ভূগোল MCQ - Geography Question Answer For Competitive Exams In Bengali
ভূগোল (Geography)
পৃথিবীর গঠন ও প্লেট টেকটোনিকস
1. পৃথিবীর গঠন কতটি স্তরে বিভক্ত? — তিনটি স্তর: ভূত্বক, ম্যান্টল ও কেন্দ্রক।
2. পৃথিবীর বাইরের স্তরকে কি বলে? — ভূত্বক।
3. পৃথিবীর অভ্যন্তরের সবচেয়ে উষ্ণ স্তর কোনটি? — কেন্দ্রক (Core)।
4. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? — প্রায় ৬৩৭১ কিলোমিটার।
5. ভূত্বকের গড় পুরুত্ব কত? — প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার।
6. মহাসাগরীয় ভূত্বক প্রধানত কোন শিলার দ্বারা গঠিত? — ব্যাসাল্ট শিলা দ্বারা।
7. মহাদেশীয় ভূত্বক প্রধানত কোন শিলার দ্বারা গঠিত? — গ্রানাইট শিলা দ্বারা।
8. ম্যান্টল স্তর পৃথিবীর কোন অংশের নিচে অবস্থিত? — ভূত্বকের নিচে।
9. কেন্দ্রক প্রধানত কোন ধাতু দ্বারা গঠিত? — লোহা ও নিকেল।
10. কেন্দ্রককে দুই ভাগে ভাগ করা হয় — কোন কোন ভাগে? — বাইরের কেন্দ্রক ও ভিতরের কেন্দ্রক।
11. পৃথিবীর গঠন বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব কোনটি? — প্লেট টেকটোনিকস তত্ত্ব।
12. প্লেট টেকটোনিকস তত্ত্ব কে প্রস্তাব করেন? — ম্যাকেঞ্জি, পার্কার ও মর্গান (১৯৬৭ খ্রিষ্টাব্দে)।
13. মহাদেশীয় প্রবাহ তত্ত্বের জনক কে? — আলফ্রেড ভেগেনার।
14. আলফ্রেড ভেগেনারের মতে প্রাচীন মহাদেশের নাম কী ছিল? — প্যানজিয়া।
15. প্যানজিয়া মহাদেশ ভেঙে কয়টি ভাগে বিভক্ত হয়েছিল? — দুটি: লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ড।
16. প্লেট টেকটোনিকস অনুযায়ী পৃথিবীতে কতটি প্রধান টেকটোনিক প্লেট আছে? — সাতটি প্রধান প্লেট।
17. পৃথিবীর টেকটোনিক প্লেটগুলো কিসের উপর ভাসমান? — অ্যাস্থেনোস্ফিয়ারের উপর।
18. প্লেটের গতিবিধির ফলে কোন ভূতাত্ত্বিক ঘটনা ঘটে? — ভূমিকম্প, আগ্নেয়গিরি ও পর্বতগঠন।
19. প্লেটের সীমানা তিন প্রকার — কোন কোনটি? — কনভারজেন্ট, ডাইভারজেন্ট ও ট্রান্সফর্ম।
20. কনভারজেন্ট সীমানায় প্লেটের গতি কেমন হয়? — মুখোমুখি সংঘর্ষ ঘটে।
21. ডাইভারজেন্ট সীমানায় প্লেটের গতি কেমন হয়? — বিপরীত দিকে সরে যায়।
22. ট্রান্সফর্ম সীমানায় প্লেটের গতি কেমন হয়? — একে অপরের পাশ দিয়ে সরে যায়।
23. হিমালয় পর্বতের গঠন কোন ধরনের প্লেট সংঘর্ষের ফলে হয়েছে? — কনভারজেন্ট প্লেট সংঘর্ষে।
24. মধ্য-আটলান্টিক রিজ কোন ধরনের সীমানা নির্দেশ করে? — ডাইভারজেন্ট সীমানা।
25. সান আন্দ্রিয়াস ফল্ট কোন ধরনের প্লেট সীমানা? — ট্রান্সফর্ম সীমানা।
26. পৃথিবীর ভূমিকম্পের অধিকাংশ ঘটে কোথায়? — প্লেট সীমানায়।
27. রিং অফ ফায়ার অঞ্চল কোথায় অবস্থিত? — প্রশান্ত মহাসাগরের চারপাশে।
28. প্লেটের চলাচলের মূল শক্তি কী? — ম্যান্টলের কনভেকশন প্রবাহ।
29. ভূমিকম্পের কেন্দ্রের উপরের পৃষ্ঠবিন্দুকে কি বলে? — উপকেন্দ্র (Epicentre)।
30. পৃথিবীর গঠন সম্পর্কে তথ্য পাওয়া যায় প্রধানত কিসের মাধ্যমে? — ভূকম্পীয় তরঙ্গের (Seismic Waves) মাধ্যমে।
শিলা ও শিলা‑চক্র
1. শিলা কাকে বলে? — পৃথিবীর ভূ-পৃষ্ঠ গঠনকারী কঠিন খনিজ পদার্থকে শিলা বলে।
2. শিলা কয় প্রকার? — শিলা তিন প্রকার: আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত।
3. আগ্নেয় শিলা কীভাবে গঠিত হয়? — ম্যাগমা বা লাভার শীতল হয়ে কঠিন হলে আগ্নেয় শিলা গঠিত হয়।
4. পাললিক শিলা কীভাবে গঠিত হয়? — অন্যান্য শিলার ভগ্নাংশ জমে চাপ ও সিমেন্টেশনে পাললিক শিলা গঠিত হয়।
5. রূপান্তরিত শিলা কীভাবে গঠিত হয়? — আগ্নেয় বা পাললিক শিলা তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ায় রূপান্তরিত হয়।
6. আগ্নেয় শিলার অন্য নাম কী? — আগ্নেয় শিলাকে প্রাথমিক বা আদি শিলা বলে।
7. পাললিক শিলার অন্য নাম কী? — পাললিক শিলাকে দ্বিতীয়িক বা স্তরিত শিলা বলে।
8. রূপান্তরিত শিলার অন্য নাম কী? — রূপান্তরিত শিলাকে তৃতীয়িক বা পরিবর্তিত শিলা বলে।
9. আগ্নেয় শিলার দুটি প্রকার কী? — অন্তর্ভূমি (অভ্যন্তরীণ) ও বহির্ভূমি (বহির্গত) আগ্নেয় শিলা।
10. অন্তর্ভূমি আগ্নেয় শিলা কোথায় গঠিত হয়? — পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা ধীরে শীতল হয়ে অন্তর্ভূমি শিলা গঠন করে।
11. বহির্ভূমি আগ্নেয় শিলা কোথায় গঠিত হয়? — লাভা ভূ-পৃষ্ঠে এসে দ্রুত শীতল হয়ে বহির্ভূমি শিলা গঠন করে।
12. গ্রানাইট কোন ধরনের শিলা? — গ্রানাইট একটি অন্তর্ভূমি আগ্নেয় শিলা।
13. ব্যাসল্ট কোন ধরনের শিলা? — ব্যাসল্ট একটি বহির্ভূমি আগ্নেয় শিলা।
14. চুনাপাথর কোন ধরনের শিলা? — চুনাপাথর একটি পাললিক শিলা।
15. বেলেপাথর কোন ধরনের শিলা? — বেলেপাথর একটি পাললিক শিলা।
16. মার্বেল কোন ধরনের শিলা? — মার্বেল একটি রূপান্তরিত শিলা।
17. গনাইস কোন ধরনের শিলা? — গনাইস একটি রূপান্তরিত শিলা।
18. স্লেট কোন ধরনের শিলা? — স্লেট একটি রূপান্তরিত শিলা।
19. গ্রানাইটের রূপান্তরিত রূপ কী? — গনাইস।
20. চুনাপাথরের রূপান্তরিত রূপ কী? — মার্বেল।
21. কাদামাটির রূপান্তরিত রূপ কী? — স্লেট।
22. শিলা-চক্র কাকে বলে? — এক প্রকার শিলার অপর প্রকারে ক্রমাগত রূপান্তরিত হওয়াকে শিলা-চক্র বলে।
23. শিলা-চক্রের কারণ কী? — তাপ, চাপ, ক্ষয়, সঞ্চয়ন ও ভূগর্ভস্থ প্রক্রিয়া।
24. শিলা-চক্রের ধারণা কে দেন? — জেমস হাটন।
25. পৃথিবীর ভূত্বকের মূল উপাদান কী? — শিলা।
26. গ্রানাইট প্রধানত কোন খনিজ দ্বারা গঠিত? — কোয়ার্টজ, ফেল্ডস্পার ও মাইকা।
27. ব্যাসল্ট প্রধানত কোন খনিজ দ্বারা গঠিত? — পাইরোক্সিন ও ফেল্ডস্পার।
28. চুনাপাথর প্রধানত কোন খনিজ দ্বারা গঠিত? — ক্যালসিয়াম কার্বোনেট।
29. শিলার ক্ষয় ও সঞ্চয়ে যে নতুন শিলা গঠিত হয় তাকে কী বলে? — পাললিক শিলা।
30. শিলা-চক্রে প্রথম গঠিত শিলা কোনটি? — আগ্নেয় শিলা।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি
1. পৃথিবীর অভ্যন্তরে শিলাস্তরের কম্পনের ফলে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে তাকে কী বলে? — ভূমিকম্প
2. ভূমিকম্পের উৎপত্তিস্থলকে কী বলা হয়? — ভূকম্পকেন্দ্র (Focus)
3. ভূমিকম্পের ঠিক উপরের স্থলভাগের বিন্দুকে কী বলা হয়? — উপকেন্দ্র (Epicenter)
4. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী? — সিসমোগ্রাফ (Seismograph)
5. ভূমিকম্পের মাত্রা মাপার স্কেলের নাম কী? — রিখটার স্কেল (Richter Scale)
6. ভূমিকম্পের প্রথম তরঙ্গকে কী বলা হয়? — প্রাথমিক তরঙ্গ (P-Wave)
