ইতিহাস MCQ - Hhistory MCQ In Bengali For Competitive Exams
ইতিহাস (History)
প্রাচীন ভারতের ভৌগোলিক নাম ও স্থান
1. প্রাচীনকালে ‘আর্যাবর্ত’ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? — গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলকে।
2. ‘ভারতবর্ষ’ নামটি প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয়েছে? — বিষ্ণু পুরাণে।
3. প্রাচীনকালে ‘অঙ্গ’ রাজ্যের রাজধানী কোথায় ছিল? — চাম্পা।
4. ‘মগধ’ রাজ্যের প্রাচীন রাজধানী ছিল কোথায়? — রাজগৃহ (পরে পাটলিপুত্র)।
5. প্রাচীন ‘কোশল’ রাজ্যের রাজধানী কোথায় ছিল? — শ্রাবস্তী ও অযোধ্যা।
6. ‘বঙ্গ’ রাজ্যের প্রাচীন রাজধানী ছিল কোথায়? — তমলুক বা গঙ্গার ডেল্টা অঞ্চলে।
7. প্রাচীনকালে ‘কালিঙ্গ’ বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত ছিল? — ওডিশা।
8. ‘অবন্তি’ প্রাচীন রাজ্যটি বর্তমান ভারতের কোন অঞ্চলে অবস্থিত ছিল? — মধ্যপ্রদেশে।
9. প্রাচীন ‘সুরাষ্ট্র’ রাজ্য বর্তমান ভারতের কোন রাজ্যের অংশ? — গুজরাট।
10. ‘মালব’ প্রাচীন রাজ্যটি বর্তমান কোন রাজ্যের অন্তর্গত? — মধ্যপ্রদেশ।
11. ‘গান্ধার’ রাজ্যটি বর্তমান কোন দেশে অবস্থিত ছিল? — আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর-পশ্চিম অংশে।
12. প্রাচীন ‘মথুরা’ অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? — যমুনা নদীর তীরে।
13. ‘তক্ষশিলা’ প্রাচীন শিক্ষা কেন্দ্রটি বর্তমান কোন দেশে অবস্থিত? — পাকিস্তানে।
14. ‘উজ্জয়িনী’ শহরটি প্রাচীনকালে কোন রাজ্যের রাজধানী ছিল? — অবন্তি রাজ্যের।
15. ‘কামরূপ’ রাজ্যটি বর্তমান ভারতের কোন রাজ্যে ছিল? — আসাম।
16. প্রাচীন ‘বিদর্ভ’ রাজ্যটি বর্তমান ভারতের কোন রাজ্যের অন্তর্গত? — মহারাষ্ট্র।
17. ‘পঞ্চাল’ রাজ্যটি কোথায় অবস্থিত ছিল? — গঙ্গার উপত্যকার পশ্চিম অংশে।
18. ‘কুরুক্ষেত্র’ কোন প্রাচীন রাজ্যের অংশ ছিল? — কুরু রাজ্যের।
19. ‘মৈথিল’ রাজ্যটি বর্তমান ভারতের কোন অংশে ছিল? — উত্তর বিহারে।
20. ‘সিন্ধু’ নামটির উৎপত্তি কোন নদী থেকে হয়েছে? — সিন্ধু নদী থেকে।
গুরুত্বপূর্ণ স্থাপত্য ও শিল্পকলা
1. কুতুব মিনার কে নির্মাণ করেন? – কুতুবউদ্দিন আইবক।
2. তাজমহল কার স্মৃতিতে নির্মিত হয়েছিল? – মুমতাজ মহলের স্মৃতিতে।
3. দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেন? – সম্রাট শাহজাহান।
4. ফতেহপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? – সম্রাট আকবর।
5. হাম্পির বিখ্যাত ভিট্টল মন্দির কোন রাজবংশের সৃষ্টি? – বিজয়নগর রাজবংশ।
6. সাঁচির স্তূপ কে নির্মাণ করেন? – সম্রাট অশোক।
7. খাজুরাহোর মন্দির কোন রাজবংশের সঙ্গে যুক্ত? – চন্দেলা রাজবংশ।
