।

27. ভারতের সর্বাধিক জুট উৎপাদনকারী রাজ্য — পশ্চিমবঙ্গ।

28. ভারতের সর্বাধিক তুলা উৎপাদন হয় — কৃষ্ণা-গোদাবরী অববাহিকায়।

29. ভারতের সবুজ বিপ্লব মূলত কোন শস্যে ঘটেছিল? — গমে।

30. ভারতের সাদা বিপ্লব সম্পর্কিত — দুধ উৎপাদনের সঙ্গে।

31. ভারতের নীল বিপ্লব সম্পর্কিত — মৎস্য উৎপাদনের সঙ্গে।

32. ভারতের সোনালী বিপ্লব সম্পর্কিত — মৌচাষ ও তেলবীজ উৎপাদনের সঙ্গে।

33. ভারতের রূপালী বিপ্লব সম্পর্কিত — ডিম ও পোল্ট্রি উৎপাদনের সঙ্গে।

34. ভারতের বাদামী বিপ্লব সম্পর্কিত — চা ও কফির সঙ্গে।

35. ভারতের ধান প্রধানত কোথায় চাষ হয়? — গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি ও উপকূল অঞ্চলে।

36. গমের জন্য উপযুক্ত জলবায়ু — শীতল ও শুষ্ক।

37. ধানের জন্য উপযুক্ত জলবায়ু — উষ্ণ ও আর্দ্র।

38. তুলার জন্য উপযুক্ত জলবায়ু — উষ্ণ ও অর্ধশুষ্ক।

39. চায়ের জন্য উপযুক্ত জলবায়ু — উষ্ণ ও স্যাঁতসেঁতে।

40. কফির জন্য উপযুক্ত অঞ্চল — কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু।

41. জুট চাষের জন্য প্রয়োজনীয় মাটি — পলিমাটি।

42. ভারতের কৃষির মূল ভিত্তি — মৌসুমি বৃষ্টি।

43. কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ — সার ও কীটনাশক।

44. মিশ্র কৃষির অর্থ — কৃষির সঙ্গে পশুপালন।

45. শিফটিং কাল্টিভেশন বা ঝুম চাষ দেখা যায় — উত্তর-পূর্ব ভারতে।

46. হরিত বিপ্লব প্রথম চালু হয়েছিল — পাঞ্জাব ও হরিয়ানায়।

47. ভারতের প্রধান তেলবীজ ফসল — চিনাবাদাম।

48. ভারতের প্রধান নগদ ফসল — তুলা, আখ, চা, কফি।

49. ভারতের কৃষিনীতি গৃহীত হয়েছিল — ২০০০ সালে।

50. ভারতে কৃষি গবেষণার প্রধান সংস্থা — ICAR (Indian Council of Agricultural Research)।

খনিজ ও জ্বালানি

1. ভারতের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী রাজ্য — ঝাড়খণ্ড।

2. ভারতের সবচেয়ে বড় লৌহ আকরিক উৎপাদনকারী রাজ্য — ওড়িশা।

3. ভারতের প্রথম তেল শোধনাগার স্থাপিত হয় — আসামের ডিগবয়ে।

4. বক্সাইট থেকে যে ধাতু উৎপন্ন হয় — অ্যালুমিনিয়াম।

5. ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য — ওড়িশা।

6. মাইকা উৎপাদনে ভারতের অগ্রণী রাজ্য — ঝাড়খণ্ড।

7. তামা খনির জন্য বিখ্যাত স্থান — খেতরি (রাজস্থান)।

8. সোনার খনির জন্য বিখ্যাত স্থান — কলার গোল্ড ফিল্ড (কর্ণাটক)।

9. ভারতের প্রধান ম্যানগানিজ উৎপাদন কেন্দ্র — নাগপুর ও বালাঘাট।

10. ভারতের ইউরেনিয়াম খনি অবস্থিত — জাদুগুড়া (ঝাড়খণ্ড)।

11. থরিয়াম মূলত পাওয়া যায় — কেরালার সমুদ্র উপকূলে।

12. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র — তারাপুর (মহারাষ্ট্র)।

13. ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র — বিদ্যাঞ্চল (মধ্যপ্রদেশ)।

14. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প — ভাকরা-নাঙ্গল প্রকল্প।

15. কয়লা খনিতে ব্যবহৃত প্রধান ধরণ — বিটুমিনাস কয়লা।

16. লিগনাইট প্রধানত পাওয়া যায় — তামিলনাড়ুর নেভেলিতে।

17. ভারতের সবচেয়ে পুরনো কয়লা খনি — রানিগঞ্জ (পশ্চিমবঙ্গ)।

18. ভারতের সর্বাধিক কয়লা সংরক্ষণ অঞ্চল — দামোদর উপত্যকা।

19. পেট্রোলিয়ামের রাসায়নিক সূত্র হলো — হাইড্রোকার্বন যৌগ।

20. পেট্রোলিয়ামকে বলা হয় — “কালো সোনা”।

21. ভারতের প্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র — আসামের মারুগঞ্জ।

22. অনশোর তেলক্ষেত্র বলতে বোঝায় — স্থলভাগের তেলক্ষেত্র।

23. অফশোর তেলক্ষেত্র বলতে বোঝায় — সমুদ্রের তেলক্ষেত্র।

24. বোম্বে হাই তেলক্ষেত্র অবস্থিত — আরব সাগরে।

25. ভারতের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র — দুর্গাপুর (পশ্চিমবঙ্গ)।

26. সৌরশক্তির সর্বাধিক ব্যবহারকারী রাজ্য — রাজস্থান।

27. ভারতের প্রথম বায়ুশক্তি কেন্দ্র স্থাপিত হয় — তামিলনাড়ুর মাদুরাইয়ে।

28. জলবিদ্যুৎ উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য — উত্তরাখণ্ড।

29. ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা — ভিলাই ইস্পাত কারখানা।

30. ভিলাই ইস্পাত কারখানায় লৌহ আকরিক সরবরাহ হয় — দুর্গ জেলার খনি থেকে।

31. জামশেদপুরে টাটানগর ইস্পাত কারখানা স্থাপন করেন — জামশেদজি টাটা।

32. রুরকেলা ইস্পাত কারখানা নির্মাণে সাহায্য করেছিল — জার্মানি।

33. ভিলাই ইস্পাত কারখানা নির্মাণে সাহায্য করেছিল — রাশিয়া।

34. দুর্গাপুর ইস্পাত কারখানা নির্মাণে সাহায্য করেছিল — ব্রিটেন।

35. বোকারো ইস্পাত কারখানা নির্মাণে সাহায্য করেছিল — সোভিয়েত ইউনিয়ন।

36. সেলাম ইস্পাত কারখানা অবস্থিত — তামিলনাড়ুতে।

37. ভারতের প্রথম অ্যালুমিনিয়াম কারখানা — হিরাকুদ (ওড়িশা)।

38. প্রাকৃতিক গ্যাসের প্রধান ব্যবহার — সার উৎপাদন ও বিদ্যুৎ উৎপাদন।

39. ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রণকারী সংস্থা — ওএনজিসি (ONGC)।

40. ভারতের কয়লা শিল্প নিয়ন্ত্রণকারী সংস্থা — কয়ল ইন্ডিয়া লিমিটেড (CIL)।

41. পারমাণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয় — ১৯৪৮ সালে।

42. ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় — পোখরানে, রাজস্থান (১৯৭৪ সালে)।

43. পারমাণবিক শক্তি গবেষণা কেন্দ্র — ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্র (BARC)।

44. ভূ-তাপীয় শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র — পুগা উপত্যকা (লাদাখ)।