7. ভূমিকম্পের দ্বিতীয় তরঙ্গকে কী বলা হয়? — গৌণ তরঙ্গ (S-Wave)
8. ভূমিকম্পের তৃতীয় তরঙ্গকে কী বলা হয়? — পৃষ্ঠ তরঙ্গ (L-Wave)
9. ভূমিকম্পের উৎপত্তি হয় পৃথিবীর কোন স্তরে? — ভূ-পৃষ্ঠের নিচে ম্যান্টল স্তরে
10. সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চলকে কী বলা হয়? — ভূকম্প বলয় (Earthquake Belt)
11. প্রশান্ত মহাসাগরীয় ভূকম্প বলয়কে আর কী বলা হয়? — রিং অব ফায়ার (Ring of Fire)
12. ভারতে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলি কয়টি ভাগে বিভক্ত? — পাঁচটি ভূকম্পন অঞ্চল
13. ভারতের কোন রাজ্যটি সবচেয়ে ভূমিকম্পপ্রবণ? — জম্মু ও কাশ্মীর
14. ভারতের কোন অঞ্চলটি সবচেয়ে কম ভূমিকম্পপ্রবণ? — দক্ষিণ মালভূমি অঞ্চল
15. ভারতের সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্পটি কোথায় ঘটে ছিল? — ভুজ (গুজরাট), ২০০১ সালে
16. ভূমিকম্পে সৃষ্ট সমুদ্রতরঙ্গকে কী বলে? — সুনামি (Tsunami)
17. সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? — জাপানি ভাষা
18. আগ্নেয়গিরির উদ্গীরণ থেকে কোন পদার্থ নির্গত হয়? — লাভা, গ্যাস, ছাই ও বাষ্প
19. আগ্নেয়গিরির ক্রেটার কী? — লাভা নির্গমনের মুখ বা গহ্বর
20. সক্রিয় আগ্নেয়গিরি বলতে কী বোঝায়? — যে আগ্নেয়গিরি মাঝে মাঝে উদ্গীরণ করে
21. বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? — মাউনা লোয়া (হাওয়াই দ্বীপ)
22. পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? — প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে
23. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? — ব্যারেন দ্বীপ, আন্দামান
24. মৃত আগ্নেয়গিরি বলতে কী বোঝায়? — যে আগ্নেয়গিরি বহু বছর ধরে নিস্তব্ধ
25. নিস্ক্রিয় আগ্নেয়গিরি বলতে কী বোঝায়? — যে আগ্নেয়গিরি বর্তমানে শান্ত কিন্তু পুনরায় সক্রিয় হতে পারে
26. আগ্নেয়গিরির মূল লাভা চ্যানেলকে কী বলা হয়? — গলা বা ভেন্ট (Vent)
27. আগ্নেয়গিরির উদ্গীরণের ফলে গঠিত পর্বতকে কী বলা হয়? — আগ্নেয় পর্বত
28. কোন গ্যাসটি আগ্নেয়গিরি থেকে সর্বাধিক নির্গত হয়? — জলের বাষ্প (Water Vapour)
29. আগ্নেয়গিরির গহ্বর জলে ভরে গেলে কী সৃষ্টি হয়? — ক্রেটার হ্রদ (Crater Lake)
30. ভারতের কোন রাজ্যে মৃত আগ্নেয়গিরি লোনার হ্রদ অবস্থিত? — মহারাষ্ট্র
ভূমিরূপ বিকাশ
1. পৃথিবীর পৃষ্ঠের গঠন ও রূপান্তরের অধ্যয়নকে কী বলে? → ভূ-আকৃতিবিদ্যা (Geomorphology)।
2. ভূমিরূপ গঠনের প্রধান কারণ কী? → অভ্যন্তরীণ ও বহিঃস্থ শক্তি।
3. অভ্যন্তরীণ শক্তির ফলে কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? → নির্মাণমূলক ভূমিরূপ।
4. বহিঃস্থ শক্তির ফলে কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? → বিনাশমূলক ভূমিরূপ।
5. ভূমিকম্প ও আগ্নেয়গিরি কোন শক্তির ফল? → অন্তঃস্থ (Endogenic) শক্তির ফল।
6. নদী, বায়ু ও হিমবাহ কোন শক্তির উদাহরণ? → বহিঃস্থ (Exogenic) শক্তি।
7. ভূমিরূপ বিকাশের তত্ত্ব কে প্রবর্তন করেন? → ডেভিস (William Morris Davis)।
8. ডেভিসের ভূমিরূপ বিকাশ তত্ত্বকে কী বলা হয়? → ভূ-আকৃতি চক্র তত্ত্ব (Geographical Cycle Theory)।
9. ডেভিসের মতে ভূমিরূপ বিকাশের তিনটি পর্যায় কী কী? → যুবক, পরিপক্ব ও বার্ধক্য।
10. ডেভিসের তত্ত্ব অনুযায়ী চূড়ান্ত অবস্থাকে কী বলা হয়? → পেনিপ্লেন (Peneplain)।
11. পেনিপ্লেন বলতে কী বোঝায়? → প্রায় সমতল ভূমি।
12. কিং (L.C. King) কোন তত্ত্ব প্রবর্তন করেন? → পেডিপ্লেন তত্ত্ব।
13. পেডিপ্লেন গঠিত হয় কিসের ফলে? → ক্ষয় ও সমতলীকরণের ফলে।
14. পেনিপ্লেন ও পেডিপ্লেনের মধ্যে প্রধান পার্থক্য কী? → পেনিপ্লেন নদী ক্ষয়ের ফলে, পেডিপ্লেন ক্ষয়িত পাহাড়ের মিলনের ফলে গঠিত।
15. নদীর ক্ষয় ক্ষমতা সবচেয়ে বেশি কোন অঞ্চলে? → যুবক পর্যায়ে।
16. পরিপক্ব পর্যায়ে নদী কী ধরনের ভূমিরূপ সৃষ্টি করে? → উপত্যকা প্রশস্ত হয়, নদী বাঁক নেয়।
17. বার্ধক্য পর্যায়ে নদী কী করে? → নদী উপত্যকা প্রশস্ত করে ও বন্যাপ্রবণ সমভূমি তৈরি করে।
18. নদীর ক্ষয়কাজের ফলে কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয়? → গিরিখাত, জলপ্রপাত, খাত উপত্যকা।
19. নদীর সঞ্চয়কাজের ফলে কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয়? → বদ্বীপ, বন্যাপ্রবণ সমভূমি, পলি সমভূমি।
20. হিমবাহের ক্ষয়কাজের ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? → ইউ-আকৃতির উপত্যকা, সার্ক, অ্যারেট।
21. হিমবাহের সঞ্চয়কাজের ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? → মোরেইন (Moraine)।
22. বায়ুর ক্ষয়কাজের ফলে কোন ভূমিরূপ তৈরি হয়? → মাশরুম শিলা, ইনসেলবার্গ।
23. মরুভূমিতে বায়ুর সঞ্চয়কাজের ফলে কোন ভূমিরূপ তৈরি হয়? → বালিয়াড়ি (Sand Dunes)।
24. সাগরের তরঙ্গ দ্বারা সৃষ্ট ভূমিরূপকে কী বলে? → উপকূলীয় ভূমিরূপ।
25. তরঙ্গের ক্ষয়কাজের ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? → সমুদ্র গুহা, খিলান, স্তম্ভ।
26. তরঙ্গের সঞ্চয়কাজের ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? → সৈকত ও বালুকাবেলা।
27. প্লেট টেকটোনিক তত্ত্বের ভিত্তিতে ভূমিরূপ বিকাশের মূল কারণ কী? → প্লেটের গতি ও সংঘর্ষ।
28. ভূপৃষ্ঠের উত্থান ও নিম্নগতি কোন প্রক্রিয়ার ফল? → ইপিরোজেনিক আন্দোলন।
29. ভূপৃষ্ঠের ভাঁজ ও ফল্ট কোন প্রক্রিয়ার ফল? → অরোজেনিক আন্দোলন।
30. আধুনিক ভূ-আকৃতিবিদ্যার মূল ভিত্তি কী? → প্লেট টেকটোনিক তত্ত্ব ও ভূতাত্ত্বিক প্রক্রিয়ার সমন্বয়।
নদী ও হিমবাহ ভূ‑প্রক্রিয়া
1. নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহকে কী বলে? – নদীর গতিপথ।
2. নদীর উত্পত্তিস্থলকে কী বলে? – উৎস বা উত্সস্থান।
3. নদীর মুখ বা সমুদ্রে মিশে যাওয়ার স্থলকে কী বলে? – মোহনা।
4. নদীর দ্বারা ক্ষয়, পরিবহন ও অবক্ষেপণ প্রক্রিয়াকে একত্রে কী বলা হয়? – নদীভূ-প্রক্রিয়া।
5. নদীর ক্ষয় কার্য সবচেয়ে বেশি কোথায় ঘটে? – উত্স অঞ্চলে বা উর্ধ্বগামী প্রবাহে।
6. নদীর অবক্ষেপণ কার্য সবচেয়ে বেশি কোথায় ঘটে? – মোহনাক্ষেত্রে বা নিম্ন প্রবাহে।
7. নদীর দ্বারা খনিত গভীর খাতকে কী বলে? – গিরিখাত বা গর্জ।
8. নদীর দ্বারা তৈরি চওড়া উপত্যকাকে কী বলে? – উপত্যকা।
9. নদীর বাঁকানো গতিপথকে কী বলে? – মিয়ান্ডার (Meander)।