8. কোন রাজা কালীঘাটের মন্দির নির্মাণে সাহায্য করেছিলেন? – সাবর্ণ রায়চৌধুরী পরিবার।
9. কোন রাজবংশের শাসনামলে অজন্তা ও ইলোরা গুহাচিত্র নির্মিত হয়েছিল? – সাতবাহন ও রাষ্টকূট রাজবংশ।
10. কোন স্থাপত্য শৈলীতে তাজমহল নির্মিত হয়েছে? – মুঘল স্থাপত্য শৈলীতে।
11. কোন রাজবংশ দ্রাবিড় স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত? – চোল রাজবংশ।
12. কুতুব মিনারের উচ্চতা কত? – প্রায় ৭৩ মিটার।
13. গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? – মুম্বাইয়ে।
14. কোন শহরে গোলগুম্বজ অবস্থিত? – বিজাপুরে।
15. হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? – দিল্লিতে।
16. কোন স্থাপত্যকে “পৃথিবীর সপ্তম আশ্চর্যের” একটি বলা হয়? – তাজমহল।
17. কোন রাজবংশের সময় দক্ষিণ ভারতে ব্রীহদেশ্বর মন্দির নির্মিত হয়? – চোল রাজবংশ।
18. কোন স্থাপত্যকে “পাথরের রথ” বলা হয়? – মহাবলীপুরমের রথমন্দির।
19. আগ্রা দুর্গ কে নির্মাণ করেন? – সম্রাট আকবর।
20. কোন রাজবংশ নাগর স্থাপত্য শৈলীর জন্য প্রসিদ্ধ? – গুপ্ত রাজবংশ।
প্রাচীন ভারতের বিজ্ঞান ও আবিষ্কার
1. প্রাচীন ভারতে "আর্যভট" কোন বিষয়ে বিখ্যাত ছিলেন? – গণিত ও জ্যোতির্বিদ্যায়।
2. ‘শূন্য’ সংখ্যার ধারণা কে দেন? – আর্যভট।
3. "পাই" (π) এর মান প্রথম কে নির্ণয় করেন? – আর্যভট।
4. "সূর্যসিদ্ধান্ত" গ্রন্থটির বিষয় কী? – জ্যোতির্বিদ্যা।
5. “চরক সংহিতা” কার রচিত? – আচার্য চরক।
6. “সুশ্রুত সংহিতা” কোন বিষয়ে রচিত? – শল্যচিকিৎসা বা সার্জারি।
7. “সুশ্রুত” কে বলা হয়? – শল্যচিকিৎসার জনক।
8. আয়ুর্বেদের জনক হিসেবে কাকে ধরা হয়? – ধন্বন্তরি।
9. “পঞ্চসিদ্ধান্তিকা” কে রচনা করেন? – বরাহমিহির।
10. "বরাহমিহির" কোন ক্ষেত্রে বিখ্যাত? – জ্যোতির্বিদ্যা ও গণিত।
11. “লীলাবতী” কোন বিষয়ে গ্রন্থ? – গণিত।
12. “লীলাবতী” কার রচিত? – ভাস্করাচার্য।
13. “ভাস্করাচার্য” কোন সময়ে বাস করতেন? – দ্বাদশ শতকে।
14. প্রাচীন ভারতে প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ব্যাখ্যা কে দেন? – আর্যভট।
15. “নালন্দা বিশ্ববিদ্যালয়” কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিল? – বিজ্ঞান, গণিত ও চিকিৎসাবিদ্যা।
16. “তক্ষশিলা বিশ্ববিদ্যালয়” কোথায় অবস্থিত ছিল? – বর্তমান পাকিস্তানে।
17. “পাটলিপুত্র” শহরটি কোন রাজবংশের সময় বিজ্ঞান গবেষণার কেন্দ্র ছিল? – গুপ্ত রাজবংশ।
18. “জ্যোতির্বিদ্যা” শব্দটি প্রথম কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে ব্যবহৃত হয়? – বেদাঙ্গ জ্যোতিষে।
19. প্রাচীন ভারতে “ধাতু-বিদ্যা” (Metallurgy)-এর জন্য কোন রাজ্য বিখ্যাত ছিল? – মগধ।
20. “আয়ুর্বেদ” শব্দের অর্থ কী? – জীবনের জ্ঞান বা বিজ্ঞান।
গুরুত্বপূর্ণ রাজবংশের রাজধানী