45. ভারতের প্রধান লৌহ আকরিক বন্দর — বিশাখাপত্তনম।

46. ভারতের প্রথম জ্বালানি নীতি প্রণীত হয় — ১৯৭৪ সালে।

47. নবায়নযোগ্য শক্তির মন্ত্রক (MNRE) গঠিত হয় — ১৯৯২ সালে।

48. ভারতের বৃহত্তম তেল শোধনাগার — জামনগর (গুজরাট)।

49. ভারতের নবায়নযোগ্য শক্তির মধ্যে সর্বাধিক অবদান — সৌরশক্তি।

শিল্প

1. ভারতের প্রথম শিল্প বিপ্লব কবে শুরু হয়েছিল? — ১৯শ শতাব্দীর মাঝামাঝি সময়ে।

2. ভারতের প্রথম তুলা শিল্প কোথায় স্থাপিত হয়েছিল? — মুম্বাইয়ে।

3. ভারতের প্রথম জুট মিল কোথায় স্থাপিত হয়েছিল? — রিষড়া (পশ্চিমবঙ্গ)।

4. ভারতের লোহা ও ইস্পাত শিল্পের জন্মস্থান কোথায়? — জামশেদপুর।

5. ভারতের প্রথম ইস্পাত কারখানা কবে স্থাপিত হয়েছিল? — ১৯০৭ সালে।

6. টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (TISCO) কোথায় অবস্থিত? — জামশেদপুরে।

7. ভারতের প্রথম সার কারখানা কোথায় স্থাপিত হয়েছিল? — সিন্ধ্রি (ঝাড়খণ্ড)।

8. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় স্থাপিত হয়েছিল? — সেরামপুরে।

9. ভারতের প্রধান চিনি শিল্প কেন্দ্র কোথায়? — উত্তর প্রদেশে।

10. ভারতের প্রধান সিমেন্ট উৎপাদনকারী রাজ্য কোনটি? — মধ্যপ্রদেশ।

11. ভারতের অ্যালুমিনিয়াম উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? — ওড়িশা।

12. ভারতের তুলা শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? — মুম্বাই ও আহমেদাবাদ।

13. ভারতের জুট শিল্প প্রধানত কোন রাজ্যে অবস্থিত? — পশ্চিমবঙ্গে।

14. ভারতের চা প্রক্রিয়াকরণ শিল্প কোথায় বেশি? — আসাম ও পশ্চিমবঙ্গে।

15. ভারতের প্রধান গাড়ি শিল্প কেন্দ্র কোথায়? — চেন্নাই।

16. ভারতের সিমেন্ট শিল্পে ব্যবহৃত প্রধান কাঁচামাল কী? — চুনাপাথর।

17. ভারতের সার শিল্পের জন্য প্রধান কাঁচামাল কী? — অ্যামোনিয়া ও ফসফরিক অ্যাসিড।

18. জামশেদপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? — লোহা ও ইস্পাত শিল্প।

19. রুরকেলা কী জন্য পরিচিত? — ইস্পাত শিল্পের জন্য।

20. ভিলাই ইস্পাত কারখানা কার সহযোগিতায় স্থাপিত হয়েছিল? — সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়।

21. দুরগাপুর ইস্পাত কারখানা কার সহযোগিতায় স্থাপিত হয়েছিল? — যুক্তরাজ্যের সহযোগিতায়।

22. ভোকারো ইস্পাত কারখানা কার সহযোগিতায় স্থাপিত হয়েছিল? — পশ্চিম জার্মানির সহযোগিতায়।

23. সেলেম ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? — তামিলনাড়ুতে।

24. ভোকারো ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? — ঝাড়খণ্ডে।

25. ভিলাই ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? — ছত্তিশগড়ে।

26. রুরকেলা ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? — ওড়িশায়।

27. দুরগাপুর ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? — পশ্চিমবঙ্গে।

28. ভারতের সবচেয়ে পুরনো ইস্পাত শিল্প কোনটি? — টাটা স্টিল, জামশেদপুর।

29. ভারতে তেল শোধনাগার প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? — দিগবই (আসাম)।

30. ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোথায়? — জামনগর (গুজরাট)।

31. ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কেন্দ্র কোথায়? — বরোদা (গুজরাট)।