10. নদীর মিয়ান্ডার কেটে যাওয়ার ফলে যে হ্রদ গঠিত হয় তাকে কী বলে? – অক্স-বো হ্রদ।
11. নদীর অবক্ষেপণ দ্বারা গঠিত পাখা আকৃতির ভূমিকে কী বলে? – অলুভিয়াল ফ্যান।
12. নদী পাহাড় থেকে সমভূমিতে প্রবেশ করলে তার গতি কেমন হয়? – হঠাৎ কমে যায়।
13. নদী যখন সমুদ্রে বালু ও কাদা ফেলে দেয় তখন যে ভূমি গঠিত হয় তাকে কী বলে? – বদ্বীপ (Delta)।
14. গঙ্গা নদীর বদ্বীপ কোন ধরনের? – মিশ্র বদ্বীপ।
15. নীল নদীর বদ্বীপ কোন সাগরে অবস্থিত? – ভূমধ্যসাগরে।
16. বদ্বীপ গঠনের জন্য নদীর কী থাকা প্রয়োজন? – প্রচুর অবক্ষেপণ পদার্থ।
17. নদীর প্রবাহের মধ্যে যে ছোট দ্বীপ সৃষ্টি হয় তাকে কী বলে? – বার বা চড়া।
18. নদী যে জায়গায় পতিত হয়, তাকে কী বলে? – মোহনা।
19. হিমবাহের চলাচলের ফলে যে উপত্যকা তৈরি হয় তাকে কী বলে? – U-আকৃতির উপত্যকা।
20. নদীর দ্বারা তৈরি উপত্যকার আকৃতি কেমন হয়? – V-আকৃতির।
21. হিমবাহের দ্বারা বহনকৃত শিলাখণ্ডকে কী বলে? – মোরেইন (Moraine)।
22. হিমবাহের গলিত জলের দ্বারা গঠিত নদীকে কী বলে? – হিমনদী নদী।
23. হিমবাহের দ্বারা কাটা বৃত্তাকার খাদকে কী বলা হয়? – সার্ক (Cirque)।
24. হিমবাহের নিচে জমা বরফের দ্বারা ঘষে তৈরি সমতল ভূমিকে কী বলে? – রচমাউন্ট (Roches Moutonnées)।
25. হিমবাহের দ্বারা গঠিত ছোট লম্বাটে হ্রদকে কী বলে? – টার্ন হ্রদ।
26. ভারতবর্ষে প্রধান হিমবাহ কোন পর্বতে অবস্থিত? – হিমালয় পর্বতে।
27. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী? – সিয়াচেন হিমবাহ।
28. হিমবাহ প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? – উচ্চ পর্বত ও মেরু অঞ্চলে।
29. নদীর দ্বারা গঠিত পাখা আকৃতির ভূমি কোথায় দেখা যায়? – পর্বতের পাদদেশে।
30. নদী ও হিমবাহের ভূ-প্রক্রিয়াগুলি প্রধানত কোন ভূ-প্রকৃতি গঠনে সহায়ক? – ক্ষয়, পরিবহন ও অবক্ষেপণমূলক ভূ-রূপ গঠনে।
বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়
1. পৃথিবীর বায়ুমণ্ডল প্রধানত কয়টি স্তরে বিভক্ত? — পাঁচটি স্তরে।
2. বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? — ট্রোপোস্ফিয়ার।
3. ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? — স্ট্রাটোস্ফিয়ারে।
4. বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাস কোনটি? — নাইট্রোজেন (৭৮%)।
5. বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান গ্যাস কোনটি? — অক্সিজেন (২১%)।
6. কার্বন-ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে কত শতাংশ থাকে? — প্রায় ০.০৩%।
7. বায়ুমণ্ডলে জলীয়বাষ্প প্রধানত কোথা থেকে আসে? — মহাসাগর ও সমুদ্র থেকে।
8. বায়ুমণ্ডলের ঘনত্ব সর্বাধিক কোথায়? — ভূমি-পৃষ্ঠের কাছাকাছি।
9. আবহাওয়া বলতে কী বোঝায়? — কোনো স্থানের দৈনন্দিন বায়ুমণ্ডলীয় অবস্থা।
10. জলবায়ু বলতে কী বোঝায়? — দীর্ঘমেয়াদি গড় আবহাওয়া অবস্থা।
11. পৃথিবীর আবহাওয়া অধ্যয়নের শাস্ত্রের নাম কী? — আবহাওয়াবিদ্যা (Meteorology)।
12. জলবায়ু অধ্যয়নের শাস্ত্রের নাম কী? — জলবায়ুবিদ্যা (Climatology)।
13. বজ্রসহ বৃষ্টি সাধারণত কোন স্তরে সৃষ্টি হয়? — ট্রোপোস্ফিয়ারে।
14. আবহাওয়া পূর্বাভাস কিসের সাহায্যে করা হয়? — আবহাওয়া উপগ্রহ ও রাডারের সাহায্যে।
15. পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের কোন রশ্মি আটকায়? — অতিবেগুনি রশ্মি (Ultraviolet rays)।
16. পৃথিবীতে দিন ও রাত কেন হয়? — পৃথিবীর নিজের অক্ষে ঘূর্ণনের কারণে।
17. জলবায়ুর মূল উপাদান কয়টি? — তাপমাত্রা, বৃষ্টিপাত, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহ।
18. পৃথিবীর আবহাওয়ার প্রধান শক্তি উৎস কী? — সূর্য।
19. যে যন্ত্রে বায়ুচাপ মাপা হয় তার নাম কী? — ব্যারোমিটার।
20. যে যন্ত্রে তাপমাত্রা মাপা হয় তার নাম কী? — থার্মোমিটার।
21. বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কী? — রেইন গেজ (Rain Gauge)।
22. বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী? — হাইগ্রোমিটার।
23. পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা প্রায় কত? — প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত।
24. পৃথিবীর ওজোন স্তর ক্ষয়কারী প্রধান গ্যাস কোনটি? — ক্লোরোফ্লোরোকার্বন (CFC)।
25. গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় প্রধানত কোথায় সৃষ্টি হয়? — উষ্ণ সমুদ্র অঞ্চলে।
26. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কী? — গ্রীনহাউস গ্যাসের বৃদ্ধি।
27. পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে কোন গ্যাস ভূমিকা রাখে? — কার্বন-ডাই-অক্সাইড।
28. ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কোন দিক থেকে আসে? — আরব সাগর ও বঙ্গোপসাগর দিক থেকে।
29. পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি? — ডেথ ভ্যালি (মার্কিন যুক্তরাষ্ট্র)।
30. পৃথিবীর শীতলতম স্থান কোনটি? — অ্যান্টার্কটিকা।
মৌসুমি বায়ু, বৃষ্টি, ঝড়
1. মৌসুমি বায়ু কী? → দিক পরিবর্তনশীল ঋতুভিত্তিক বায়ুপ্রবাহ।
2. ভারতের মৌসুমি বায়ু কয় প্রকার? → দুই প্রকার — দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্ব।
3. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে কোথা দিয়ে? → কেরালা উপকূল দিয়ে।
4. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে আসে কখন? → জুন মাসে।
5. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবেশ করে কখন? → অক্টোবর মাসে।
6. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু স্থায়ী হয় কত মাস? → প্রায় চার মাস (জুন-সেপ্টেম্বর)।
7. উত্তর-পূর্ব মৌসুমি বায়ু কোন অঞ্চলে বৃষ্টি আনে? → তামিলনাড়ু ও দক্ষিণ-পূর্ব উপকূলে।
8. মৌসুমি বায়ুর প্রধান কারণ কী? → ভূমি ও সমুদ্রের তাপমাত্রার পার্থক্য।
9. চেরাপুঞ্জিতে অতিবৃষ্টি কেন হয়? → খাসি পাহাড়ে মৌসুমি বায়ু বাধা পায় বলে।
10. ভারতের সর্বাধিক বৃষ্টিপ্রাপ্ত স্থান কোনটি? → মাওসিনরাম (মেঘালয়)।
11. ভারতের সর্বনিম্ন বৃষ্টিপ্রাপ্ত স্থান কোনটি? → জয়সালমের (রাজস্থান)।
12. বঙ্গোপসাগরীয় শাখার মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? → দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিমে।
13. আরব সাগরীয় শাখার মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? → দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বে।