1. মৌর্য রাজবংশের রাজধানী — পাটলিপুত্র।
2. গুপ্ত রাজবংশের রাজধানী — পাটলিপুত্র।
3. শুঙ্গ রাজবংশের রাজধানী — পাটলিপুত্র।
4. কান্ব রাজবংশের রাজধানী — পাটলিপুত্র।
5. সাতবাহন রাজবংশের রাজধানী — প্রতিস্থান (পৈঠান)।
6. চোল রাজবংশের রাজধানী — তাঞ্জাভুর।
7. পাল রাজবংশের রাজধানী — মাগধ (প্রথমে মুণ্ডেশ্বরী, পরে বিক্রমশীলা ও পালা-পালা রাজধানী)।
8. সেন রাজবংশের রাজধানী — নবান্ন (গৌড় ও নবান্ন)।
9. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী — পাটলিপুত্র।
10. অশোকের রাজধানী — পাটলিপুত্র।
11. হর্ষবর্ধনের রাজধানী — কনৌজ।
12. চন্দ্রগুপ্ত প্রথমের রাজধানী — পাটলিপুত্র।
13. সমুদ্রগুপ্তের রাজধানী — পাটলিপুত্র।
14. স্কন্দগুপ্তের রাজধানী — পাটলিপুত্র।
15. রাজপুতদের রাজধানী — অজমের।
16. মগধ রাজ্যের রাজধানী — রাজগৃহ (পরবর্তীকালে পাটলিপুত্র)।
17. মগধের প্রাচীন রাজা বিম্বিসারের রাজধানী — রাজগৃহ।
18. নন্দ রাজবংশের রাজধানী — পাটলিপুত্র।
19. শক রাজবংশের রাজধানী — জুনাগড় (গুজরাট)।
20. কুষাণ রাজবংশের রাজধানী — পুরুষপুর (বর্তমান পেশোয়ার)।
21. কানিষ্কের রাজধানী — পুরুষপুর।
22. রাঠৌর রাজবংশের রাজধানী — জোধপুর।
23. চৌহান রাজবংশের রাজধানী — অজমের ও দিল্লি।
24. তমর রাজবংশের রাজধানী — দিল্লি।
25. পাণ্ড্য রাজবংশের রাজধানী — মাদুরাই।
26. চেরা রাজবংশের রাজধানী — ভাঞ্জি (ভাঞ্জিপুরম)।
27. চালুক্য রাজবংশের রাজধানী — বাদামি (অপর নাম বাট্টিপ্পা)।
28. রাষ্টকূট রাজবংশের রাজধানী — মান্যখেত।
29. কাকতীয় রাজবংশের রাজধানী — ওয়ারঙ্গল।
30. যাদব রাজবংশের রাজধানী — দেবগিরি (দৌলতাবাদ)।
31. সুলতান শাসনের প্রথম রাজধানী — লাহোর।
32. কুতুবুদ্দিন আইবকের রাজধানী — লাহোর।
33. ইলতুতমিশের রাজধানী — দিল্লি।
34. মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী — দিল্লি ও পরে দৌলতাবাদ।
35. ফিরোজ শাহ তুঘলকের রাজধানী — ফিরোজাবাদ (দিল্লি)।
36. খিলজি রাজবংশের রাজধানী — দিল্লি।
37. লোধি রাজবংশের রাজধানী — দিল্লি।
38. মুঘল রাজবংশের রাজধানী (প্রথমে) — আগ্রা।
39. শাহজাহানের রাজধানী — দিল্লি (শাহজাহানাবাদ)।
40. আওধ রাজ্যের রাজধানী — লখনৌ।
41. মাইসোর রাজ্যের রাজধানী — শ্রীরঙ্গপত্তন।
42. মারাঠা রাজবংশের রাজধানী — সাতারা (পরে পুনে)।
43. শিখ সাম্রাজ্যের রাজধানী — লাহোর।
44. ভোজ রাজ্যের রাজধানী — ধারা।
45. কাকতীয় রাজ্যের রাজধানী — ওয়ারঙ্গল।
46. বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী — হামপি।
47. বাহমনী রাজবংশের রাজধানী — গুলবর্গা (পরে বিদার)।
48. গাহাদাবাল রাজবংশের রাজধানী — কনৌজ।
49. কালি চৌড় রাজবংশের রাজধানী — রাজমহল।
50. মগধ সাম্রাজ্যের শেষ রাজধানী — পাটলিপুত্র।