32. ভারতের কাচ শিল্পের জন্য প্রধান কাঁচামাল কী? — বালি (Silica)।

33. ভারতের ইলেকট্রনিক শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? — বেঙ্গালুরু।

34. ভারতের আইটি শিল্পের রাজধানী বলা হয় কাকে? — বেঙ্গালুরু।

35. ভারতের জাহাজ নির্মাণ শিল্প কোথায় বেশি বিকশিত? — মুম্বাই ও বিশাখাপত্তনমে।

36. ভারতের টেক্সটাইল শিল্পে সর্বাধিক কর্মসংস্থান কোন রাজ্যে? — গুজরাটে।

37. ভারতের সিল্ক শিল্পের প্রধান কেন্দ্র কোথায়? — মাইসোর (তামিলনাড়ু ও কর্ণাটক)।

38. ভারতের প্রধান চামড়া শিল্প কেন্দ্র কোথায়? — কানপুর।

39. ভারতের প্রধান ঘড়ি উৎপাদনকারী কেন্দ্র কোনটি? — হোসুর (তামিলনাড়ু)।

40. ভারতের প্রধান সার শিল্প সংস্থা কোনটি? — ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেড (NFL)।

41. হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড (HAL) কোথায় অবস্থিত? — বেঙ্গালুরুতে।

42. ভারতে প্রথম ইলেকট্রনিক্স শিল্প কখন শুরু হয়? — ১৯৬০-এর দশকে।

43. ভারতের কেমিক্যাল শিল্পের প্রধান কেন্দ্র কোথায়? — বরোদা ও আহমেদাবাদ।

44. ভারতের অটোমোবাইল শিল্পের ‘ডেট্রয়েট অব ইন্ডিয়া’ বলা হয় কাকে? — চেন্নাইকে।

45. ভারতের বৃহত্তম শিল্প এলাকা কোনটি? — নবি মুম্বাই শিল্পাঞ্চল।

46. ভারতের হস্তশিল্পের জন্য বিখ্যাত রাজ্য কোনটি? — রাজস্থান।

47. ভারতের ইস্পাত শিল্পে ব্যবহৃত প্রধান জ্বালানি কী? — কয়লা।

48. ভারতের প্রথম সরকারি ইস্পাত কারখানা কোনটি? — ভিলাই ইস্পাত কারখানা।

49. ভারতের শিল্প নীতিতে ‘লিবারালাইজেশন’ কোন বছরে আসে? — ১৯৯১ সালে।

50. ভারতের শিল্পোন্নয়নের মূল ভিত্তি কী? — কাঁচামাল, জ্বালানি ও পরিবহন ব্যবস্থা।

পরিবহন/যোগাযোগ

1. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? — এন.এইচ.-44 (NH-44)।

2. ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে কোনটি? — মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে।

3. ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? — কলকাতা।

4. কলকাতা মেট্রো চালু হয় কত সালে? — ১৯৮৪ সালে।

5. ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি? — মুম্বাই বন্দর।

6. ভারতের গভীরতম বন্দর কোনটি? — বিশাখাপত্তনম বন্দর।

7. ভারতের প্রথম বেসরকারি বন্দর কোনটি? — মুণ্ড্রা বন্দর (গুজরাট)।

8. ভারতের সবচেয়ে পুরনো বন্দর কোনটি? — কলকাতা বন্দর।

9. ভারতের স্থলপথের সর্বোচ্চ রাস্তা কোথায়? — লাদাখে (খারদুং লা পাস)।

10. ভারতের প্রথম বিমানবন্দর কোথায় স্থাপিত হয়? — মুম্বাইয়ে।

11. ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? — দিল্লি বিমানবন্দর।

12. ভারতের প্রথম বিমান পরিষেবা শুরু হয় কত সালে? — ১৯৩২ সালে।

13. ভারতের জাতীয় বিমান সংস্থার নাম কী? — এয়ার ইন্ডিয়া।

14. ভারতের প্রথম রেললাইন চালু হয় কত সালে? — ১৮৫৩ সালে।

15. ভারতের প্রথম রেললাইন কোথায় চালু হয়েছিল? — মুম্বাই থেকে ঠাণে পর্যন্ত।

16. ভারতের বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি? — মুঘলসরাই (পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন)।