14. মৌসুমি বায়ুর পশ্চাদপসরণ শুরু হয় কখন? → সেপ্টেম্বর মাসের শেষে।
15. মৌসুমি বায়ুর পশ্চাদপসরণ শুরু হয় কোন দিক থেকে? → উত্তর-পশ্চিম ভারত থেকে।
16. মৌসুমি বায়ু ভারতে কী ধরনের কৃষি গড়ে তুলেছে? → মৌসুমি নির্ভর কৃষি ব্যবস্থা।
17. মৌসুমি বায়ু ভারতে মোট বৃষ্টির কত শতাংশ আনে? → প্রায় ৭৫%।
18. মৌসুমি বায়ু প্রথম কোন রাজ্যে আসে? → কেরালা।
19. মৌসুমি বায়ুর গতি পর্যবেক্ষণ করে কোন উপগ্রহ? → INSAT উপগ্রহ।
20. বজ্রসহ বৃষ্টিপাতকে কী বলে? → বজ্রবৃষ্টি।
21. ঘূর্ণিঝড় কী কারণে সৃষ্টি হয়? → নিম্নচাপ কেন্দ্রের চারপাশে প্রবল ঘূর্ণিবায়ু সৃষ্টি হলে।
22. ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় সাধারণত কোথায় উৎপন্ন হয়? → বঙ্গোপসাগরে।
23. ভারতের পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় কোথায় উৎপন্ন হয়? → আরব সাগরে।
24. ভারতের সবচেয়ে ঘূর্ণিঝড়প্রবণ রাজ্য কোনটি? → ওড়িশা।
25. 1999 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হানে কোথায়? → ওড়িশায়।
26. বজ্রপাতের সময় প্রথমে আলো দেখা যায়, তারপর শব্দ কেন শোনা যায়? → কারণ আলোর গতি শব্দের চেয়ে বেশি।
27. কালবৈশাখী কেমন ধরনের ঝড়? → বজ্রসহ প্রবল বৃষ্টিঝড়।
28. কালবৈশাখী প্রধানত কোন রাজ্যে ঘটে? → পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে।
29. টর্নেডো কী? → ভূমির উপর ঘূর্ণায়মান প্রবল ঘূর্ণিবায়ু।
30. মৌসুমি বায়ুর গবেষণার দায়িত্বে কোন প্রতিষ্ঠান আছে? → ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)।
মহাসাগর বিদ্যা
1. পৃথিবীর পৃষ্ঠের কত শতাংশ জল দ্বারা আচ্ছাদিত? — প্রায় ৭১%
2. পৃথিবীর জলভাগের কত শতাংশ মহাসাগরে রয়েছে? — প্রায় ৯৭%
3. পৃথিবীর সর্ববৃহৎ মহাসাগর কোনটি? — প্রশান্ত মহাসাগর
4. পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? — আর্কটিক মহাসাগর
5. পৃথিবীর সবচেয়ে গভীর স্থান কোথায়? — মারিয়ানা খাদ
6. মারিয়ানা খাদ কোন মহাসাগরে অবস্থিত? — প্রশান্ত মহাসাগরে
7. মারিয়ানা খাদের গভীরতা কত? — প্রায় ১১,০৩৪ মিটার
8. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল? — পানামা খাল
9. ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? — সুয়েজ খাল
10. ভারত মহাসাগরের উত্তর তীরে কোন দেশ অবস্থিত? — ভারত
11. ভারত মহাসাগরের সবচেয়ে বড় উপসাগর কোনটি? — বঙ্গোপসাগর
12. বঙ্গোপসাগরে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ মিশে কোন ডেল্টা গঠন করেছে? — সুন্দরবন ডেল্টা
13. সমুদ্র জলে লবণাক্ততার গড় হার কত? — প্রায় ৩.৫%
14. সমুদ্র জলের প্রধান লবণ কোনটি? — সোডিয়াম ক্লোরাইড (NaCl)
15. সমুদ্র জলের সর্বাধিক লবণাক্ত অঞ্চল কোথায়? — উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল
16. সমুদ্র জলের সর্বনিম্ন লবণাক্ত অঞ্চল কোথায়? — মেরু অঞ্চলে
17. সমুদ্র জলের ঘনত্ব কোন উপাদানের উপর নির্ভর করে? — তাপমাত্রা ও লবণাক্ততা
18. মহাসাগরের উষ্ণ স্রোতের দিক কোন দিকে প্রবাহিত হয়? — বিষুবরেখা থেকে মেরুর দিকে
19. মহাসাগরের শীতল স্রোতের দিক কোন দিকে প্রবাহিত হয়? — মেরু থেকে বিষুবরেখার দিকে
20. গালফ স্ট্রিম কোন মহাসাগরের উষ্ণ স্রোত? — আটলান্টিক মহাসাগর
21. কুরোশিও স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? — প্রশান্ত মহাসাগরে
22. ক্যানারি স্রোত কোন ধরনের স্রোত? — শীতল স্রোত
23. হুম্বোল্ড স্রোত কোন দেশের উপকূলে প্রবাহিত হয়? — পেরু
24. ‘এল নিনো’ প্রপঞ্চ কোন মহাসাগরের সঙ্গে সম্পর্কিত? — প্রশান্ত মহাসাগর
25. ‘লা নিনিয়া’ প্রপঞ্চে জলের তাপমাত্রা কেমন হয়? — স্বাভাবিকের চেয়ে ঠান্ডা
26. জোয়ার-ভাটার প্রধান কারণ কী? — চাঁদ ও সূর্যের মহাকর্ষ বল
27. দিনে কতবার জোয়ার-ভাটা ঘটে? — দুইবার
28. পৃথিবীর প্রথম গভীর সমুদ্র অনুসন্ধানকারী জাহাজের নাম কী? — চ্যালেঞ্জার
29. মহাসাগর তলদেশের মানচিত্র তৈরি করার পদ্ধতিকে কী বলে? — বাথিমেট্রি
30. আন্তর্জাতিক সমুদ্র আইন (Law of the Sea) কোন সংস্থা প্রণয়ন করেছে? — জাতিসংঘ (UNO)
জনসংখ্যা ভূগোল
1. ভারতের প্রথম জনসংখ্যা গণনা কবে অনুষ্ঠিত হয়েছিল? – 1872 সালে।
2. স্বাধীন ভারতের প্রথম সম্পূর্ণ জনসংখ্যা গণনা কবে হয়? – 1951 সালে।
3. ভারতে সর্বশেষ জনসংখ্যা গণনা কোন সালে হয়েছিল? – 2011 সালে।
4. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত? – 121.02 কোটি।
5. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত? – 17.64%।
6. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? – উত্তর প্রদেশ।
7. ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য কোনটি? – সিকিম।
8. ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? – বিহার।
9. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? – অরুণাচল প্রদেশ।
10. ভারতের জনসংখ্যা ঘনত্ব (2011 অনুযায়ী) কত? – প্রতি বর্গ কিমিতে 382 জন।
11. ভারতে সর্বাধিক নারী-পুরুষ অনুপাত কোন রাজ্যে? – কেরালা।
12. ভারতে সর্বনিম্ন নারী-পুরুষ অনুপাত কোন রাজ্যে? – হরিয়ানা।
13. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের নারী-পুরুষ অনুপাত কত? – প্রতি 1000 পুরুষে 940 নারী।
14. ভারতে সর্বাধিক নগরায়িত রাজ্য কোনটি? – গোয়া।
15. ভারতে সর্বনিম্ন নগরায়িত রাজ্য কোনটি? – হিমাচল প্রদেশ।
16. ভারতে সর্বাধিক সাক্ষরতার হার কোন রাজ্যে? – কেরালা।
17. ভারতে সর্বনিম্ন সাক্ষরতার হার কোন রাজ্যে? – বিহার।
18. ভারতের সাক্ষরতার হার (2011 অনুযায়ী) কত? – 74.04%।
19. ভারতের জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে দ্রুত সময়কাল কোনটি? – 1951–1981 সময়কাল।
20. ভারতের জনসংখ্যা বিস্ফোরণ (Population Explosion) কখন শুরু হয়? – 1921 সালের পরে।
21. 1921 সালকে ভারতের জনসংখ্যা ইতিহাসে কী বলা হয়? – মহান বিভাজন বছর (Great Divide Year)।
22. ভারতের শহুরে জনসংখ্যার শতকরা হার (2011 অনুযায়ী) কত? – 31.16%।
23. ভারতের গ্রামীণ জনসংখ্যার শতকরা হার (2011 অনুযায়ী) কত? – 68.84%।
24. ভারতের সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট শহর কোনটি? – মুম্বাই।
25. ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট শহর কোনটি? – দিল্লি।