17. ভারতের সবচেয়ে দীর্ঘতম ট্রেন কোনটি? — বিবেক এক্সপ্রেস।

18. ভারতের দ্রুততম ট্রেন কোনটি? — বন্দে ভারত এক্সপ্রেস।

19. ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলসেতু কোনটি? — বোগিবিল সেতু (অসমে)।

20. ভারতের প্রথম কেবল কার কোথায় চালু হয়েছিল? — দার্জিলিংয়ে।

21. ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতু কোনটি? — ভূপেন হাজারিকা সেতু (ধোলা-সাদিয়া সেতু)।

22. ভারতের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি? — কলকাতা।

23. ভারতের প্রথম অভ্যন্তরীণ জলপথ কোনটি? — গঙ্গা-ব্রহ্মপুত্র জলপথ।

24. জাতীয় জলপথ নম্বর ১ কোনটি? — হালদিয়া থেকে আলাহাবাদ পর্যন্ত।

25. জাতীয় জলপথ নম্বর ২ কোথায়? — ব্রহ্মপুত্র নদে।

26. ভারতের প্রথম বেসরকারি এয়ারলাইন কোম্পানি কোনটি? — জেট এয়ারওয়েজ।

27. ভারতের ডাক ব্যবস্থা শুরু হয় কত সালে? — ১৮৫৪ সালে।

28. ভারতের পিন কোড ব্যবস্থা চালু হয় কত সালে? — ১৯৭২ সালে।

29. ভারতের পিন কোড কত সংখ্যার হয়? — ৬ অঙ্কের।

30. ভারতের প্রথম জিপিএস নেভিগেশন সিস্টেমের নাম কী? — ন্যাভআইসি (NavIC)।

31. ভারতের প্রথম স্যাটেলাইট যোগাযোগ স্যাটেলাইটের নাম কী? — APPLE।

32. ভারতের টেলিফোন পরিষেবা শুরু হয় কত সালে? — ১৮৮২ সালে।

33. ভারতের প্রথম মোবাইল কল করা হয় কত সালে? — ১৯৯৫ সালে।

34. ভারতের প্রথম মোবাইল কল কোথায় করা হয়? — কলকাতা থেকে।

35. ভারতের প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয় কত সালে? — ১৯৫৯ সালে।

36. ভারতের প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয় কত সালে? — ১৯৮২ সালে।

37. ভারতের জাতীয় টেলিভিশন চ্যানেলের নাম কী? — দূরদর্শন।

38. ভারতের প্রথম স্যাটেলাইট চ্যানেল কোনটি? — জি টিভি।

39. ভারতের প্রথম সংবাদ সংস্থা কোনটি? — প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (PTI)।

40. ভারতের প্রথম ইন্টারনেট পরিষেবা শুরু হয় কত সালে? — ১৯৯৫ সালে।

41. ভারতের প্রথম ৫জি পরিষেবা শুরু হয় কত সালে? — ২০২২ সালে।

42. ভারতের প্রথম ডিজিটাল ডাকঘর চালু হয় কোথায়? — ভোপালে।

43. ভারতের সবচেয়ে দীর্ঘতম রেলসুরঙ্গ কোনটি? — পির পাঞ্জাল সুড়ঙ্গ (জম্মু ও কাশ্মীর)।

44. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? — ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি)।

45. ভারতের দক্ষিণাঞ্চলের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? — চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর।

46. ভারতের প্রথম স্মার্ট হাইওয়ে কোনটি? — দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে।

47. ভারতের সবচেয়ে দীর্ঘ উপকূলীয় হাইওয়ে কোনটি? — ন্যাশনাল হাইওয়ে ৬৬ (NH-66)।

48. ভারতের সবচেয়ে বড় বন্দরনগর কোনটি? — মুম্বাই।

49. ভারতের সর্বাধিক রাজ্যের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়ক কোনটি? — NH-44।

50. ভারতের যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কোন দুটি বিভাগ আছে? — ডাক বিভাগ ও টেলিযোগাযোগ বিভাগ।

জলসম্পদ ও বাঁধ

1. ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? — হিরাকুদ বাঁধ।

2. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? — মহানদী নদী।

3. ভাকরা নাঙ্গল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? — শতদ্রু নদী।

4. নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? — তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে।

5. টেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত? — ভাগীরথী নদী।

6. টেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? — উত্তরাখণ্ডে।

7. সুক্কা বারাজ কোথায় অবস্থিত? — গুজরাটে।

8. ভাকরা বাঁধ কোন ধরনের বাঁধ? — কংক্রিটের গ্র্যাভিটি বাঁধ।

9. হিরাকুদ বাঁধ কোন ধরনের বাঁধ? — মাটির ও পাথরের বাঁধ।

10. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? — কৃষ্ণা নদী।

11. সালাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? — চেনাব নদী।

12. রাণীপুর ঝল বাঁধ কোথায় অবস্থিত? — উত্তরপ্রদেশে।

13. আইডুক্কি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? — কেরলে।

14. আইডুক্কি বাঁধ কোন নদীর উপর? — পেরিয়ার নদী।

15. সারদা ব্যারেজ কোন রাজ্যে অবস্থিত? — উত্তরপ্রদেশে।

16. ফেরাক্কা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? — গঙ্গা নদী।

17. ফেরাক্কা ব্যারেজের উদ্দেশ্য কী? — কলকাতা বন্দরকে নাব্য রাখা।

18. মাতাটিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? — উত্তরপ্রদেশে।

19. তুলিয়া বাঁধ কোথায় অবস্থিত? — মহারাষ্ট্রে।

20. গঙ্গা নদীর উপর সর্ববৃহৎ বাঁধ কোনটি? — ফেরাক্কা ব্যারেজ।

21. পং বাঁধ কোন রাজ্যে অবস্থিত? — হিমাচল প্রদেশে।

22. পং বাঁধ কোন নদীর উপর? — বেয়াস নদী।

23. দামোদর ভ্যালি প্রকল্প কোন দুই রাজ্যের মধ্যে? — ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ।

24. দামোদর ভ্যালি প্রকল্পের প্রথম বাঁধ কোনটি? — তিলাইয়া বাঁধ।

25. তিলাইয়া বাঁধ কোন নদীর উপর নির্মিত? — বরাকার নদী।

26. মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? — ঝাড়খণ্ডে।

27. পানচেত বাঁধ কোথায় অবস্থিত? — ঝাড়খণ্ডে।

28. গাণ্ডক প্রকল্প কোন নদীর উপর ভিত্তি করে? — গাণ্ডক নদী।

29. গাণ্ডক প্রকল্প কোন রাজ্যগুলোকে সেচ দেয়? — বিহার ও উত্তরপ্রদেশ।

30. কাবেরী নদীর উপর সর্ববৃহৎ বাঁধ কোনটি? — মেট্টুর বাঁধ।

31. মেট্টুর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? — তামিলনাড়ুতে।

32. কৃষ্ণরাজসাগর বাঁধ কোন নদীর উপর? — কাবেরী নদী।

33. কৃষ্ণরাজসাগর বাঁধ কোথায় অবস্থিত? — কর্ণাটকে।

34. সুবর্ণরেখা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? — ঝাড়খণ্ডে।

35. চম্বল প্রকল্প কোন নদীর উপর নির্মিত? — চম্বল নদী।

36. গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? — মধ্যপ্রদেশে।

37. রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় অবস্থিত? — রাজস্থানে।