26. ভারতের জনসংখ্যার ঘনত্ব বিশ্বে কততম স্থানে রয়েছে? – দ্বিতীয় স্থানে (চীনের পর)।
27. ভারতের জনসংখ্যার প্রায় কত শতাংশ কর্মক্ষম (15–59 বছর) বয়সের মধ্যে পড়ে? – প্রায় 65%।
28. ভারতের মোট জনসংখ্যার মধ্যে নিরক্ষর জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক কত? – প্রায় 26% (2011 অনুযায়ী)।
অভিবাসন ও বসতি
1. অভিবাসন কাকে বলে? — মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে স্থানান্তরিত হয় তাকে অভিবাসন বলে।
2. অভিবাসনের দুই প্রকার কী? — অভ্যন্তরীণ অভিবাসন ও আন্তর্জাতিক অভিবাসন।
3. এক দেশ থেকে অন্য দেশে যাওয়াকে কী বলা হয়? — আন্তর্জাতিক অভিবাসন।
4. দেশের ভেতরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরকে কী বলা হয়? — অভ্যন্তরীণ অভিবাসন।
5. গ্রাম থেকে শহরে অভিবাসনকে কী বলা হয়? — গ্রাম-শহর অভিবাসন।
6. শহর থেকে গ্রামে অভিবাসনকে কী বলা হয়? — শহর-গ্রাম অভিবাসন।
7. কোন অভিবাসন প্রক্রিয়ায় শহুরে জনসংখ্যা বৃদ্ধি পায়? — গ্রাম-শহর অভিবাসনে।
8. ‘পুশ ফ্যাক্টর’ বলতে কী বোঝায়? — যে কারণ মানুষকে স্থানত্যাগে বাধ্য করে।
9. ‘পুল ফ্যাক্টর’ বলতে কী বোঝায়? — যে কারণ মানুষকে নতুন স্থানে আকৃষ্ট করে।
10. অর্থনৈতিক কারণে অভিবাসনের প্রধান কারণ কী? — কর্মসংস্থানের সুযোগ।
11. ভারতের অভ্যন্তরীণ অভিবাসনের সবচেয়ে সাধারণ ধারা কোনটি? — গ্রাম থেকে শহরে অভিবাসন।
12. ভারতের কোন রাজ্যে সর্বাধিক অভিবাসী শ্রমিক কাজ করে? — মহারাষ্ট্র।
13. ভারতের কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি শ্রমিক অন্য রাজ্যে যায়? — উত্তরপ্রদেশ।
14. মরসুমি শ্রমিকদের অভিবাসনকে কী বলা হয়? — ঋতুভিত্তিক অভিবাসন।
15. শহরে জনসংখ্যার অতি বৃদ্ধি কোন অভিবাসনের ফল? — গ্রাম-শহর অভিবাসন।
16. জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধির প্রধান সামাজিক কারণ কী? — শহরমুখী অভিবাসন।
17. বসতি বলতে কী বোঝায়? — যেখানে মানুষ স্থায়ীভাবে বাস করে তাকে বসতি বলে।
18. বসতির প্রধান দুই প্রকার কী? — গ্রামীণ বসতি ও নগর বসতি।
19. ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ গ্রামীণ এলাকায় বাস করে? — প্রায় ৬৫%।
20. ঘনবসতিপূর্ণ বসতি সাধারণত কোথায় দেখা যায়? — নদীর অববাহিকা অঞ্চলে।
21. ছড়ানো বসতি কোন অঞ্চলে বেশি দেখা যায়? — পার্বত্য ও শুষ্ক অঞ্চলে।
22. সরলরেখা বসতি সাধারণত কোথায় গড়ে ওঠে? — সড়ক বা নদীর তীরে।
23. গোলাকৃতি বসতি কিসের চারপাশে গড়ে ওঠে? — পুকুর, কূপ বা ধর্মস্থান।
24. গ্রামীণ বসতির প্রধান ভিত্তি কী? — কৃষি।
25. নগর বসতির প্রধান ভিত্তি কী? — শিল্প ও বাণিজ্য।
26. ভারতের প্রথম পরিকল্পিত শহর কোনটি? — চণ্ডীগড়।
27. ভারতের বৃহত্তম নগর বসতি কোনটি? — মুম্বাই।
28. অভিবাসনের ফলে শহরে কী ধরনের সমস্যা তৈরি হয়? — বস্তি বৃদ্ধি ও বেকারত্ব।
29. নারী অভিবাসনের প্রধান কারণ কী? — বিবাহ।
30. ভারতের জনগণনার কোন দফতর অভিবাসনের তথ্য সংগ্রহ করে? — ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার।
নগরায়ন ও মহানগর অঞ্চল
1. ভারতের নগরায়নের প্রধান কারণ কী? — শিল্পায়ন।
2. ভারতের প্রথম মহানগর কোনটি? — কলকাতা।
3. সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট মহানগর কোনটি? — মুম্বাই।
4. ভারতের সর্বাধিক দ্রুত নগরায়িত রাজ্য কোনটি? — গুজরাট।
5. ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মহানগর কোনটি? — মুম্বাই।
6. নগরায়নের ফলে কোন সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়? — বস্তি ও অতিরিক্ত জনঘনত্ব।
7. “মেট্রোপলিটন সিটি” বলতে কী বোঝায়? — ১০ লক্ষাধিক জনসংখ্যাবিশিষ্ট শহর।
8. “মেগাসিটি” বলতে কী বোঝায়? — ১ কোটি বা তার বেশি জনসংখ্যাবিশিষ্ট শহর।
9. ভারতের প্রথম মেগাসিটি কোনটি? — মুম্বাই।
10. দিল্লি কোন ধরনের নগর অঞ্চল? — জাতীয় রাজধানী অঞ্চল (NCR)।
11. ভারতে “NCR” এর পূর্ণরূপ কী? — National Capital Region।
12. ভারতের NCR-এ প্রধান তিনটি রাজ্য অন্তর্ভুক্ত — কোনগুলো? — হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থান।
13. মুম্বাই কোন রাজ্যের রাজধানী? — মহারাষ্ট্র।
14. মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ (MDA) প্রথম কোথায় গঠিত হয়? — কলকাতায় (KMDA)।
15. ভারতের নগরায়ন প্রক্রিয়া কোন দশকে দ্রুত বৃদ্ধি পায়? — ১৯৭১-৮১ দশকে।
16. নগর এলাকাকে গ্রামীণ এলাকা থেকে পৃথক করার প্রধান মানদণ্ড কী? — জনসংখ্যা, ঘনত্ব ও পেশা।
17. ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ নগর এলাকায় বসবাস করে (২০২১ সালের আদমশুমারি অনুযায়ী)? — প্রায় ৩৫%।
18. ভারতের বৃহত্তম মহানগর অঞ্চল কোনটি? — দিল্লি মহানগর অঞ্চল।
19. ভারতে সর্বাধিক মহানগর শহর কোন রাজ্যে? — মহারাষ্ট্র।
20. কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের সংক্ষিপ্ত নাম কী? — KMDA।
21. নগর পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী? — টেকসই ও সুষম নগর উন্নয়ন।
22. ভারতের প্রথম পরিকল্পিত শহর কোনটি? — চণ্ডীগড়।
23. চণ্ডীগড় শহর কে নকশা করেছিলেন? — লে করবুজিয়ে।
24. স্মার্ট সিটি মিশন কবে শুরু হয়? — ২০১৫ সালে।
25. ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি ঘোষণা করা হয়? — ভুবনেশ্বর।
26. “আরবান হিট আইল্যান্ড” কী নির্দেশ করে? — শহরে তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধি।
27. মহানগর অঞ্চলের প্রশাসন কার অধীনে থাকে? — মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে।
28. ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর অঞ্চল কোনটি? — মুম্বাই মহানগর অঞ্চল।
29. নগর দারিদ্র্যের মূল কারণ কী? — বেকারত্ব ও জনসংখ্যার চাপ।
30. নগরায়নের পরিবেশগত প্রভাবের একটি উদাহরণ কী? — বায়ু দূষণ বৃদ্ধি।
অর্থনৈতিক কার্যকলাপ
1. অর্থনৈতিক কার্যকলাপ বলতে কী বোঝায়? – জীবিকা নির্বাহের উদ্দেশ্যে করা উৎপাদনমূলক কাজকে অর্থনৈতিক কার্যকলাপ বলে।
2. অর্থনৈতিক কার্যকলাপ কয় প্রকার? – তিন প্রকার: প্রাথমিক, গৌণ ও তৃতীয়িক।
3. প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের উদাহরণ কী? – কৃষি, মৎস্য, খনি, বনজ কাজ ইত্যাদি।
4. গৌণ অর্থনৈতিক কার্যকলাপ বলতে কী বোঝায়? – প্রাথমিক উৎপাদিত পণ্যের উপর নির্ভরশীল শিল্পজাত কাজ।