38. জওয়াহর সাগর বাঁধ কোন নদীর উপর? — চম্বল নদী।

39. ভাকরা নাঙ্গল প্রকল্প কোন রাজ্যের জন্য বিখ্যাত? — পাঞ্জাব।

40. কৌন্ডা বাঁধ কোথায় অবস্থিত? — মহারাষ্ট্রে।

41. উকলি বাঁধ কোন রাজ্যে? — মহারাষ্ট্রে।

42. মুলা বাঁধ কোন নদীর উপর নির্মিত? — মুলা নদী।

43. নাগরজুন সাগর বাঁধের দৈর্ঘ্য কত প্রায়? — প্রায় ১.৬ কিমি।

44. ভাকরা বাঁধের উচ্চতা কত? — প্রায় ২২৬ মিটার।

45. টেহরি বাঁধের উচ্চতা কত? — প্রায় ২৬১ মিটার।

46. ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? — টেহরি বাঁধ।

47. ভারতের প্রথম বহুমুখী নদী প্রকল্প কোনটি? — দামোদর ভ্যালি প্রকল্প।

48. মুক্কম বাঁধ কোন রাজ্যে অবস্থিত? — কেরলে।

49. ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? — কালানাই বাঁধ (তামিলনাড়ু)।

50. কালানাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? — কাবেরী নদী।

মানব ভূগোল

1. মানব ভূগোল কোন শাখার অন্তর্ভুক্ত? — ভূগোলের সামাজিক শাখার অন্তর্ভুক্ত।

2. মানব ভূগোলের জনক কাকে বলা হয়? — ফ্রিডরিখ রাটজেল।

3. মানব ভূগোলের সূচনা হয় কোন শতকে? — উনবিংশ শতকে।

4. ‘অ্যানথ্রোপোজিওগ্রাফি’ গ্রন্থটি কে রচনা করেন? — ফ্রিডরিখ রাটজেল।

5. ‘Possibilism’ মতবাদের প্রবর্তক কে? — লুসিয়েন ফেভর।

6. ‘Environmental Determinism’ এর জনক কে? — ফ্রিডরিখ রাটজেল।

7. ‘Man and Nature’ গ্রন্থটি কে লিখেছিলেন? — জর্জ পারকিন্স মার্শ।

8. মানব ভূগোল প্রধানত কী অধ্যয়ন করে? — মানুষ ও পরিবেশের সম্পর্ক।

9. Determinism শব্দটির অর্থ কী? — প্রকৃতি মানুষের কার্যকলাপ নির্ধারণ করে।

10. Possibilism মতে মানুষ কী করে? — প্রকৃতির সীমার মধ্যে সম্ভাবনা সৃষ্টি করে।

11. মানব ভূগোলের বিষয়বস্তু কী? — মানুষ, পরিবেশ ও তাদের পারস্পরিক সম্পর্ক।

12. সাংস্কৃতিক ভূগোল কোন শাখার অংশ? — মানব ভূগোলের।

13. মানব ভূগোলের মূল লক্ষ্য কী? — মানুষের কার্যকলাপের স্থানিক বৈচিত্র্য বিশ্লেষণ।

14. ‘Human Geography’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? — রাটজেল।

15. মানব ভূগোলের অন্যতম ভিত্তি কী? — জনসংখ্যা ও বসতির অধ্যয়ন।

16. ‘Possibilism’ মতবাদ কোন দেশের ভূগোলবিদরা বিকাশ করেন? — ফ্রান্সের ভূগোলবিদরা।

17. Determinism মতে প্রকৃতি কী? — মানুষের জীবনের নিয়ামক।

18. মানব ভূগোলকে ‘Spatial Science’ হিসেবে কে অভিহিত করেন? — রিচার্ড হার্টশর্ন।

19. ‘Neo-determinism’ মতবাদ প্রবর্তন করেন কে? — গ্রিফিথ টেইলর।

20. মানব ভূগোলের গবেষণার মূল একক কী? — মানুষ।

21. ‘Stop and Go Determinism’ কার দ্বারা প্রবর্তিত? — গ্রিফিথ টেইলর।

22. মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা কী? — জনসংখ্যা ভূগোল।

23. পরিবেশ ও মানুষের সম্পর্ক কোন প্রকারের? — পারস্পরিক নির্ভরশীল।

24. ‘Cultural Landscape’ ধারণাটি দেন কে? — কার্ল সাউর।

25. মানব ভূগোলের ব্যবহারিক প্রয়োগ কোথায় দেখা যায়? — নগর পরিকল্পনা ও সম্পদ ব্যবস্থাপনায়।

26. মানব ভূগোলের সূচনা কোন দেশ থেকে? — জার্মানি।

27. ‘Social Geography’ কোন শাখার অংশ? — মানব ভূগোলের।

28. ‘Economic Geography’ কিসের উপর ভিত্তি করে? — মানুষের অর্থনৈতিক কার্যকলাপ।

29. মানব ভূগোলের তথ্য সংগ্রহের প্রধান পদ্ধতি কী? — জনসংখ্যা গণনা ও সমীক্ষা।

30. ‘Regional Geography’ তে মানব উপাদান কাকে বলে? — মানুষের সামাজিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্যকে।

31. মানব ভূগোলের প্রাথমিক ধারা কোনটি? — পরিবেশনির্ধারণবাদ।

32. মানব ভূগোলের আধুনিক ধারা কোনটি? — সম্ভাবনাবাদ ও নিয়তিবাদের মিশ্রণ।

33. ‘Possibilism’ এর মূল বক্তব্য কী? — মানুষ প্রকৃতির সুযোগকে কাজে লাগায়।

34. ‘Environmental Determinism’ এর মূল বক্তব্য কী? — প্রকৃতি মানুষের আচরণ নির্ধারণ করে।

35. ‘Neo-determinism’ কী নির্দেশ করে? — প্রকৃতি ও মানুষের পারস্পরিক নিয়ন্ত্রণ।

36. মানব ভূগোলকে ‘Science of Places’ কে বলেন? — পল ভিদাল দ্য লা ব্লাশ।

37. আধুনিক মানব ভূগোলের ভিত্তি কোন পদ্ধতির উপর? — বৈজ্ঞানিক বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তি।

38. মানব ভূগোলের মূল লক্ষ্য কোনটির ব্যাখ্যা করা? — মানুষের কার্যকলাপের স্থানিক বিন্যাস।

39. মানব ভূগোলের গবেষণায় কোন তথ্য বেশি ব্যবহৃত হয়? — জনসংখ্যা ও অর্থনৈতিক তথ্য।

40. Determinism এর সীমাবদ্ধতা কী? — মানুষকে প্রকৃতির দাস হিসেবে ধরে।

41. Possibilism এর সীমাবদ্ধতা কী? — প্রকৃতির প্রভাবকে কম মূল্য দেয়।

42. মানব ভূগোলের আধুনিক প্রবণতা কী? — পরিবেশের ভারসাম্য রক্ষা।

43. ‘Behavioral Geography’ কোন শতকে বিকশিত হয়? — বিংশ শতকে।

44. Behavioral Geography কী বোঝায়? — মানুষের আচরণগত সিদ্ধান্তের স্থানিক বিশ্লেষণ।

45. মানব ভূগোলের অধ্যয়নে কোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ? — GIS ও Remote Sensing।

46. মানব ভূগোলের প্রয়োগে কোন ক্ষেত্রে উন্নতি হয়? — নগরায়ন, কৃষি ও পরিবহন পরিকল্পনায়।

47. ‘Man as a Geographical Agent’ ধারণাটি দেন কে? — এলেন চার্চিল সেম্পল।

48. মানব ভূগোলের প্রধান লক্ষ্য কী? — মানুষ ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করা।

49. ‘Possibilism’ মতবাদ মানুষের কিসে জোর দেয়? — স্বাধীন ইচ্ছা ও সৃজনশীলতায়।

50. Determinism ও Possibilism এর মধ্যে সম্পর্ক কী? — উভয়ই মানুষ-পরিবেশ সম্পর্কের ব্যাখ্যা দেয়।