5. তৃতীয়িক অর্থনৈতিক কার্যকলাপ বলতে কী বোঝায়? – পরিবহন, বাণিজ্য, যোগাযোগ ও সেবামূলক কাজ।
6. কৃষি কোন ধরনের অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত? – প্রাথমিক কার্যকলাপ।
7. শিল্প কোন ধরনের অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত? – গৌণ কার্যকলাপ।
8. ব্যাংকিং ও বীমা কোন ধরনের অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত? – তৃতীয়িক কার্যকলাপ।
9. খনিজ উত্তোলন কোন শ্রেণির কার্যকলাপ? – প্রাথমিক কার্যকলাপ।
10. নির্মাণ শিল্প কোন শ্রেণির কার্যকলাপের অন্তর্গত? – গৌণ কার্যকলাপ।
11. তথ্যপ্রযুক্তি খাত কোন অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত? – তৃতীয়িক কার্যকলাপ।
12. মাছ ধরা কোন শ্রেণির কার্যকলাপ? – প্রাথমিক কার্যকলাপ।
13. পোশাক শিল্প কোন শ্রেণির কার্যকলাপ? – গৌণ কার্যকলাপ।
14. রেলওয়ে পরিষেবা কোন শ্রেণির কার্যকলাপ? – তৃতীয়িক কার্যকলাপ।
15. অর্থনৈতিক কার্যকলাপের মূল উদ্দেশ্য কী? – আয় অর্জন করা।
16. অনর্থনৈতিক কার্যকলাপের উদ্দেশ্য কী? – ব্যক্তিগত বা সামাজিক সন্তুষ্টি অর্জন।
17. শিক্ষকের পেশা কোন শ্রেণির কার্যকলাপ? – তৃতীয়িক কার্যকলাপ।
18. কৃষকের কাজ কোন শ্রেণির অর্থনৈতিক কার্যকলাপ? – প্রাথমিক কার্যকলাপ।
19. কারখানার শ্রমিকের কাজ কোন শ্রেণির কার্যকলাপ? – গৌণ কার্যকলাপ।
20. ডাকবিভাগ ও পরিবহন খাত কোন কার্যকলাপের অন্তর্গত? – তৃতীয়িক কার্যকলাপ।
21. সেবা খাতকে আর কী বলা হয়? – তৃতীয়িক খাত।
22. ভারতে জিডিপিতে সর্বাধিক অবদান রাখে কোন খাত? – তৃতীয়িক খাত।
23. ‘কৃষিনির্ভর অর্থনীতি’ বলতে কী বোঝায়? – যেখানে অধিকাংশ মানুষ কৃষিকাজে যুক্ত।
24. ভারত কোন ধরনের অর্থনীতির অন্তর্গত? – মিশ্র অর্থনীতি।
25. শিল্পায়ন মূলত কোন কার্যকলাপের উন্নয়নের সঙ্গে যুক্ত? – গৌণ কার্যকলাপের।
26. পরিবহন ও যোগাযোগ খাত কোন কার্যকলাপের অন্তর্গত? – তৃতীয়িক কার্যকলাপ।
27. বনজ পণ্য সংগ্রহ কোন শ্রেণির কার্যকলাপ? – প্রাথমিক কার্যকলাপ।
28. ব্যাংক কর্মচারীর কাজ কোন শ্রেণির কার্যকলাপ? – তৃতীয়িক কার্যকলাপ।
29. কৃষি শ্রমিকের কাজ কোন শ্রেণির কার্যকলাপের উদাহরণ? – প্রাথমিক কার্যকলাপ।
30. ট্যুরিজম খাত কোন শ্রেণির অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্গত? – তৃতীয়িক কার্যকলাপ।
কৃষি ব্যবস্থা ও কৃষি অঞ্চল
1. ভারতের প্রধান পেশা কী? — কৃষি।
2. ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল? — প্রায় ৫৫%।
3. ভারতের মোট আয়তনের কত শতাংশ জমি কৃষির জন্য ব্যবহৃত হয়? — প্রায় ৫১%।
4. ভারতের কৃষি কোন প্রকারের জলবায়ুর উপর নির্ভরশীল? — মৌসুমি জলবায়ু।
5. ভারতের কৃষি মূলত কোন প্রকার? — মৌসুমি ও প্রাকৃতিক কৃষি।
6. ভারতকে কী নামে ডাকা হয় কৃষির ক্ষেত্রে? — কৃষিপ্রধান দেশ।
7. ভারতের প্রধান খরিফ ফসল কোনটি? — ধান।
8. ভারতের প্রধান রবি ফসল কোনটি? — গম।
9. ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগদ ফসল কোনটি? — তুলা।
10. ভারত কোন ফসলের উৎপাদনে প্রথম স্থানে? — পাট।
11. ভারত কোন ফসলের উৎপাদনে দ্বিতীয় স্থানে? — ধান।
12. ভারতের কৃষি মৌসুম কয়টি? — দুটি (খরিফ ও রবি)।
13. খরিফ মৌসুমের ফসল কোন মৌসুমে বোনা হয়? — বর্ষাকালে।
14. রবি মৌসুমের ফসল কোন মৌসুমে বোনা হয়? — শীতকালে।
15. ভারতের প্রথম গ্রিন রেভলিউশন কোন ফসলের সঙ্গে যুক্ত? — গম।
16. ভারতে গ্রীন রেভলিউশন কার উদ্যোগে হয়েছিল? — ড. এম. এস. স্বামীনাথন।
17. ভারতের হোয়াইট রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? — দুধ উৎপাদন।
18. ভারতের ব্লু রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? — মৎস্য উৎপাদন।
19. ভারতের ইয়েলো রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? — তেলবীজ উৎপাদন।
20. ভারতের ব্রাউন রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? — চা ও চামড়া উৎপাদন।
21. ভারতের সেকেন্ড গ্রিন রেভলিউশন কোন ক্ষেত্রে প্রস্তাবিত? — পূর্ব ও পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে।
22. শুষ্ক কৃষি মূলত কোন অঞ্চলে প্রচলিত? — দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে।
23. সেচ নির্ভর কৃষি কোন অঞ্চলে বেশি দেখা যায়? — পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে।
24. ভারতে বাণিজ্যিক কৃষি কোথায় বেশি প্রচলিত? — গুজরাট ও মহারাষ্ট্রে।
25. স্থানান্তর কৃষিকে ভারতের উত্তর-পূর্বে কী নামে ডাকা হয়? — ঝুম চাষ।
26. মিশ্র কৃষির অর্থ কী? — ফসলের সঙ্গে পশুপালন।
27. ভারতে উদ্যান কৃষি কোথায় প্রচলিত? — কেরালা, আসাম, মেঘালয় প্রভৃতিতে।
28. ভারতের কৃষি অঞ্চল প্রথম ভাগ করেন কে? — সি. এল. ধানগ্রা।
29. কৃষি অঞ্চলের বিভাজন কোন ভিত্তিতে করা হয়? — ফসলের ধরন ও জলবায়ু ভিত্তিতে।
30. ভারতের কৃষি অঞ্চল মোট কয়টি? — প্রধানত ১৫টি।
31. পাঞ্জাব ও হরিয়ানা কোন কৃষি অঞ্চলের অন্তর্গত? — গম ও ধান অঞ্চল।
32. গঙ্গা সমভূমি অঞ্চল কোন ফসলের জন্য বিখ্যাত? — ধান ও গম।
33. দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল কোন ফসলের জন্য পরিচিত? — তুলা ও বাজরা।
34. পশ্চিম উপকূল অঞ্চল কোন ফসলের জন্য পরিচিত? — নারকেল ও ধান।
35. উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল কোন ফসলের জন্য বিখ্যাত? — চা ও আদা।
36. ভারত কোন প্রকার কৃষি অর্থনীতির দেশ? — আধা-জীবিকা নির্ভর কৃষি।
37. ভারতে একক ফসলী কৃষি কোথায় দেখা যায়? — শুষ্ক অঞ্চলে।
38. ভারতে একাধিক ফসলী কৃষি কোথায় দেখা যায়? — গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমিতে।
39. প্ল্যান্টেশন কৃষি ভারতে কোন ফসলের সঙ্গে যুক্ত? — চা, কফি ও রাবার।
40. ভারতের সর্বাধিক সেচপ্রাপ্ত রাজ্য কোনটি? — উত্তরপ্রদেশ।
41. ভারতের সর্বাধিক অনাবৃষ্টিপ্রাপ্ত কৃষি অঞ্চল কোনটি? — রাজস্থানের পশ্চিমাংশ।
42. ভারতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কোথায় বেশি? — পাঞ্জাব ও হরিয়ানায়।
43. ভারতে সার ব্যবহারে কোন রাজ্য প্রথম? — পাঞ্জাব।
44. ভারতে সর্বাধিক ধান উৎপাদনকারী রাজ্য কোনটি? — পশ্চিমবঙ্গ।
45. ভারতে সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্য কোনটি? — উত্তরপ্রদেশ।
46. ভারতে সর্বাধিক তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি? — মহারাষ্ট্র।
47. ভারতে সর্বাধিক আখ উৎপাদনকারী রাজ্য কোনটি? — উত্তরপ্রদেশ।
48. ভারতে সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোনটি? — আসাম।
49. ভারতে সর্বাধিক কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? — কর্ণাটক।
50. ভারতে কৃষি গবেষণা পরিচালনাকারী প্রধান সংস্থা কোনটি? — আই.সি.এ.আর (Indian Council of Agricultural Research)।
শিল্পায়ন ও শিল্পাঞ্চল
1. ভারতের শিল্পায়নের সূচনা কোন শিল্পের মাধ্যমে হয়েছিল? — তুলা বস্ত্র শিল্প।
2. ভারতের প্রথম আধুনিক শিল্প কোনটি? — তুলা বস্ত্র শিল্প।
3. ভারতের প্রথম কটন মিল স্থাপিত হয় কোথায়? — মুম্বাইয়ে।
4. ভারতের প্রথম কটন মিল স্থাপিত হয় কবে? — ১৮৫৪ খ্রিষ্টাব্দে।
5. ভারতের প্রথম জুট মিল কোথায় স্থাপিত হয়? — রিষড়া (হুগলি, পশ্চিমবঙ্গ)।
6. ভারতের প্রথম জুট মিল স্থাপিত হয় কবে? — ১৮৫৫ খ্রিষ্টাব্দে।
7. ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়? — জামশেদপুরে।
8. টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি (TISCO) প্রতিষ্ঠিত হয় কবে? — ১৯০৭ খ্রিষ্টাব্দে।
9. ভারতের প্রথম ইস্পাত কারখানার প্রতিষ্ঠাতা কে? — জামশেদজি টাটা।
10. ভারতের সবচেয়ে বড় ইস্পাত উৎপাদন কেন্দ্র কোনটি? — ভিলাই ইস্পাত কারখানা।
11. ভিলাই ইস্পাত কারখানার রাশিয়ান সহযোগী দেশ কোনটি? — প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন।
12. রাউরকেলা ইস্পাত কারখানার সহযোগী দেশ কোনটি? — জার্মানি।
13. দুর্গাপুর ইস্পাত কারখানার সহযোগী দেশ কোনটি? — যুক্তরাজ্য।
14. ভোকারো ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? — ঝাড়খণ্ডে।
15. ভোকারো ইস্পাত কারখানার সহযোগী দেশ কোনটি? — প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন।
16. সেলেম ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? — তামিলনাড়ু।
17. হিন্দুস্থান স্টিল লিমিটেড প্রতিষ্ঠিত হয় কবে? — ১৯৫৪ খ্রিষ্টাব্দে।
18. হিন্দুস্থান স্টিল লিমিটেডের সদর দপ্তর কোথায়? — রাউরকেলায়।
19. ভারতের প্রধান ইস্পাত উৎপাদনকারী রাজ্য কোনটি? — ছত্তিশগড়।
20. টাটা মোটরস কারখানা কোথায় অবস্থিত? — জামশেদপুর ও পুনেতে।
21. ভারতের প্রধান কেমিক্যাল শিল্পাঞ্চল কোনটি? — মুম্বাই।
22. ভারতের প্রধান তুলা বস্ত্র শিল্পাঞ্চল কোথায়? — মুম্বাই-আহমেদাবাদ অঞ্চল।
23. ভারতের জুট শিল্পের কেন্দ্র কোথায়? — হুগলি নদীর তীরবর্তী এলাকা।
24. ভারতের প্রথম সার কারখানা কোথায় স্থাপিত হয়? — সিন্ধ্রিতে।
25. সিন্ধ্রি সার কারখানা কোন রাজ্যে অবস্থিত? — ঝাড়খণ্ডে।
26. ভারতের প্রধান কাগজ শিল্প কেন্দ্র কোথায়? — নেপানগর, সাহারনপুর ও হোজাই।
27. ভারতের প্রধান চিনি শিল্পাঞ্চল কোনটি? — উত্তর প্রদেশ ও বিহার।
28. ভারতের প্রধান অ্যালুমিনিয়াম শিল্পাঞ্চল কোনটি? — ঝাড়খণ্ড ও ছত্তিশগড়।
29. বাল্লারপুর পেপার ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত? — মহারাষ্ট্রে।
30. ভারতের গাড়ি তৈরির প্রথম কোম্পানি কোনটি? — হিন্দুস্থান মোটরস।
31. হিন্দুস্থান মোটরসের কারখানা কোথায়? — হিন্দমোটর, পশ্চিমবঙ্গ।
32. মারুতি সুজুকির প্রধান কারখানা কোথায়? — গুরগাঁও ও মাণেসর, হরিয়ানা।
33. ভারতের প্রধান তেল শোধনাগার কোথায় অবস্থিত? — জামনগর (গুজরাট)।
34. বিশ্বের বৃহত্তম রিফাইনারি কোথায়? — জামনগর রিফাইনারি।
35. ভারতের প্রধান ইলেকট্রনিক শিল্পাঞ্চল কোনটি? — বেঙ্গালুরু।
36. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? — বেঙ্গালুরু।
37. ভারতের প্রথম সার কারখানা কোনটি? — সিন্ধ্রি ফার্টিলাইজার ফ্যাক্টরি।
38. ভারতের প্রথম তেল শোধনাগার কোথায় স্থাপিত হয়েছিল? — ডিগবয় (অসম)।
39. ভারতের প্রথম পেট্রোলিয়াম শোধনাগার স্থাপিত হয় কবে? — ১৯০১ খ্রিষ্টাব্দে।
40. ভারতের প্রধান তেল শোধনাগার রাজ্য কোনটি? — গুজরাট।
41. ভারতের ইলেকট্রনিক শিল্পে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি? — কর্ণাটক।
42. ভারতের প্রধান যন্ত্রপাতি শিল্প কেন্দ্র কোথায়? — হাওড়া।
43. ভারতের প্রধান রেলওয়ে কোচ তৈরির কারখানা কোথায়? — পেরামবুর (চেন্নাই)।
44. ভারতের বিমান নির্মাণ কেন্দ্র কোথায়? — বেঙ্গালুরু।
45. হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) অবস্থিত কোথায়? — বেঙ্গালুরু।
46. ভারতের প্রধান জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায়? — মুম্বাই ও বিশাখাপত্তনম।
47. ভারতের প্রধান সিমেন্ট উৎপাদনকারী রাজ্য কোনটি? — মধ্যপ্রদেশ।
48. ভারতের সিমেন্ট শিল্পের প্রথম কারখানা কোথায়? — চেন্নাইয়ে।
49. ভারতের প্রধান শিল্পাঞ্চল কয়টি? — ছয়টি প্রধান শিল্পাঞ্চল।
50. ভারতের সর্বাধিক শিল্পোন্নত রাজ্য কোনটি? — মহারাষ্ট্র।
পরিবহন ও যোগাযোগ
1. ভারতের প্রথম রেলপথ কোথায় চালু হয়েছিল? — বম্বে থেকে ঠাণে পর্যন্ত।
2. ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় কবে? — ১৬ এপ্রিল ১৮৫৩ সালে।
3. ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? — দিব্রুগড় থেকে কান্নিয়াকুমারী পর্যন্ত।
4. ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি? — নর্দার্ন রেলওয়ে।
5. ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? — কলকাতায়।
6. কলকাতা মেট্রো চালু হয় কবে? — ২৪ অক্টোবর ১৯৮৪ সালে।
7. ভারতের দ্রুততম ট্রেন কোনটি? — বন্দে ভারত এক্সপ্রেস।
8. ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কবে? — ৩ ফেব্রুয়ারি ১৯২৫ সালে।
9. ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোথায় নির্মিত হচ্ছে? — মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত।
10. ভারতীয় রেলওয়ের সদর দপ্তর কোথায়? — নয়াদিল্লি।
11. ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় মহাসড়ক কোনটি? — NH-44 (শ্রীনগর থেকে কান্নিয়াকুমারী)।
12. ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে কোনটি? — মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ে।
13. ভারতের জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করে কোন সংস্থা? — NHAI (National Highways Authority of India)।
14. ভারতের সর্ববৃহৎ বন্দর কোনটি? — মুম্বাই বন্দর।
15. ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? — কাণ্ডলা বন্দর (বর্তমান দীনদয়াল বন্দর)।
16. ভারতের গভীরতম বন্দর কোনটি? — বিশাখাপত্তনম বন্দর।
17. ভারতের পূর্ব উপকূলের প্রধান বন্দর কোনটি? — কলকাতা ও পারাদীপ বন্দর।
18. ভারতের পশ্চিম উপকূলের প্রধান বন্দর কোনটি? — মুম্বাই ও কোচিন বন্দর।
19. ভারতের প্রথম ইনল্যান্ড ওয়াটারওয়ে কোথায়? — গঙ্গা নদী (NW-1)।
20. ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? — NW-1 (আল্লাহাবাদ থেকে হালদিয়া পর্যন্ত)।
21. ভারতের প্রথম বিমানবন্দর কোথায় স্থাপিত হয়েছিল? — মুম্বাইয়ে।
22. ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? — দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
23. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? — ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি।
24. ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? — ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি।
25. ভারতের প্রথম বেসরকারি বিমানসংস্থা কোনটি? — জেট এয়ারওয়েজ।
26. ভারতের জাতীয় বিমান সংস্থা কোনটি? — এয়ার ইন্ডিয়া।
27. ভারতের প্রথম নারী পাইলট কে? — সুষমা মুখার্জি।
28. ভারতের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা শুরু হয় কোথায়? — হরিয়ানায়।
29. ভারতের প্রথম হেলিকপ্টার ট্যাক্সি পরিষেবা চালু হয় কোথায়? — বেঙ্গালুরুতে।
30. ভারতের বেসামরিক বিমান চলাচল দপ্তরের নাম কী? — DGCA (Directorate General of Civil Aviation)।
31. ভারতের প্রথম টেলিগ্রাফ পরিষেবা শুরু হয় কবে? — ১৮৫১ সালে।
32. ভারতের প্রথম টেলিফোন পরিষেবা শুরু হয় কবে? — ১৮৮২ সালে।
33. ভারতের টেলিফোন পরিষেবা পরিচালনা করে কোন সংস্থা? — BSNL ও MTNL।
34. ভারতের প্রথম মোবাইল পরিষেবা চালু হয় কবে? — ১৯৯৫ সালে।
35. ভারতের প্রথম মোবাইল কলটি কোথা থেকে করা হয়েছিল? — কলকাতা থেকে।
36. ভারতের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় কবে? — ১৮৫২ সালে।
37. ভারতের সবচেয়ে পুরনো ডাকঘর কোথায়? — কলকাতায়।
38. ভারতের পিন কোড ব্যবস্থা চালু হয় কবে? — ১৫ আগস্ট ১৯৭২ সালে।
39. ভারতের পিন কোডে কয়টি সংখ্যা থাকে? — ৬টি।
40. ভারতের প্রথম ডাক সঞ্চয় ব্যাঙ্ক চালু হয় কবে? — ১৮৮২ সালে।
41. ভারতের প্রথম স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা কবে চালু হয়? — ১৯৭৫ সালে।
42. ভারতের প্রথম উপগ্রহের নাম কী? — আর্যভট্ট।
43. ভারতের প্রথম টিভি সম্প্রচার শুরু হয় কবে? — ১৫ সেপ্টেম্বর ১৯৫৯ সালে।
44. ভারতের প্রথম বাণিজ্যিক টিভি সম্প্রচার শুরু হয় কবে? — ১৯৬৫ সালে।
45. ভারতের প্রথম রঙিন টিভি সম্প্রচার কবে শুরু হয়? — ১৯৮২ সালে।
46. ভারতের টেলিভিশন সম্প্রচার সংস্থা কোনটি? — দূরদর্শন।
47. ভারতের রেডিও সম্প্রচার সংস্থা কোনটি? — আকাশবাণী (All India Radio)।
48. ভারতের প্রথম স্যাটেলাইট নিউজ চ্যানেল কোনটি? — জি টিভি।
49. ভারতের প্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয় কবে? — ১৫ আগস্ট ১৯৯৫ সালে।
50. ভারতের প্রথম মোবাইল নেটওয়ার্ক কোম্পানি কোনটি? — মডি টেলিকম (ModiTel)।
বাণিজ্য ও লজিস্টিক্স
1. ভারতে বাণিজ্যের প্রধান মাধ্যম কী? — রেলপথ ও সড়কপথ।
2. ভারতের বৈদেশিক বাণিজ্য পরিচালনার প্রধান বন্দর কোনটি? — মুম্বাই বন্দর।
3. ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর কোনটি? — জওহরলাল নেহরু বন্দর (নাভা শেবা)।
4. আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝায়? — দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্য ও পরিষেবার আদান-প্রদান।
5. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? — একই দেশের মধ্যে পণ্য ও পরিষেবার আদান-প্রদান।
6. ভারতের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) কোথায় স্থাপিত হয়? — কাণ্ডলা, গুজরাটে।
7. ভারতে বৈদেশিক বাণিজ্যের প্রধান সংস্থা কোনটি? — ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT)।
8. ভারতের আমদানির প্রধান দ্রব্য কী? — অপরিশোধিত খনিজ তেল।
9. ভারতের রপ্তানির প্রধান দ্রব্য কী? — পেট্রোলিয়াম পণ্য।
10. ভারতের প্রধান বাণিজ্য সহযোগী দেশ কোনটি? — যুক্তরাষ্ট্র (U.S.A)।
11. ভারতের সর্বাধিক চা রপ্তানি হয় কোন দেশে? — রাশিয়া।
12. ভারতের বাণিজ্য ঘাটতি বলতে কী বোঝায়? — যখন আমদানি রপ্তানির চেয়ে বেশি হয়।
13. লজিস্টিক্স শব্দটির অর্থ কী? — পণ্য পরিবহন, সংরক্ষণ ও বিতরণের সামগ্রিক ব্যবস্থাপনা।
14. ভারতে লজিস্টিক্স পারফরমেন্স ইনডেক্স (LPI) ২০২3 অনুযায়ী ভারতের স্থান কত? — 38তম।
15. ভারতীয় রেলপথে পণ্য পরিবহনের সবচেয়ে বেশি অংশ কোন পণ্যের? — কয়লা।
16. “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগের মূল উদ্দেশ্য কী? — দেশীয় উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি।
17. “সাগরমালা প্রকল্প” কিসের সঙ্গে যুক্ত? — বন্দর ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়নের সঙ্গে।
18. “ভারতমালা প্রকল্প” কী? — জাতীয় মহাসড়ক ও সড়ক লজিস্টিক করিডর উন্নয়নের প্রকল্প।
19. ভারতের বিমানবন্দরগুলিতে কার্গো পরিচালনার দায়িত্ব কোন সংস্থার? — এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)।
20. ভারতে ই-কমার্স বাণিজ্যের দ্রুত বৃদ্ধি কোন প্রযুক্তির কারণে? — ডিজিটাল পেমেন্ট ও ইন্টারনেট সংযোগ।
21. ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহের মধ্যে সর্বাধিক কার্গো পরিবহন হয় কোথায়? — দিল্লি বিমানবন্দরে।
22. ভারত কোন বছরে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদস্য হয়? — 1995 সালে।
23. ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য প্রধানত কোন বন্দরের মাধ্যমে হয়? — পেট্রাপোল বন্দর।
24. “লজিস্টিক্স পার্ক” বলতে কী বোঝায়? — পণ্য সংরক্ষণ, পরিবহন ও বিতরণের জন্য সমন্বিত কেন্দ্র।
25. ভারতের প্রধান রপ্তানি সামগ্রী কোনটি? — রত্ন ও গয়না।
26. ভারতের প্রধান আমদানিকৃত কৃষিপণ্য কী? — ভোজ্যতেল।
27. ভারতের “ডিজিটাল লজিস্টিক্স” নীতির লক্ষ্য কী? — পণ্য পরিবহনকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ করা।
28. “ফ্রেইট করিডর” কিসের জন্য নির্মিত হচ্ছে? — দ্রুত ও বৃহৎ পরিসরে পণ্য পরিবহনের জন্য।
29. “ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া” কবে গঠিত হয়? — 1986 সালে।
30. ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? — গঙ্গা-ব্রহ্মপুত্র জলপথ (জাতীয় জলপথ-1)।